অষ্টম শ্রেণী পাশে ওয়ারহাউসে কর্মী নিয়োগ, তাড়াতাড়ি আবেদন করুন

MedPlus Job Recruitment 2025 : সম্প্রতি MedPlus Company Warehouse এর তরফ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি দুর্দান্ত চাকরির বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যেখানে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে সমস্ত উপযুক্ত ও যোগ্য চাকরিপ্রার্থীরা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তারজন্য যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের উল্লেখিত এই প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। যার মাধ্যমে খুব সহজেই এখানে নিজেদের চাকরির জন্য আবেদন জানানো সম্ভব হবে। সুতরাং, দেরি না করে তাড়াতাড়ি এই প্রতিবেদনটি পড়ে ফেলুন।

নিয়োগকারী সংস্থা (Recruiter Agency) : MedPlus Company Warehouse

পদের নাম (Post Name) :

চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে পিকিং, প্যাকিং, স্ক্যানিং, শিপমেন্ট ম্যানেজমেন্ট এ।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থেকে এখানে নিজেদের চাকরির জন্য আবেদন করা যাবে।

বয়সসীমা (Age Limit) :

উল্লেখিত পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে।

বেতন কাঠামো (Salary Structure) :

এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 13,837 টাকা। এর পাশাপাশি PF এবং ESIC এর সুবিধাও পাওয়া যাবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

এখানে মোট শূন্যপদের সংখ্যা উল্লেখিত নেই।

আবেদন পদ্ধতি (Application Process) :

এখানে চাকরিপ্রার্থীদের অফিসিয়াল নোটিশে দেওয়া QR কোড স্ক্যান করে আবেদন জানাতে হবে। QR কোডটি স্ক্যান করলেই একটি গুগল ফর্ম খুলে যাবে । সেটিকে যাবতীয় সমস্ত তথ্য দিয়ে পূরণ করে সাবমিট করে দিলেই আবেদনটি সম্পূর্ণ হবে।

Read More: 12000 এর বেশি শূন্যপদে ক্লার্ক হেল্পার নিয়োগ

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে কর্তৃপক্ষের নিয়মানুযায়ী প্রার্থী নির্বাচন করা হবে।

হেল্পলাইন নং (Helpline Number) :

যে কোনো সমস্যার জন্য 9147402502 নম্বরে কল করতে পারেন।

গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

অফিসিয়াল নোটিশClick Here
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment