উচ্চ মাধ্যমিক পাশে সোশ্যাল ওয়ার্কার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ হচ্ছে, মাসিক বেতন 20000 টাকা

BECIL Recruitment 2025 : সম্প্রতি Brodcast Engineering Consultant India Limited (BECIL) এর তরফ থেকে প্রকাশিত হয়েছে দুর্দান্ত একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় জুনিয়র হিন্দি টাইপিষ্ট সহ আরও বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যেখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গসহ সারা ভারতবর্ষ থেকে সমস্ত উপযুক্ত ও যোগ্য চাকরিপ্রার্থীরা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মূলত তার জন্য আমরা এই প্রতিবেদনই উল্লেখিত নিয়োগ সংক্রান্ত যাবতীয় সমস্ত রকম তথ্য আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরেছি। যার মাধ্যমে আপনারা খুব সহজে এখানে নিজেদের চাকরির জন্য আবেদন করে ফেলতে পারেন। সুতরাং দেরি না করে আমাদের উল্লেখিত এই চাকরির প্রতিবেদনটা সম্পূর্ণটা পড়বেন এবং তারপরেই যথাযথভাবে নিজেদের চাকরির জন্য আবেদন করবেন এখানে।

নিয়োগকারী সংস্থা (Recruiter Agency) : Brodcast Engineering Consultant India Limited (BECIL)

পোষ্ট তারিখ (Post Date) :

উল্লেখিত চাকরির বিজ্ঞপ্তিটি BECIL এর তরফ থেকে প্রকাশিত হয়েছে গত 09.04.2025 তারিখে।

পদের নাম (Post Name) :

চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে মোট 4 ধরনের পদে। সেগুলি হলো –

  • Social Worker
  • PICU Technical
  • Network Support Executive
  • Jr. Hindi Typist

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

হিন্দি টাইপিষ্ট এবং টেকনিশিয়ান পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে । এছাড়াও বাকি পদগুলিতে আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীকে ব্যাচেলার ডিগ্রী পাশ থাকতে হবে।

বয়সসীমা (Age Limit) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম 18 বছর। কিন্তু যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা এখানে নিজেদের চাকরির জন্য আবেদন জানাবেন, তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন কাঠামো (Salary Structure) :

এখানেই নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 20,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

এখানে মোট শূন্যপদের সংখ্যা হলো 5টি।

আবেদন পদ্ধতি (Application Process) :

চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে হবে সম্পূর্ণভাবে অফলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের প্রথমে অফিশিয়াল নোটিশ থেকে অ্যাপ্লিকেশন ফর্ম কে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। সেই ফর্ম কে প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করতে হবে। পূরণ হয়ে যাওয়ার পর সেই ফর্ম এবং তার সঙ্গে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্ট এর জেরক্স কপি নিচে উল্লেখিত ঠিকানা নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিলেই আবেদনটি সম্পূর্ণ হবে।

Read More: মাধ্যমিক পাসে ভারতীয় রেলে কর্মী নিয়োগ

আবেদন পাঠানোর ঠিকানা (Application Submission Address) :

চাকরিপ্রার্থীদেরকে নিজেদের আবেদনপত্র পাঠাতে হবে নিচে উল্লেখিত এই ঠিকানায় –

Chittaranjan National Cancer Institute,
New Town Campus, First Floor,
HR Section, DJ Block Action,
Area AI, New Town, Kolkata – 700156

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউতে পাশ করলেই চাকরি পেয়ে যাবেন আবেদনকারী চাকরিপ্রার্থীরা।

ইন্টারভিউ এর ঠিকানা (Interview Address) :

এখানে যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করবেন, তাদের ইন্টারভিউ নেওয়া হবে, নিচে উল্লেখিত ঠিকানায় –

Chittaranjan National Cancer Institute,
New Town Campus, First Floor,
HR Section, DJ Block Action,
Area AI, New Town, Kolkata – 700156

আবেদনের সময়সীমা (Application Deadline) :

এখানে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে আগামী 26.04.2025 তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

অফিসিয়াল নোটিশClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment