AXIS Bank Job Vacancy 2025: চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। যে সকল প্রার্থী ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য রয়েছে দারুণ একটা সুখবর। যেখানে বলা হয়েছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশে Axis ব্যাংকে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ হবে। ভারত এবং পশ্চিমবঙ্গের উভয় প্রার্থীরাই এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। তাহলে যে সকল প্রার্থী AXIS ব্যাংকে চাকরি করার কথা ভাবছেন তারা দেরি না করে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে আবেদন করুন
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):-
যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া উচ্চ শিক্ষিতরাও আবেদন করতে পারবে সমস্ত পদের জন্য।
আবেদনকারীর বয়সসীমা (Age Limit) :-
যে সকল প্রার্থী AXIS ব্যাংকে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে।
চাকরি বৃত্তান্ত ( Job Details) : –
AXIS ব্যাংক এ “Back Office Executive & Customer Service Officer” পদে চাকরি পাওয়ার জন্য চাকরিপ্রার্থীদের খুব বেশী কিছু করতে হবে না। শুধুমাত্র নিজের সম্পর্কে যাবতীয় গুরুত্তপূর্ণ তথ্য দিয়ে একটি বায়োডাটা তৈরি করে সেটি AXIS ব্যাংক এর Hiring Recruiter (HR) এর কাছে নিম্নলিখিত ই-মেইল আইডি বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পাঠিয়ে দিলেই আবেদন হয়ে যাবে।
Hiring Recruiter (HR) এর হোয়াটসঅ্যাপ নম্বর –
মাসিক বেতন ( Monthly Salary) :-
যে সকল প্রার্থী চাকরিতে নিযুক্ত হবে তাদের প্রতি মাসে ১৪,৭০০ টাকা থেকে ২২,৩০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। যত উচ্চ পদ হবে তার বেতনও বেশি হবে।
পদ গুলি হল :-
Back Office Executive & Customer Service Officer.
নিয়োগী স্থান:
নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই এই নিয়োগ হচ্ছে এবং সকলেই এখানে আবেদন জানাতে পারবেন ।
নির্বাচন পদ্ধতি:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন ও কম্পিউটার স্কিল টেস্ট এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করার পরে চাকরিপ্রার্থীদের একটি নির্দিষ্ট ডেটে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে এবং যারা যারা ইন্টারভিউ এর পাশ করবেন তাদের সরাসরি ট্রেনিং করিয়ে চাকরি দেওয়া হবে।
Read More: কল্যাণী এইমসে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি
প্রয়োজনীয় ডকুমেন্ট :-
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- আধার কার্ড/ভোটার কার্ড/ প্যান কার্ড।
- রঙিন পাসপোর্ট সাইজের ফটো। (বিগত তিন মাসের মধ্যে তোলা)
ইন্টারভিউয়ের সময়:-
সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। তাই যারা ইন্টারভিউ দিতে চান তারা নির্দিষ্ট সময়ের কিছুটা আগে উপরিউক্ত ডকুমেন্টস সহ ফরম্যাল পোশাকে পৌঁছে যাবেন। তবে কেউ জিন্স প্যান্ট পরে গেলে তাকে Allow করা হবে না। কবে কোথায় ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তা জানতে হলে নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে জেনে নিন।
ফোন নম্বর –
গুরুত্তপূর্ণ লিংক :
official Notice | Click Here |

Hello, I am Akash Mondal. I am working as a Bengali Senior Content Writer in ‘Sarkari Chakri’. I have an experience of 2 years on this Profession.Now I am trying to give my best effort on this Bengali news article site. Hope you like us. Feel free to leave a valuable comment and Star Mark for every news article Post. Thanks a lot for being with us.