রাজ্য জেলা আদালতে কর্মী নিয়োগ: রাজ্যের জেলা আদালতের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় বিভিন্ন ধরনের পদে বেশ কয়েকটি শূন্যপদে নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে উত্তর দিনাজপুর জেলার জেলা আদালত।
পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনের উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো, যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।
এই চাকরির বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে:- Office of the District Judge, Uttar Dinajpur এর তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যেটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরলাম।
পোস্ট তারিখ:- 25.07.2024
বিজ্ঞাপন নং:- 22/DRC
কোন কোন পদে নিয়োগ করা হবে:- এখানে চাকরিপ্রার্থীদের বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে, এগুলি হলো –
গ্রুপ বি পদ :- ইংরেজি স্টেনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক
গ্রুপ সি পদ :- লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার
গ্রুপ ডি: পিয়ন/ফরাস/নাইট গার্ড
বয়স:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স 18 থেকে 50 বছরের মধ্যে হতে হবে।
যোগ্যতা:- এখানে যেহেতু বিভিন্ন ধরনের গ্রুপ হিসেবে বিভিন্ন পদে নিয়োগ করা হবে, তার জন্যেই পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতাও ভিন্ন ভিন্ন রয়েছে। তবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে কিছু পদে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।
বেতন:- এখানে সমস্ত পদগুলিতে নিযুক্ত প্রার্থীদের মাসিক 17,000 টাকা থেকে 28,900 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
মোট শূন্যপদ:- এখানে মোট 27টি শূন্যপদে রয়েছে।
আবেদন পদ্ধতি:– এখানে চাকরিপ্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এখানে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের সবার আগে উত্তর দিনাজপুর জেলা আদালতের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করবেন, সেটা হয়ে গেলে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে সেখানে, দিয়ে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদনটি শেষ হবে।
আবেদন মূল্য:- এই প্রতিবেদনে উল্লেখিত সমস্ত পদগুলিতে আবেদনের জন্য আবেদন মূল্য দিতে হবে এরকম পদ্ধতি অনুসারে :
পদ | OBC A,B/EWS | SC/ST |
ইংরেজি স্টেনোগ্রাফার | 600 | 300 |
আপার ডিভিশন ক্লার্ক | 600 | 300 |
লোয়ার ডিভিশন ক্লার্ক | 500 | 250 |
প্রসেস সার্ভার | 400 | 200 |
পিয়ন/নাইট গার্ড | 300 | 150 |
আবেদনের শেষ তারিখ:- এখানে আবেদন জানানো যাবে আগামী 20.08.2024 পর্যন্ত।