বাড়ি মেরামত করার জন্য ৮০ হাজার টাকা করে দেবে সরকার: বর্তমানে সংবাদ শিরোনামে একটি খবর খুবই ভাইরাল হতে দেখা যাচ্ছে। তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজের সর্বস্তরের বিভিন্ন শ্রেণির মানুষ। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে আপডেট খবর যে, রেশন কার্ড থাকলেই 80,000 টাকা করে দিচ্ছে সরকার। খবরটি কতটা সত্যি তা যাচাই করে, আসল ব্যাপারটি কি তা অনুসন্ধান করা হলে জানা যায়, বাড়ি মেরামত করার জন্য গরিব মানুষকে 80,000 টাকা দেবে হরিয়ানা সরকার, বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে সাম্প্রতিককালে এমনই এক আপডেট উঠে এসেছে।
কতিপয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আম্বেদকর আবাস নবীনিকরণ যোজনা এর আওতায় হরিয়ানা রাজ্যে বসবাসকারী বাসিন্দাদের বাড়ি মেরামত করার জন্য আশি হাজার টাকা করে দেওয়া হচ্ছে উক্ত রাজ্য সরকারের তরফে। এই প্রকল্পের অধীনে কারা কারা সুবিধা পাবেন? প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন? কি কি নথি প্রয়োজন সমস্ত কিছু বিস্তারিত বিবরণ সহ নিচে আলোচনা করা হলো।
আম্বেদকর আবাস নবীনিকরণ যোজনায় কারা আবেদন করতে পারবেন?
1.এই প্রকল্পে নাম নথিভুক্ত করার প্রথম ও প্রধান শর্ত হলো আবেদনকারী কে অবশ্যই হরিয়ানা রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর অবশ্যই বিপিএল রেশন কার্ড থাকতে হবে। অর্থাৎ আবেদনকারী কে দরিদ্র সীমার নীচে বসবাসকারী তালিকাভুক্ত হতে হবে।
- কেবল তপশিলি ও ওবিসিরাই এই Ambedkar Awas Navinikaran Yojana তে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
- মেরামত যোগ্য বাড়িটি এই প্রকল্পে আবেদনকারীর নামে হতে হবে এবং কমপক্ষে বাড়িটি ১০ বছরের পুরনো হতে হবে।
এই প্রকল্পে কি সুবিধা পাবেন?
আম্বেদকর আবাস নবীনিকরণ যোজনার আওতায় যোগ্য আবেদনকারীরা বাড়ি মেরামতের জন্য আশি হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাবেন হরিয়ানা রাজ্য সরকারের তরফে।
আবেদন পদ্ধতি:-
AANY এর অধীনে সুবিধা পাওয়ার ক্ষেত্রে আবেদন করার জন্য প্রথমে https://saralharyana.gov.in/ ওয়েব এর হোমপেজে এসে New User? Register Here এ যান। এরপর Login করে Application Link এ গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস সহযোগে অনলাইন আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করুন। আবেদনের সময় প্রয়োজনীয় নথি নির্দিষ্ট সাইজে স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর আবেদন ফি স্বরূপ ত্রিশ টাকা অনলাইন পেমেন্ট করলেই আবেদন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে।
এই প্রকল্পে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস দরকার?
- সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড)।
- BPL তালিকাভুক্ত রেশন কার্ড।
- জাতিগত শংসাপত্র।
- মেরামত যোগ্য বাড়ির সাথে আবেদনকারীর এক কপি ছবি।
- আবেদনকারীর বাড়ির মালিকানার প্রমাণপত্র।
- আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য।