রোজভ্যালি ও সাহারার মতো চিটফান্ডের টাকা পেতে চলেছে গ্রাহকরা: যারা চিটফান্ডে টাকা রেখেছিলেন তাদের জন্য খুবই খুশির খবর । এবার তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেরত পেতে চলেছেন ।
বর্তমানে আপনারা জানেন রোজভ্যালি , অ্যালকেমিস্ট এছাড়াও অন্যান্য চিটফান্ডে টাকা ফেরত দেওয়ার অনলাইন আবেদন শুরু হয়েছে । ইতিমধ্যেই অনেকেই অনলাইনে টাকা ফেরত পাওয়ার আবেদন করেছেন ।যে সকল উপভোক্তারা অনলাইনে টাকা ফেরত এর আবেদন করেছেন তাদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে । কবে টাকা ফেরত পাবেন, কাদেরকে প্রথমে টাকা ফেরত দেওয়া হবে, কত টাকা প্রথমে ফেরত দেওয়া হবে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো।
কোন চিটফান্ডের টাকা ফেরত দিচ্ছে:-
বর্তমানে অনেকগুলি চিটফান্ডের টাকা ফেরত দেওয়া চলছে, আগে থেকেই অ্যালকেমিস্ট চিটফান্ডের টাকা ফেরত দিচ্ছে। তবে নতুন করে রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে।
টাকা ফেরত পাওয়ার আবেদন কিভাবে করবেন :-
১) সবার প্রথম যে কোন ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করবেন www.rosevalleyadc.com
২) তারপর থ্রি লাইনে ক্লিক করে Upload Certificate অপশনে ক্লিক করবেন
৩) তারপর আপনার নাম, ঠিকানা, কত টাকা ফেরত পাবেন, ব্যাংকের তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে
কি কি কাগজপত্র লাগবে:-
- অরিজিনাল সার্টিফিকেটের কপি
- অরিজিনাল অ্যাকনোলেজেমেন্ট কপি
- Affidavit Documents ( যদি আপনার ডকুমেন্টস এবং সার্টিফিকেটের নাম আলাদা আলাদা থাকে সেক্ষেত্রে প্রয়োজন, না হলে লাগবে না)
- আইডেন্টিটি প্রুফ হিসাবে যেকোনো একটি কাগজ (প্যান কার্ড / পাসপোর্ট /ভোটার কার্ড/ আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স)
- ঠিকানার প্রমাণ হিসাবে যেকোনো একটি কাগজ (পাসপোর্ট/ ভোটার কার্ড /আধার কার্ড /ড্রাইভিং লাইসেন্স/ ইলেকট্রিক বিল/ টেলিফোন বিল /রেশন কার্ড)
- ব্যাঙ্ক পাস বইয়ের প্রথম পাতার কপি
- চেক বই অথবা cancel check এর কপি
কবে টাকা ফেরত দেবে:-
গত 24শে জুলাই আদালত নির্দেশ দেয় ইডির সিজ করা রোজ ভ্যালির 14টি ফিক্সড ডিপোজিট বাবদ 12 কোটি টাকা রোজভ্যালির কমিটিকে হস্তান্তর করতে হবে । এই নির্দেশ মতো যখনই ইডি রোজভ্যালি কমিটিকে টাকা দিয়ে দেবে তারপর রোজভ্যালি কমিটি সেই টাকাগুলি যারা টাকা ফেরত এর আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে থাকবে।
শুধু এই 12 কোটি নয় জানা গিয়েছে রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে ইতিমধ্যেই 2100 কোটি টাকা পাওয়া গিয়েছে। সেই টাকাগুলিও ধাপে ধাপে উপভোক্তাদেরকে ফেরানো হবে ।
রোজভ্যালি কমিটির একজন সদস্য তথা আইনজীবী সুভাশিস চক্রবর্তী বলেন এডিসির একাউন্ট ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে ইডি ওই টাকা একাউন্টে জমা করলেই আমরা টাকা ফেরত এর একটি স্কিম তৈরি করবো । তারপর স্কিমটি হাইকোর্ট অনুমোদন করলে টাকা ফেরানোর কাজ শুরু হবে । আশা করা যায় যাদের কম অংকের টাকা অর্থাৎ 200 টাকা থেকে 10 হাজারের মধ্যে রয়েছে তাদের পুজোর আগেই কিছু কিছু টাকা ফেরত দেওয়া শুরু হয়ে যাবে। এই টাকা ফেরানোর প্রক্রিয়া ক্রমাগত চলতেই থাকবে, ধাপে ধাপে উপভোক্তাদেরকে টাকা দেওয়া হবে
কারা প্রথমে টাকা পাবে:-
মূলত যারা কম টাকা রেখেছিল অর্থাৎ 200 টাকা থেকে 10 হাজার টাকার মধ্যে আমানতকারীরা তারা প্রথম ধাপে টাকা ফেরত পাবে। তারপর আস্তে আস্তে যারা বেশি টাকা রেখেছিল তাদেরকেও টাকা ফেরত দেওয়া হবে।
কত টাকা ফেরত দেওয়া হবে:-
মূলত আমানতকারীরা আসল যে টাকা রোজভ্যালি কোম্পানিতে রেখেছিল সেই আসল টাকা টুকুই ফেরত দেওয়া হবে । সুদ সমেত যে টাকা ফেরত পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল রোজভ্যালি কোম্পানি সেই টাকা ফেরত দেওয়া হবে না।