sarkari chakri:

অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে ২০০০ টাকার নোট, এবার এই নোট নিয়ে বড় আপডেট দিলো রিজার্ভ ব্যাংক

এখন থেকে প্রায়ই 8 বছর আগে অর্থাৎ 2016 সালের নভেম্বর মাস নাগাদ বাজারের সমস্ত 1000 এবং 500 টাকার নোট তুলে নেওয়া হয়েছিল। তার কিছু মাস পরেই বাজারে আসে নতুন এবং সবথেকে বড় অংকের 2000 টাকার নোট। কিন্তু গত বছর বাজার থেকে সেই 2000 টাকা নোট কেউ সম্পূর্ণ ভাবে তুলে নেওয়া হয়েছে। তখন থেকেই সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আবার কি চালু হতে পারে 2000 টাকার নোট।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

2023 সালের 19 মে তারিখ থেকে এই একই প্রশ্ন করে আসছেন সাধারণ মানুষ। সম্প্রতি তার এই উত্তরে ভারতীয় রিজার্ভ ব্যাংক 2000 টাকার নোট নিয়ে একটি বড় আপডেট সামনে এনেছে।

গত সোমবার অর্থাৎ 2 সেপ্টেম্বর ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে, এখনো পর্যন্ত 2000 টাকার যে পরিমাণ নোট ব্যাঙ্ক থেকে বেরিয়েছিল তার মধ্যে 97.96% ব্যাংক গুলিতে ফিরে এসেছে। এখনো দেশের সাধারণ মানুষের কাছে 2.04% 2000 টাকার নোট রয়েছে। সেই হিসেবে এই টাকার পরিমাণ হয়ে দাঁড়ায় প্রায় 7261 কোটি টাকা।

RBI 19 মে 2023 তারিখে 2000 টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করেছিলেন। সেই নিষেধ অনুযায়ী সেন্ট্রাল ব্যাংক বলেছে যে, সেই সময়ে প্রচলনে থাকা 2000 টাকা নোটের মোট মূল্য ছিল 3.56 লক্ষ্য কোটি টাকা। আর এই চলতি বছরের 30 আগস্ট মাসে এর মূল্য নেমে এসেছে মাত্র 7261 কোটি টাকায়।

এখনো পর্যন্ত সাধারণ মানুষের মনে বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খায়। যেমন ধরুন, এখনো যদি আপনার কাছে 2000 টাকার নোট থাকে তাহলে কি সেটি বদলানো সম্ভব? আবারো কি নতুন করে 2000 টাকার নোট বাজারে চালু হতে পারে? ইত্যাদি। এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এবার প্রতিবেদনে দেবো। সুতরাং, দেরি না করে অবশ্যই প্রতিবেদনটি সম্পূর্ণটা পড়ুন। তাহলে নিশ্চয়ই আপনাদের এটা অনেক সুবিধায় আসবে।

এখনো কি 2000 টাকার নোট পাল্টে নেওয়া যাবে ?

এখনো আপনি আপনার কাছে থাকা 2000 টাকার নোট ব্যাংক একাউন্টে জমা দেওয়ার জন্য যে কোন পোস্ট অফিসের মাধ্যমে RBI ইস্যু অফিস গুলির একটিতে পাঠাতে পারেন। এই আমানত, বিনিময় করে এমন RBI অফিস দেশের মোট 19টি শহরে রয়েছে। এই সমস্ত শহর গুলি হল – কলকাতা, লখনৌ, মুম্বাই, আমেদাবাদ, ভোপাল, ভুবনেশ্বর, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, তিরুবনন্তপুরম, নিউ দিল্লি, পাটনা, নাগপুর, জম্মু, জয়পুর, চন্ডিগড়, চেন্নাই, বেলাপুর, পাটনা এবং গুয়াহাটি।

আবারো কি বাজারে 2000 টাকার নোট ফিরে আসতে পারে?

আবারো নতুন করে বাজারে 2000 টাকায় নোট কে ফিরিয়ে আনা হবে কিনা সেটা সম্পূর্ণ নির্ভর করছে ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং ভারত সরকারের সিদ্ধান্তের উপর। কিন্তু এই মুহূর্ত, 2000 টাকার নোট ফিরিয়ে আনার বিষয়ে কোনো সরকারি পরিকল্পনা নেওয়া হয়নি অফিশিয়াল ভাবে। এখন শুধুমাত্র বর্তমানে বাজারে সমস্ত 2000 টাকার নোট ব্যাঙ্কে পুনরায় জমা নেয়ার উপর প্রকাশ করছে রিজার্ভ ব্যাংক। এর পরবর্তীকালে যদি কোনো দিন 2000 টাকার নোট কে বাজারে ফিরিয়ে আনা হয়, তাহলে সেটা আমরা আপনাদের কাছে সবার আগে তুলে ধরার চেষ্টা করব।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment