sarkari chakri:

ডাক বিভাগে Civil Engineer নিয়োগ |ডিপ্লোমা পাস যোগ্যতায়

ডাক বিভাগ :– ভারতীয় ডাক বিভাগে তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে। যে বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে, নূন্যতম গ্রাজুয়েশন পাওয়ার যোগ্যতায় Assistant Civil Engineer পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সহ দেশের যেকোনো রাজ্য থেকে এখানে যোগ্য চাকরিপ্রার্থীর আবেদন জানাতে পারেন চাকরির জন্য।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ডাক বিভাগে Civil Engineer নিয়োগ

আমাদের আজকের এই প্রতিবেদনে উল্লেখিত নিয়ম সংক্রান্ত সমস্ত রকম তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে। যেটা এখানে আবেদনকারী সমস্ত চাকরিপ্রার্থীদের আবেদনের ক্ষেত্রে বিশেষ সহায়তা করবে।

পোস্ট তারিখ : এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গত 26 নভেম্বর তারিখে।

এখানে কোন পদে নিয়োগ করা হবে : এখানে চাকরিপ্রার্থীদের Assistant Civil Engineer পদে নিয়োগ করা হবে।

যোগ্যতা : এখানে আবেদনকারী প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা কোর্স পাস থাকতে হবে। এর পাশাপাশি প্রার্থীদের আবাসিক এবং অনাবাসিক ভবন নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স : এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে।

বেতন : এই পদে নিযুক্ত হওয়ার পর প্রার্থীদের মাসিক 1,42,400 টাকা করে বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ : এখানে মোট 7টি শূন্যপদ রয়েছে।

আবেদন পদ্ধতি : এখানে অফলাইনে মাধ্যমে চাকরিপ্রার্থীদের আবেদন জানাতে হবে। তারজন্য অ্যাপ্লিকেশন ফর্মটি কে একটি A4 পেপারে প্রিন্ট করে সেটিকে সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স এবং ফিলাপ করা ফর্ম একটি খামে ভরে উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা : ইঞ্জিনিয়ার (সি) সদর দপ্তর, ডাক বিভাগ (সিভিল উইং), চতুর্থ তলা, ডাক ভবন, নিউ দিল্লি – 110001

আবেদন পাঠানোর শেষ তারিখ : এখানে আবেদন করা যাবে আগামী 10.11.2024 তারিখ পর্যন্ত।

অফিসিয়াল নোটিস এখানে ক্লিক করুন
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment