টাটা গ্রুপের তরফ থেকে ইন্টার্নশিপের মাধ্যমে কর্মী নিয়োগের নতুন একটি চাকসিদ্ব বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেই নোটিশে বলা হয়েছে নূন্যতম স্নাতক পাস যোগ্যতায় 6 মাস প্রশিক্ষণের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সহ দেশের যেকোনো জায়গা থেকে পুরুষ ও মহিলা উভয় উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে হবে। যেটা পরিচালনা করবে ভারতবর্ষের সবথেকে জনকল্যাণমুখী শিল্পপতি রতন টাটার কোম্পানি টাটা গ্রুপ। আমাদের এই প্রতিবেদনে উল্লেখিত নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে, যেটা পড়ে আপনারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
কোন পদে নিয়োগ করা হবে : এখানে ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে গ্র্যাজুয়েশন পাস বেকারদের ইন্টার্ন হিসেবে নিয়োগ করা হবে।
নিয়োগকারী সংস্থা : টাটা গ্রুপ।
মোট শূন্যপদ : এখানে মোট 18টি শূন্যপদে ইন্টার্ন নিয়োগ করা হবে।
ইন্টার্নশিপ প্রশিক্ষণের সময়কাল : এখানে মোট 6 মাস ইন্টার্নশিপ প্রশিক্ষণের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
মাসিক বেতন : এখানে ইন্টার্নশিপরত প্রার্থীদের মাসিক 20,000 টাকা বেতন দেওয়া হবে।
যোগ্যতা : এই ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক বা ডিপ্লোমা পাস থাকতে হবে। এছাড়াও ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, অটোমোবাইল ট্রেডে ITI পাস থাকলেও আবেদন করা যাবে এখানে।
আরও পড়ুন: মাধ্যমিক পাশে ভারতীয় সেনায় কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি : এখানে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। তারজন্য আবেদনকারী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট internshala.com তে যেতে হবে। সেখানে গিয়ে নিজের মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে দিতে হবে। পূরণ হয়ে গেলে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিয়ে, একবার আপনার আবেদনটি পুনর্বার চেক করে নিয়ে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।
আবেদনের শেষ তারিখ : এখানে আপনারা আবেদন জানাতে পারবেন আগামী 7ই নভেম্বর পর্যন্ত।
বিশেষ তথ্য : যদি আপনারা এই ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদন করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে এটি আপনার ক্যারিয়ার কে আরো উচ্চতায় নিয়ে যেতে পারে। কেননা এই ইন্টার্নশিপ প্রোগ্রামটি করাচ্ছে টাটা গ্রুপ। এই ইন্টার্নশিপ প্রোগ্রামের শেষে আপনাদের স্থায়ী চাকরিরও সুযোগ রয়েছে।