sarkari chakri:

Diamond Harbour Medical College Recruitment 2024: ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ

Diamond Harbour Medical College Recruitment 2024 : ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এবং হসপিটালে তরফ থেকে বেরিয়েছে আবারো একটি নতুন দুর্দান্ত চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তি অনুযায়ী শুধুমাত্র স্নাতক পাস যোগ্যতায় ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের। এখানে আবেদন জানাতে পারবে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই উপযুক্ত ও যোগ্য চাকরিপ্রার্থীরা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনারা যারা এতদিন কোন একটা ভালো সরকারি চাকরি করব সেই আশায় নিজেকে তৈরি করছিলেন, মূলত তাদের জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের এই বিজ্ঞপ্তিটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং দেরি না করে এখনই এখানে আবেদন করে ফেলুন। আপনাদের আবেদন করার জন্য আমরা আমাদের আজকের এই প্রতিবেদনের ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এবং হসপিটালে তরফ থেকে প্রকাশিত চাকরি বিজ্ঞপ্তিটির সমস্ত রকম তথ্য অতি সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, যেটা পড়ে আপনারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

পোস্ট তারিখ10.12.2024
পদের নামData Entry Operator
মাসিক বেতন16,000 টাকা
মোট শূন্যপদনীচে উল্লেখিত
আবেদনের শেষ তারিখ22.12.2024

Read More: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কর্মী নিয়োগ

পোস্ট নাম (Post Name) :

ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে DEO অর্থাৎ Data Entry Operator পদে।

শিক্ষাগত যোগ্যতা কি লাগবে (Educational Qualification) :

এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ন্যূনতম স্নাতক পাস থাকতে হবে। এর পাশাপাশি আবেদনকারী প্রার্থীকে কম্পিউটারের কোর্স করা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা (Other Qualification) :

ওপরে উল্লেখিত সমস্ত যোগ্যতা ছাড়াও আবেদনকারী প্রার্থীকে যে কোন সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে ন্যূনতম 2 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীকে অব্যশই কম্পিউটারের MS Office এবং Database সমন্ধে যথেষ্ঠ জ্ঞান থাকতে হবে। এছাড়াও বাংলা এবং ইংরেজি ভাষায় দক্ষ থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা (Age Limit) :

এখানে যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করবেন তাদের বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে।

মাসিক কত টাকা বেতন পাবেন (Monthly Salary) :

এখানে যে সমস্ত চাকরিপ্রার্থীরা ডাটা এন্ট্রি অপারেটর পদে নিযুক্ত হবেন, তাদেরকে প্রতি মাসে 16,000 টাকা বেতন দেওয়া হবে। এর সাথে থাকছে PF এবং ESIC ।

মোট শূন্যপদ কত (Total Vacancy) :

এখানে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে 2টি পদে।

কিভাবে আবেদন করবেন (Apply Process) :

এখানে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা আবেদন জানাবে অনলাইনের মাধ্যমে। তার জন্য আবেদনকারী প্রার্থীদের চলে যেতে হবে ডাইমন্ড হারবার মেডিকেল কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে গিয়ে তারা প্রথমে নিজেদের রেজিস্ট্রেশন করে নেবে । রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ হয়ে গেলেই যে সমস্ত নথি চাওয়া হয়েছে সেগুলিকে স্ক্যান করে নির্দিষ্ট সাইজে আপলোড করে দিতে হবে। আপলোড হয়ে যাওয়ার পর পরের পেজে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে দিয়েছে এডমিট করে দিলেই আপনারা আবেদনটি সম্পূর্ণ হবে।

প্রয়োজনীয় নথি রাখতে হবে (Required Documents) :

এখানে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারী চাকরিপ্রার্থীদের প্রয়োজন হবে নিম্নে উল্লেখিত সমস্ত রকম ডকুমেন্টস এর –

  1. আবেদনকারীর আধার কার্ড
  2. ভোটার কার্ড
  3. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  4. কাজের পূর্ব অভিজ্ঞতার সার্টিফিকেট
  5. জন্ম সার্টিফিকেট
  6. কম্পিউটার সার্টিফিকেট
  7. পাসপোর্ট সাইজের ছবি
  8. মোবাইল নম্বর
  9. ইমেল আইডি

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি স্কিল টেস্ট এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে। এছাড়াও চাকরিপ্রার্থীদের পূর্ব অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করেও নম্বর প্রদান করা হবে।

Read More: মেডিকেল কলেজে কর্মী নিয়োগ

আবেদনের শেষ তারিখ কবে (Last Date) :

এখানে যোগ্য চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবে আগামী 22.12.2024 তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিংক (Important Link) :

অফিসিয়াল নোটিশClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment