sarkari chakri:

Ration Card New Rules 2025: মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে বন্ধ হয়ে যাবে রেশন কার্ড। জানিয়ে দিল খাদ্য দপ্তর

Ration Card New Rules 2025: আমাদের এ রাজ্যে রেশন কার্ডের মাধ্যমে কয়েক কোটি জনগণ বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকে বহুদিন থেকে। কিন্তু সম্প্রতি এই রেশন নিয়ে নানারকম দুর্নীতির খবর সামনে এসেছে। মূলত তার জন্যই পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর আবার নতুন একটি নির্দেশিকা জারি করে দিয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রেশন কার্ড আছে এমন ব্যক্তিদের মোবাইল নম্বর রেশন কার্ডের সঙ্গে যোগে লিংক করা থাকে তাহলে কেউ রেশন তুললেই এটি সতর্কবার্তা ম্যাপের গ্রাহকের মোবাইলে চলে যায়। আর এই নতুন নির্দেশিকা জারি হওয়ার পরে সাধারণ মানুষ এবং রেশন ডিলারদের মধ্যে বিতর্ক বেঁধে গিয়েছে নানা জায়গায়।

সাধারণ মানুষ প্রশ্ন তুলছে যে, যদি করো মোবাইল না থাকে তাহলে কি সেই ব্যক্তি রাজ্যের রেশন ব্যবস্থা থেকে বঞ্চিত হবে। কিন্তু খাদ্য দপ্তরের এই নতুন উদ্যোগ শুধুমাত্র বেহাত হয়ে যাওয়া থেকে সম্পূর্ণ আটকানো কোনো যোগ্য রেশন গ্রাহককে রেশন থেকে বঞ্চিত করা নয়।

আর যে মোবাইল নম্বর লিঙ্ক করার ব্যাপারটা রাজ্য সরকার জানিয়েছে, সেটার মূল কারণ হলো যদি অন্য কেউ আপনার নামে রেশন তুলে নেয় তাহলে তাৎক্ষণিক আপনার কাছে বিষয়টি জানা হয়ে যাবে সতর্কবার্তা মেসেজের মাধ্যমে। যার ফলে আপনি তৎক্ষণাৎ জরুরি ব্যবস্থা নিতে পারবেন। খাদ্য দপ্তরের হিসাব অনুযায়ী রাজ্যের প্রায় 2 কোটি 90 লক্ষ্য পরিবারের মধ্যে 1 কোটি 32 লক্ষ্য পরিবারের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। কিন্তু এখনো অবশিষ্ট হয়ে পড়ে রয়েছে প্র 1 কোটি 58 লক্ষ পরিবারের মোবাইল নম্বর।

খাদ্য দপ্তর যে নতুন নিয়ম চালু করেছে, সেই হিসেবে একটি পরিবারের অন্ততপক্ষে একজন ব্যক্তির মোবাইল নম্বর যেন রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত করা থেকে অফিসিয়াল পোর্টালে। এছাড়াও রেশন তোলার সময় গ্রাহকের মোবাইল নম্বর E-POS মেশিনের মাধ্যমে নথিভুক্ত করবে ডিলাররা।

Read More: 2025 এর শুরুতেই বাড়ছে রাজ্য সরকারের মহার্ঘ ভাতা

নতুন নিয়মে সমস্যার মুখে ডিলাররা :

রাজ্যের বেশিরভাগ গ্রামীণ অঞ্চলের ডিলাররা অভিযোগ এনেছে যে, দামিন এলাকায় বেশিরভাগ ব্যক্তি মোবাইল ফোন নেই, এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিভাবে ফোন ব্যবহার করে এ জন্য সামগ্রী সংগ্রহ করতে হবে সেটা তাদের কাছে স্পষ্ট হয় না। যার ফলে রেশন গ্রাহকদের সঙ্গে অনেক ভুল বোঝাবুঝিতে জড়িয়ে পড়ছে রেশন ডিলাররা।

এদিকে আবার এই নিয়ে All India Fair Price Shop Dealers Federation এর সম্পাদক বিষম্ভর বসু সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে, “খাদ্য দপ্তরে কিছু খারাপ অফিসার অবাস্তব কিছু নিয়ম চালু করতে চাইছেন। যেটা সাধারণ মানুষদের পাশাপাশি রাজ্যের ডিলারদেরও নানা রকম সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছি। সরকারি আইনে কোথাও লিখা নেই রেশন সামগ্রী পাওয়ার জন্য আবেদনকারীর মোবাইল নম্বর থাকতে হবেই সেটা। এই নিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, রেশন হল দেশের সাধারণ জনগণের একটি মৌলিক অধিকার এবং সুবিধা। যেটা থেকে কাউকে বঞ্চিত করার কারো ব্যক্তিগত অধিকার নেই।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment