sarkari chakri:

LPG Gas Price Incress: গ্যাসের দাম আবার বাড়লো বছরের শেষে, কপালে ভাজ মধ্যবিত্তদের

LPG Gas Price Incress : চলতি বছর শেষ হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। কিন্তু বছর শেষ হলেও রান্নার গ্যাসের দামের পরিবর্তনের ফলে আবারও এক নতুন চিন্তার মুখে পড়ল মধ্যবিত্ত ঘরের রান্নাঘর।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

2025 এর শুরুতেই আবারো নতুন করে এলপিজি গ্যাসের দাম বাড়বে বলে অনুমান করা হচ্ছে। যদিও চলতি ডিসেম্বর মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন রেস্তোরাঁ এবং হোটেলে খাবারের দামও বেশ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। নতুন বছরে শুরুতেই যদি আবারও এলপিজি গ্যাসের দাম বেড়ে যায় তাহলে এবার সত্যি সত্যিই মধ্যবিত্তরা আর গ্যাস সিলিন্ডার কিনতে না পারার মতো অবস্থায় পড়ে যাবে।

গত কয়েক বছরে গ্যাসের দাম বেশ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আর এই দাম বৃদ্ধি পাওয়ার ফলে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের যেখানে ব্যবহার বেশি, যেমন ধরুন এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির ফলে বিভিন্ন রকম রেস্টুরেন্ট, খাবার হোটেল, খাবার দোকান ইত্যাদিতে বেশ ভালো প্রভাব ফেলেছি। তবে স্বস্তির কথা এটাই যে, চলতি মাসের গার্হস্থ গাছের কোনরকম দাম বৃদ্ধি পায়নি। যার ফলে সাধারণ মানুষের রান্নার খরচে কোনো রকম পরিবর্তন আসেনি, চলতি মাসের হিসেবে। কিন্তু উজ্জ্বলা যোজনার মাধ্যমে যে সমস্ত গ্যাস কানেকশন জনগণের রয়েছে, সেগুলিতে ভর্তুকির পরিমাণটা কিছুটা হলেও বেশি।

Read More: মোবাইল নাম্বার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকলে এখনই করুন

উজ্জ্বলা যোজনার সুবিধা :

কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনার অধীনে যে সমস্ত নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মহিলারা রান্নার গ্যাসের সিলিন্ডার সংগ্রহ করে থাকেন, তাদেরকে প্রতি মাসে ভর্তুকি দেওয়া হয়। তবে যারা সাধারণ গ্রাহক তাদের উচ্চ দামে এই গ্যাস সিলিন্ডার কিনতে হয় এবং তাদের ক্ষেত্রে ভর্তুকির পরিমাণটাও খুবই নগণ্য। এই যে প্রতিমাসে গ্যাসের দাম ওঠানামা করে এটা মূলত নির্ভর করে আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতি এবং গ্যাসের চাহিদার ভিত্তিতে।

আর যেহেতু অনুমান করা হচ্ছে আগামী জানুয়ারি মাসে অর্থাৎ নতুন বছরে গ্যাসের দামের বেশ অনেকটাই পার্থক্য হতে চলে। যার ফলে মানুষের পকেটে এবার টান পড়বে এবং বিভিন্ন রকম রেস্তোরাঁ, খাবার হোটেল, দোকানে ইত্যাদিতে দামেরও বেশ অনেকটাই পার্থক্য ঘটবে। যার ফলে সাধারণ মানুষের এই উৎসবের মরশুমেও পকেটে টান পড়বে। তাহলে এবার আপনারা দেখে নিন চলতি ডিসেম্বর মাসে দেশের বিভিন্ন বড় বড় শহরে গৃহস্থ এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম কত রয়েছে।

চলতি মাসে গার্হস্থ সিলিন্ডারের দাম :

চলতি ডিসেম্বর মাসে 14 কেজির গ্রাহক তো রান্নার প্রিন্টারের দাম নিচে সারিবদ্ধভাবে দেওয়া হল আপনাদের সুবিধার্থে –

কলকাতা : 829 টাকা
মুম্বই : 802.5 টাকা
চেন্নাই : 818.5 টাকা
দিল্লি : 829 টাকা

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment