sarkari chakri:

Agriculture Department Job Vacancy 2025: কৃষি দপ্তরে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Agriculture Department Job Vacancy : দেশের কৃষি দপ্তরের তরফ থেকে আবারও প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় Staff Car Driver পদে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের। যেখানে আবেদন জানাতে পারবেন দেশের প্রায় সমস্ত রাজ্য থেকেই যোগ্য চাকরি প্রার্থীরা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এখানে আবেদন করতে হলে আপনাদের যা যা করণীয় সেই সমস্ত কিছু তথ্য আমরা এই প্রতিবেদনে আলোচনা করেছি অত্যন্ত সহজ সরল ভাবে। যেটা এখানে আবেদনের ক্ষেত্রে আপনাদের সমস্ত রকম ভাবে সহায়তা করবে। এই প্রতিবেদনে আপনারা দেশের কৃষি দপ্তরের তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তি অনুসারে যে স্টাফ কার ড্রাইভার পদে নিয়োগ করা হবে তার শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আবেদন করার বয়স, মাসিক বেতন থেকে শুরু করে মোট শূন্য পদ, আবেদন পদ্ধতি থেকে শুরু করে নিয়োগ পদ্ধতি সমস্ত বিষয় উল্লেখিত রয়েছে। সুতরাং দেরি না করে চলুন সমস্ত বিষয়টা দেখে নিন –

আবেদন শুরু18.12.2024
পদের নামStaff Car Driver
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাস
আবেদন পদ্ধতিঅফলাইন
আবেদনের শেষ তারিখ16.02.2025

নিয়োগকারী সংস্থা (Requiring Agency) :

আমরা আজকে যে চাকরির প্রতিবেদন দিয়ে সম্বন্ধে আলোচনা করেছি, সেটি প্রকাশিত হয়েছে Ministry of Agriculture and Farmers Welfare, Department of Agriculture and Farmers Welfare, Govt of India এর তরফ থেকে।

Read More: অষ্টম শ্রেণী পাশে ত্রিপুরা হাইকোর্টে কর্মী নিয়োগ

পোস্ট তারিখ (Post Date) :

কৃষি দপ্তরের তরফ থেকে উল্লেখিত চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, গত 18.12.2024 তারিখে।

কৃষি দপ্তরে কোন পদে নিয়োগ করা হবে (Post Name) :

কৃষি ভবন দিল্লির তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তি অনুসারে, চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে Staff Car Driver পদে।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

এই ড্রাইভার পদে আবেদন করতে হলে চাকরি বাড়াতে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা (Other Qualification) :

এছাড়াও চাকরিপ্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মোটর মেকানিজম সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। এগুলি ছাড়াও কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (Age Criteria) :

এই ড্রাইভার পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 01.01.2025 তারিখের হিসেবে সর্বোচ্চ 56 বছরের মধ্যে।

মাসিক বেতন (Monthly Salary) :

এই ড্রাইভার পদে যারা নিযুক্ত হবেন তাদেরকে প্রতিমাসে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

শুধুমাত্র 1টি পদেই এখানে স্টাফ কার ড্রাইভার নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি (Application Process for Agriculture Department) :

চাকরিপ্রার্থীদের আবেদন জানাতে হবে এখানে অফলাইনের মাধ্যমে। তার জন্য অফিসিয়াল এপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে একটি A4 সাইজের পেপারে প্রিন্ট করে নিতে হবে। তারপর সেখানে সমস্ত রকম প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। পূরণ হয়ে গেলেই তার সঙ্গে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস এর জেরক্স কপি জুড়ে দিয়ে একটি খামে ভরে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।

আবেদন পাঠানোর ঠিকানা (Address of Application Form Send) :
Department of Agriculture and Farmers Welfare
Krishi Bhawan, Delhi

প্রয়োজনীয় নথি (Required Documents) :

এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের নিচে উল্লেখিত সমস্থ রকম ডকুমেন্টস থাকা বাধ্যতামূলক । সেগুলি হল –

1.মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
2.জন্ম সার্টিফিকেট
3.আধার কার্ড
4.মাধ্যমিকের পাস সার্টিফিকেট
5.ভোটার কার্ড
6.পাসপোর্ট সাইজের ছবি
7.বৈধ ড্রাইভিং লাইসেন্স
8.মোবাইল নং
9.ইমেইল আইডি

Read More: উচ্চ মাধ্যমিক পাশে কো-অপারেটিভ সোসাইটিতে কর্মী নিয়োগ

আবেদনের শেষ তারিখ (Last Date of Application) :

এখানে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবে 16.02.2025 তারিখ পর্যন্ত ।

গুরুত্বপূর্ণ তারিখ (Important Links) :

অফিসিয়াল নোটিশ ও অ্যাপ্লিকেশন ফর্মClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment