sarkari chakri:

BOB Job Recruitment 2025 : 1200 শূন্য পদে ব্যাঙ্ক অফ বরোদাতে কর্মী নিয়োগ, আবেদন চলবে ১৭ই জানুয়ারি পর্যন্ত

BOB Job Recruitment 2025 : ভারতের অন্যতম এক পরিচিত ব্যাংক তথা ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তি অনুযায়ী ন্যূনতম স্নাতক পাস যোগ্যতায় বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে। যেখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থী। এছাড়াও আবেদন জানাতে পারবে দেশের সমস্ত রাজ্য থেকে এখানে চাকরি প্রার্থীরা। আমরা এই প্রতিবেদনে ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিটির সমস্ত রকম তথ্য অতি সহজ সরল ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। যেটা এখানে আবেদনের ক্ষেত্রে আপনাদের সমস্ত রকম ভাবে সহায়তা করবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
পোস্ট তারিখ28.12.2024
পদের নামGroup c এবং Group D
মোট শূন্যপদ1269 টি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ17.01.2025

নিয়োগকারী সংস্থা (Selection Process) :

আমাদের আজকের আলোচিত চাকরির প্রতিবেদনটি যে বিষয় নিয়ে, এটি প্রকাশিত হয়েছে Bank of Baroda এর তরফ থেকে।

Read More: মাধ্যমিক পাশে ইস্টার্ন রেলওয়েতে হল্ট কালেক্টর নিয়োগ

পদের নাম ও শূন্যপদ (Post Name – Blank Post) :

Bank of Baroda এর তরফ থেকে মোট 61 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। কিছু পদ উল্লেখ করা হলো –

পদের নামশূন্যপদ
Agriculture Marketing Officer150 টি
Sales Manager450 টি
Agriculture Marketing Manager50 টি
Credit Analyst Manager78টি
Credit Analyst Senior Manager46 টি
Senior manager – MSME Relationship205টি
Head SME Cell12 টি
Technical officer – Civil Engineer6 টি
Technical Manager – Civil Engineer2 টি
Senior development full stack Java26টি
Senior Manager – C & IC Relationship Manager10টি
Chief Manager – C & OC Credit Analyst10টি
AI engineer20টি
Senior Finacle developer6টি
Senior developer mobile application development10টি
15.Technical Manager – Electrical engineer2টি
Network administrator5টি
Senior manager Business Finance5টি
Database administrator8টি
Finacle developer10টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

ওপরে উল্লেখিত প্রতিটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন রকমের রয়েছে । তবে ন্যূনতম গ্রাজুয়েশন পাশ থেকে এখানে কিছু কিছু পদে আবেদন করা যাবে।

বয়সসীমা (Age Limit) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সে ছাড় পাবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

মোট 1269টি পদে নিয়োগ করছে Bank of Baroda ।

আবেদন পদ্ধতি (Application Process) :

ওপরে উল্লেখিত সমস্ত ধরনের পদগুলিতে আবেদন জানাতে হবে চাকরি প্রার্থীদের অনলাইনে এর মাধ্যমে। তার জন্য সবার আগে হ্যাপি বার্থডে চলে যেতে হবে ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে গীতা থেকে রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করে নিজের রেজিস্ট্রেশন করে নিতে হবে আগে । রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রয়োজনীয় সমস্ত রকম তথ্যসহকারে পূরণ। পূরণ হয়ে গেলে যাবতীয় সমস্ত ডকুমেন্টস সেখানে আপলোড করে দিতে হবে। তারপর অ্যাপ্লিকেশন কি পেমেন্ট করেছে আপনি করে দিলেই আপনারা আবেদনটি সম্পূর্ণ হবে।

Read More: ইন্দো তিব্বত পুলিশ ফোর্সে কর্মী নিয়োগ

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তারপর সেখান থেকে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়ম করা হবে।

আবেদন মূল্য (Application Process) : Gen, EWS এবং OBC শ্রেণির চাকরি প্রার্থীদের জন্য 600 টাকা এবং SC, ST, PWD এবং মহিলাদের জন্য 100 টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে।

Important Dates

Application Start Date28.12.2024
Last Date of Apply17.01.2025

গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

অফিসিয়াল নোটিশClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment