sarkari chakri:

TRAI এর নির্দেশে এবার মাত্র 20 টাকায় চালু রাখতে পারবেন সিম কার্ড

Telecom Regulatory Authority of India (TRAI) সম্প্রতি দেশের সমস্ত টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে যে যাতে তারা নিজেদের কোম্পানির রিচার্জ প্লানে শুধুমাত্র কল এর রিচার্জ প্ল্যান নিয়ে আসে, যেই প্ল্যানে শুধুমাত্র কলিং এর সুবিধা পাওয়া যাবে কোনো রকম ইন্টারনেট থাকবে না। যেটা সমস্ত প্রিপেইড গ্রাহকদের জন্য একটি সুখবর হিসেবে দেখা দিয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই সমস্ত রিচার্জ প্ল্যান গুলি মূলত বাড়ির যে সমস্ত বৃদ্ধ বা বৃদ্ধা মানুষেরা রয়েছেন যারা মোবাইল ফোন শুধুমাত্র কলিং এর জন্য কিংবা অতি কম ব্যবহার করেন তাদের জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে। চলুন তাহলে এই নতুন খবরটি সমন্ধে বিস্তারিত দেখে নেওয়া যাক।

TRAI এর নতুন নিয়মে কি বলা হয়েছে রিচার্জ প্ল্যান নিয়ে ?

Telecom Regulatory Authority of India অর্থাৎ TRAI নতুন নির্দেশিকা অনুসারে, এবার থেকে রিচার্জ না করলেও কিছু বিশেষ শর্তের মাধ্যমে নিজের সিম কার্ড চালু রাখতে পারবেন প্রিপেইড গ্রাহকরা। সেগুলি হল –

মাত্র 20 টাকার বিনিময়ে চালু থাকবে সিম কার্ড

1.এবার প্রিপেড গ্রাহকদের সিমকার্ড 90 দিন পর্যন্ত চালু রাখা যাবে, যদি তাদের সিম কার্ডে শুধুমাত্র 20 টাকা ব্যালেন্স থাকে।
2.এছাড়াও এর পরবর্তী 30 দিন পর্যন্ত ও সিম কার্ড চালু থাকবে ওই রিচার্জে যদি তাদের ব্যালেন্স শেষ না হয়ে যায়।

20 টাকার কম ব্যালেন্স থাকলে কিন্তু বন্ধ হয়ে যাবে সিম কার্ড ?

1.20 টাকাতে সিম কার্ড চালু রাখার সুযোগ তো করে দিয়েছে এবার থেকে TRAI, কিন্তু 20 টাকায় কম ব্যালেন্স থাকলে কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে আপনার সিম কার্ডটি।

  1. সিম কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার 15 দিনের মধ্যে যদি আপনি 20 টাকা রিচার্জটি করে ফেলেন তাহলে আপনার সিম কার্ড পুনরায় চালু করে দেওয়া হবে।

Read More: কো অপারেটিভ সংস্থায় 7 ধরনের পদে কর্মী নিয়োগ

এগুলি ছাড়াও বিকল্প কি কি রিচার্জ প্ল্যান এর সুবিধা রয়েছে ?

ওপরে উল্লেখিত রিচার্জ প্ল্যান ছাড়াও TRAI মোবাইল কোম্পানিগুলিকে নির্দেশিকা দিয়েছে যে, গ্রাহকদের জন্য বিকল্প কিছু প্ল্যান চালু করার জন্য। বেশি সাথে যে সমস্ত ব্যক্তিরা ইন্টারনেট বা ডেটা ব্যবহার করেন না তাদের কলিং এর জন্য বিশেষ প্ল্যান চালু করতে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ট্রাই এর নতুন নিয়মে কারা কারা বিশেষ করে উপকৃত হবেন ? তাহলে সেটা এবার দেখে নাও ।

TRAI এর নতুন নিয়মে বেশি করে উপকৃত হবেন কারা কারা ?

মূলত যে সমস্ত ব্যক্তিরা শুধুমাত্র ইনকামিং কলিং এর জন্য ব্যবহার করেন তারা এটা থেকে উপকৃত হবেন। এছাড়াও যারা প্রতি মাসে অত বেশি সংখ্যক রিচার্জ প্ল্যান থেকে মুক্তি পেতে চান এবং যারা শুধুমাত্র কল এবং এসএমএসের জন্য মোবাইল ফোন ব্যবহার করেন তারাও এটার মাধ্যমে উপকৃত হবেন।

নতুন রিচার্জ প্ল্যান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি কি রয়েছে ?

TRAI দেশের সমস্ত টেলিকম সংস্থাগুলিকে নির্দেশিকা দিয়েছে যে গ্রাহকের জন্য স্বল্প খরচে বিকল্প কিছু রিচার্জ প্ল্যান এর ব্যবস্থা করতে এবং ইন্টারনেট পরিষেবার না নেওয়া গ্রাহকদের জন্য বিশেষ প্ল্যান তৈরি করতে। আর নির্দেশিকা দেওয়ার কিছু সময়ের মধ্যেই দেশের সমস্ত টেলিকম সংস্থাগুলি নিজেদের রিচার্জ প্লানে এমন কিছু প্ল্যান যুক্ত করেছে যেতে শুধুমাত্র কলিং এর সুবিধা আছে কোনো রকম ইন্টারনেট পাওয়া যাবে না।

TRAI এর এই নতুন নির্দেশিকা মূলত যে সমস্ত বয়স্ক মানুষেরা বাড়িতে থাকেন অথবা যাদের বাড়িতে ওয়াইফাই-এর সুবিধা রয়েছে তাদের জন্য এই সমস্ত শুধুমাত্র কলিং এর রিচার্জ প্ল্যান গুলি খুবই লাভজনক হতে চলেছে।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment