sarkari chakri:

Land Department Job Recruitment: ভূমি রাজস্ব দপ্তরে মাধ্যমিক পাশে ক্লার্ক নিয়োগ, মাসিক বেতন 10,000 টাকা

WB Land Department Job Recruitment 2025 : মুর্শিদাবাদ জেলার ভূমি রাজস্ব দপ্তরের তরফ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আমিন পদে নিয়োগ করা হবে । এখানে আবেদন জানাতে পারবে যে কোনো সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী, মুর্শিদাবাদ জেলার যেকোনো জায়গা থেকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আমরা এই প্রতিবেদনে উল্লেখিত নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য আপনাদের সামনে বিস্তারিত ভাবে আলোচনা করেছি। যেটা এখানে আবেদন করতে আপনাদের সমস্ত রকম ভাবে সহায়তা করবে। সুতরাং সম্পূর্ণ প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

Job Overview for Land Department

পদের নাম (Post Name) :

ভূমি রাজস্ব দপ্তরে মূলত নিয়োগ করা হচ্ছে ক্লার্ক বা আমিন পদে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

এই আমিন পথে আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীকে যেকোনো সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী হতে হবে।

বয়সসীমা (Age Criteria) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 64 বছরের নিচে। কিন্তু যেহেতু এটি একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি, তার জন্য সংরক্ষণ এসে নিয়ে প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পেয়ে থাকবে।

মাসিক বেতন (Monthly Salary) :

এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 10,000 টাকা বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে মোট 60 জন ব্যক্তিকে এই আমিন পদে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি (Application Process) :

চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে এখানে আবেদন জানাতে হবে। আবেদন করার জন্য অফিসিয়াল নোটিশ থেকে প্রথমে এপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে নিতে হবে। তারপর সেটিকে প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করতে হবে। পূরণ হয়ে যাওয়ার পর সেই ফর্ম এবং সমস্ত রকম ডকুমেন্টকে একটি খামে ভরে নিচে উল্লেখ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিলেই আপনার আবেদনটি শেষ হবে।

Read More: উচ্চ মাধ্যমিক পাশে ব্রডকাস্ট লিমিটেডে কর্মী নিয়োগ

আবেদন পাঠানোর ঠিকানা (Addres of Application Submission) :

চাকরিপ্রার্থীদের আবেদন ফরম পাঠাতে হবে এই ঠিকানায় –

The District Land and Land Reform Office,
Dist – Murshidabad
Pin – 742101

কাজের সময়কাল (Work Duration) :

এখানে চাকরিপ্রার্থীদের নিয়ম করা হচ্ছে 1 বছরের জন্য চুক্তির ভিত্তিতে।

প্রয়োজনীয় নথি (Required Documents) :

এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের প্রয়োজন পড়বে নিচে উল্লেখিত সমস্ত রকম ডকুমেন্টসের –

  • বয়সের প্রমাণপত্র
  • আবাসিক প্রমাণ পত্র
  • পিপিও শংসাপত্র
  • পাসপোর্ট সাইজের ছবি
  • মোবাইল নম্বর
  • শিক্ষাগত যোগ্যতার গ্রহণপত্র
  • ইমেল আইডি ইত্যাদি

নিয়োগ পদ্ধতি (Selection Processl) :

এখানে আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে বেছে নেওয়া হবে।

আবেদন শুরু12.02.2025
আবেদনের শেষ তারিখ03.03.2025

গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

অফিসিয়াল নোটিশ ও অ্যাপ্লিকেশন ফর্মClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment