Coal India Limited এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে,যেখানে বলা হয়েছে নূন্যতম গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় মোট 560 টি শূন্যপদে Coal India Limited এ কর্মী নিয়োগ করা হবে, এই নিয়োগ টি পরিচালনা করবে Coal India Limited সংস্থা, পশ্চিমবঙ্গ বা ভারতের যেকোনো জায়গা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রইল যার মাধ্যমে চাকরি প্রার্থীরা খুব সহজে এখানে আবেদন জানাতে পারেন।
পোস্ট তারিখ : 13.09.2023
বিজ্ঞাপন নং : 03/2023
কোন পদ্ধতিতে আবেদন জানাতে হবে : এখানে সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য প্রার্থীর একটি বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নং থাকতে হবে ও তার পাশাপাশি থাকতে হবে প্রার্থীর সমস্ত রকম যোগ্যতার ডকুমেন্টস।
আবেদন পদ্ধতি : প্রথমে এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিম্নোক্ত ধাপ অনুযায়ী বৈধ ডকুমেন্টস্ সহযোগে নিজের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর আবেদন ফরমটি ফিলাপ করতে হবে। তারপর আবেদন মূল্য পেমেন্ট করে সাবমিট বাঁধনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে।
রেজিস্ট্রেশন করার ধাপ : Career with CIL>Jobs at Coal India Section.
প্রার্থী বাছাই পদ্ধতি : এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে গেট 2023 পরীক্ষায় প্রাপ্ত নম্বরের মাধ্যমে।
কোন সংস্থা নিয়োগটি করছে : Coal India Limited.
কোন কোন পদে নিয়োগ হবে : মোট 3 ধরনের পদে এখানে নিয়োগটি হবে। যেগুলি হলো
1.Mining – শূন্যপদ 351টি।
2.Geology – শূন্যপদ 37টি।
3.Civil – শূন্যপদ 172টি।
মোট শূন্যপদ : 560টি।
শিক্ষাগত যোগ্যতা : উপরিউক্ত সমস্ত পদ গুলি আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই গ্রাজুয়েশন পাশ থাকতে হবে ও তার পাশাপাশি গেট 2023 পরীক্ষায়ও পাশ থাকতে হবে।
বয়সসীমা: এখানে যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলিতে সর্বোচ্চ 30 বছর পর্যন্ত আবেদন করা যাবে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে থাকবে।
বেতনক্রম : এখানে নির্বাচিত সমস্ত ধরনের প্রার্থীরা 50,000 থেকে 1,60,000 টাকা পর্যন্ত মাসিক বেতন পেয়ে থাকবে।
আবেদন মূল্য : GENERAL(UR)/OBC/EWS শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য 1180 টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ : 12.10.2023
অফিসিয়াল নোটিশ :- Click Here
অফিসিয়াল ওয়েবসাইট :- Click Here
অনলাইন আবেদন :- Apply Now
আরো পড়ুন : মিনিস্ট্রি অফ ডিফেন্সে কর্মী নিয়োগ