14 টা বিশ্ববিদ্যালয়ে UGC-এর নির্দেশে বাতিল হতে পারে অনুমোদন: ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা University Grants Commission (UGC) দেশের 157টি বিশ্ববিদ্যালয়কে এবং মধ্যপ্রদেশের 7টি সরকারি বিশ্ববিদ্যালয়কে ডিফল্টার বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করেছে।
14 টা বিশ্ববিদ্যালয়ে UGC-এর নির্দেশে বাতিল হতে পারে অনুমোদন
UGC -এর তরফ থেকে প্রকাশিত তালিকায় 2টি ডিমড বিশ্ববিদ্যালয়, 47টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, 108টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। UGC -এর মতামত অনুযায়ী, এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে খেলাপি বা ডিফল্টার বিশ্ববিদ্যালয়ের ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করার কারণ এই বিশ্ববিদ্যালয়গুলিতে ন্যায়পাল নিয়োগ করা হয়নি।
মধ্যপ্রদেশের 7টি সরকারি বিশ্ববিদ্যালয়কে ডিফল্টার বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে UCG এর প্রকাশিত তালিকায়। এই বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে রয়েছে Rajmata Vijayaraje Scindia Agricultural University (গোয়ালিয়র), Raja Mansingh Tomar University of Music and Arts (গোয়ালিয়র), Nanaji Deshmukh Veterinary Sciences University (জবলপুর), Madhya Pradesh Medical Sciences University (জবলপুর), Jawaharlal Nehru Agricultural University (জবলপুর), Makhanlal Chaturvedi National University of Journalism and Communication (ভোপাল), Rajiv Gandhi Technological University (ভোপাল)। এছাড়াও রয়েছে উত্তর প্রদেশের King George University of Dental Sciences (কেজিএমইউ) বিশ্ববিদ্যালয়-এর নামও।
কোন কোন রাজ্যে কয়টি বেসরকারি ডিফল্টার বিশ্ববিদ্যালয় আছে?
মধ্যপ্রদেশের 8টি, রাজস্থানের 7টি, গুজরাতের 6টি, উত্তর প্রদেশের 8টি, ত্রিপুরার 3টি, কর্ণাটকের 3টি, অন্ধ্রপ্রদেশের 2টি, মহারাষ্ট্রের 2টি, দিল্লির 2টি, সিকিমের 2টি, উত্তরাখন্ডের 2টি, বিহারের 2টি, হরিয়ানার 1টি, হিমাচল প্রদেশের 1টি, গোয়ার 1টি, ঝাড়খন্ডের 1টি,তামিলনাড়ুর 1টি বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) ডিফল্টার বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করেছে।
কোন কোন রাজ্যে কয়টি সরকারি ডিফল্টার বিশ্ববিদ্যালয় আছে?
পশ্চিমবঙ্গের 14টি, কর্ণাটকের 13টি, ওডিশার 11টি, উত্তর প্রদেশের 10টি, রাজস্থানের 7টি, মহারাষ্ট্রের 7টি, ছত্তিশগড়ের 5টি, ঝাড়খণ্ডের 4টি, অন্ধ্রপ্রদেশের 4টি, গুজরাটের 4টি, উত্তরাখন্ডের 4টি, তামিলনাড়ুর 3টি, বিহারের 3টি, হরিয়ানার 2টি, পাঞ্জাবের 2টি, মণিপুরের 2টি, তেলেঙ্গানার 1টি, জম্মু ও কাশ্মীরের 1টি, দিল্লির 1টি, কেরালার 1টি, সিকিমের 1টি, মেঘালয়ের 1টি সরকারি বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা University Grants Commission (UGC) ডিফল্টার বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করেছে।
Hello, I am Akash Mondal. I am working as a Bengali Senior Content Writer in ‘Sarkari Chakri’. I have an experience of 2 years on this Profession.Now I am trying to give my best effort on this Bengali news article site. Hope you like us. Feel free to leave a valuable comment and Star Mark for every news article Post. Thanks a lot for being with us.