রাজ্য বীমা নিগমে কর্মী নিয়োগ: Employees State Insurance Corporation এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে ন্যূনতম স্নাতক পাস যোগ্যতায় বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি ESIC । পশ্চিমবঙ্গ বা ভারতের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রইল, যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।
রাজ্য বীমা নিগমে কর্মী নিয়োগ
এই চাকরির বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে:- ESIC এর তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। যেটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরলাম। এখানে চাকরির জন্য আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল নোটিশটি দেখে নেবেন।
বিজ্ঞাপন নং:- 412 (Dean-Joka).A.12/16/Contr. Rec./2022/Rec. Cell/Vol.-I
পোস্ট তারিখ:– 20.06.2024
নিয়োগকারী সংস্থা:- Employees State Insurance Corporation
কোন পদে নিয়োগ করা হবে:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের “Senior Resident” পদে নিয়োগ করা হবে।
যোগ্যতা:- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের নূন্যতম গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে ।
বয়স:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স সর্বোচ্চ 45 বছরের মধ্যে হতে হবে। কিন্তু, সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়োগ অনুযায়ী বয়সের ছাড় থাকবে।
বেতন:- এই পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক 1,40,139 টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:- এখানে আলাদা ভাবে কোনো রকম আবেদন জানাতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন সমস্ত ডকুমেন্টস সহযোগে সেখানে পৌঁছে গেলেই হবে।
ইন্টারভিউয়ের তারিখ:- 01.07.2024 এবং 02.07.2024 তারিখে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।
মোট শূন্যপদ:- এখানে মোট 57টি শূন্যপদ রয়েছে।