sarkari chakri:

জুনিয়র ক্লার্ক, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ, ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস

জুনিয়র ক্লার্ক, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ: উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে Uttar Banga Krishi Viswavidyala Vidyalaya।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জুনিয়র ক্লার্ক, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনের উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো, যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।

এই চাকরির বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে:- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এর তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যেটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরলাম।

বিজ্ঞাপন নং:- UBKV/Rect./02/2024

পোস্ট তারিখ:- 26.06.2024

কোন কোন পদে নিয়োগ করা হবে:- এখানে চাকরিপ্রার্থীদের 3 ধরনের পদে নিয়োগ করা হবে। সেগুলি হলো –

1.Junior Clerk

2.Technical Assistant

3.Field Assistant

যোগ্যতা:- ওপরে উল্লেখিত পদগুলোতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তবে কিছু পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের একটু উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন।বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিন।

বয়স:- এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স সর্বোচ্চ 45 বছরের মধ্যে হতে হবে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী তারা বয়সের ছাড় পেয়ে থাকবে।

বেতন:- এখানে নিযুক্ত প্রার্থীদের মাসিক 27,000 টাকা থেকে 35,800 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ:- 5টি শূন্যপদ রয়েছে।

আবেদন পদ্ধতি:- এখানে চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে তাদের আবেদন জানাতে হবে। কিন্তু আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা করতে হবে। প্রথমে আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে সেটা সমস্ত রকম তথ্য দিতে পূরণ করতে হবে। তারপর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফি পেমেন্ট করে পেমেন্ট রসিদ এবং ফিলাপ করা ফর্ম এর সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে অফলাইনের মাধ্যমে।

আবেদন পাঠানোর ঠিকানা:- Office of the Registrar ( Recruitment Section), Uttar Banga Krishi Viswavidyala, P.O – Pundibari, Dist – Cooch Bihar, Pin – 736165, West Bengal, India

প্রার্থী নির্বাচন পদ্ধতি:- এখানে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য:– OBC এবং General প্রার্থীদের জন্য 500 টাকা এবং অন্যান্য সকল প্রার্থীদের জন্য 250 টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ:- 26.07.2024

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment