রাজ্যের উৎকর্ষ বাংলা প্রকল্পে কর্মী নিয়োগ, 23 টি জেলার নিয়োগ করে নেয়া হবে


রাজ্যের উৎকর্ষ বাংলা প্রকল্পে কর্মী নিয়োগ

রাজ্যের উৎকর্ষ বাংলা প্রকল্পে কর্মী নিয়োগ, 23 টি জেলার নিয়োগ করে নেয়া হবে

রাজ্যের উৎকর্ষ বাংলায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে রাজ্যের 23 টি জেলার উৎকর্ষ বাংলা প্রকল্পে কর্মী নিয়োগ করে নেওয়া হবে শুধুমাত্র গ্রাজুয়েশন পাস যোগ্যতায়, এই নিয়োগ প্রক্রিয়া টি সম্পূর্ণ পরিচালনা করবে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এই চাকরির জন্য কিন্তু প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে যে সমস্ত ব্যক্তিরা এই চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী তারা নিচের তথ্যগুলিকে পড়ে আবেদন করতে পারেন

পোস্ট তারিখ- 20.10.2020

বিজ্ঞাপন নাম্বার- 20/2020

কি পদ্ধতিতে আবেদন করবেন- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে
হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার
সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস

কিভাবে আবেদন করবেন- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস, সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া করতে হবে উৎকর্ষ বাংলা www.pbssd.gov.in অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে, আবেদনপত্রটি কে সম্পূর্ণ পূরণ করার পর তার সঙ্গে নিজস্ব সমস্ত ডকুমেন্টস সহ নিজস্ব পাসপোর্ট সাইজ ফটো যুক্ত করে পাঠাতে হবে 13.11.2020 তারিখে 5.00 Pm এরমধ্যে

প্রার্থী বাছাই পদ্ধতি- প্রথমে 50 নম্বরের লিখিত পরীক্ষা নেয়া হবে প্রশ্ন থাকবে MCQ টাইপের, দ্বিতীয় ধাপে 30 নম্বরের কম্পিউটার টেস্ট হবে এবং একদম শেষ পর্যায়ে থাকবে 20 নম্বরের ইন্টারভিউ অথবা পাসোয়ার্ড টেস্ট

কোন সংস্থা নিয়োগ করছে- পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট (West Bengal Society for Skill Development)

পদের নাম- ডিসটিক প্রজেক্ট ম্যানেজার (DPM), প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর (PADEO), ব্লক লেভেল স্টাফ (BLS), সাবডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার (SDPM)

কাজের স্থান- উত্তর 24 পরগনা 15 টি, আলিপুরদুয়ারের 3 টি, দক্ষিণ 24 পরগনা 20 টি, বাঁকুড়া 6 টি, কোচবিহার 3 টি, বীরভূম 14 টি, দার্জিলিং 12 টি, দক্ষিণ দিনাজপুর 5 টি, হাওড়া 12 টি, হুগলি 5 টি, ঝাড়গাম 5 টি, কালিংপং 5 টি, কলকাতায় 1 টি, জলপাইগুড়ি 7 টি, মুর্শিদাবাদ 4 টি, মালদা 3 টি, নদিয়া 10 টি, পশ্চিম মেদিনীপুর 3 টি, পূর্ব বর্ধমান 5 টি, পুরুলিয়া 4 টি, পূর্ব মেদিনীপুর 13 টি, উত্তরদিনাজপুর 5 টি

শূন্যপদ- 162 টি শূন্যপদ ফাঁকা আছে, ডিসটিক প্রজেক্ট ম্যানেজার (DPM) মোট শূন্যপদ 2 টি, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর (PADEO) মোট শূন্যপদ 44 টি, ব্লক লেভেল স্টাফ (BLS) মোট শূন্যপদ 144 টি, সাবডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার (SDPM) মোট শূন্যপদ 2 টি

বেতন- ডিসটিক প্রজেক্ট ম্যানেজার (DPM) 25000/- Pm, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর (PADEO) 11000/- Pm, ব্লক লেভেল স্টাফ (BLS) 12000/- Pm, সাবডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার (SDPM) 20000/- Pm

শিক্ষাগত যোগ্যতা-

ডিসটিক প্রজেক্ট ম্যানেজার (DPM)- যে কোন শাখায় পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, কম্পিউটারের MS OFFICE এ দক্ষতা থাকতে হবে, বাংলা ও ইংরেজি ভাষার লেখার অভিজ্ঞতা থাকতে হবে দল বা গোষ্ঠী পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর (PADEO)- কম্পিউটার অ্যাপ্লিকেশন এ গ্রাজুয়েশন পাস থাকতে হবে (BCA) অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন এ পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে (MCA) কম্পিউটারের MS OFFICE এ দক্ষতা থাকতে হবে, বাংলা ও ইংরেজি ভাষার লেখার অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারের প্রতি মিনিটে 30 টি শব্দ টাইপিং করার গতি থাকতে হবে

ব্লক লেভেল স্টাফ (BLS)- কম্পিউটার অ্যাপ্লিকেশন এ গ্রাজুয়েশন পাস থাকতে হবে (BCA), বাংলা এবং আঞ্চলিক ভাষা লেখা এবং বলার দক্ষতা থাকতে হবে, যাতায়াতে আগ্রহী হতে হবে সাধারণ মানুষকে নির্দিষ্ট মতে ট্রেনিং দেয়ার অভিজ্ঞতা থাকতে হবে

সাবডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার (SDPM)- যে কোন শাখায় পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, কম্পিউটারের MS OFFICE (Ms Word, Power Point, Excel) এ দক্ষতা থাকতে হবে, বাংলা ও ইংরেজি ভাষার লেখার অভিজ্ঞতা থাকতে হবে দল বা গোষ্ঠী পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে

বয়স- 23-44 বছর বয়স হতে হবে (SC/ST/OBC সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে)

জাতীয়তা- অবশ্যই ভারতীয় হতে হবে

আবেদন মূল্য- কোন আবেদন মূল্য লাগবেনা

আবেদনের শেষ তারিখ- 13.11.2020 (5.00 Pm)

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল পিডিএফ- Click Here

আবেদনের ফরম- Click Here

Sarkarichakri.co.in আমরা কোন নিয়োগ সংস্থা নয় সরকারি এবং বেসরকারি চাকরির ওয়েবসাইট গুলিতে যে সমস্ত চাকরির খবরের আপডেট দেয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের দায়িত্ব তাই আমাদের বিজ্ঞপ্তি পড়ার পর চাকরিতে এপ্লাই করার আগে অবশ্যই সরকারি চাকরির ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি কে যাচাই করে নেবেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন

Leave a Comment