রাজ্যের সমবায় ব্যাংকের কর্মী নিয়োগ, শুধুমাত্র মাধ্যমিক পাশে


রাজ্যের সমবায় ব্যাংকের কর্মী নিয়োগ

রাজ্যের সমবায় ব্যাংকের কর্মী নিয়োগ, শুধুমাত্র মাধ্যমিক পাশে

রাজ্য সমবায় ব্যাংকের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, যেখানে বলা হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাশে গ্রুপ সি ও অন্যান্য পদে নিয়োগ করে নেয়া হবে এই প্রক্রিয়াটি পরিচালনা করবে ওয়েস্টবেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশন পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে কিন্তু প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে যে সমস্ত প্রার্থীরা এই চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী তারা নিচের তথ্যগুলিকে পড়ে আবেদন করতে পারেন

পোস্ট তারিখ- 20.10.2020

বিজ্ঞাপন নাম্বার- 03.2020

কি পদ্ধতিতে আবেদন করবেন- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে
হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার
সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস

কিভাবে আবেদন করবেন- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস, প্রথমে আপনাদের পশ্চিমবঙ্গের কো-অপারেটিভ সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর নির্দিষ্ট বিজ্ঞপ্তির উপরে ক্লিক করে Apply Now ক্লিক করলে আবেদনপত্রটি ওপেন হয়ে যাবে আবেদনপত্রটি কে সম্পূর্ণ পূরণ করার পর তার সঙ্গে নিজস্ব সমস্ত ডকুমেন্টস এবং স্ক্যান ফটো যুক্ত করে আবেদন পত্র সাবমিট করতে হবে এরপর আপনাদের ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে অনলাইন পেমেন্ট করে আবেদন প্রক্রিয়া টি সম্পূর্ণ করতে হবে

প্রার্থী বাছাই পদ্ধতি- লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে
প্রার্থী বাছাই করে নেয়া হবে এবং তার সঙ্গে নেয়া হবে পার্সোনালিটি টেস্ট

কোন সংস্থা নিয়োগ করছে- ওয়েস্টবেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশন (West Bengal Co-operative Service Commission)

পদের নাম- অফিস অ্যাসিস্ট্যান্ট, শূন্যপদ 1 টি

ব্যাংকের নাম- জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ ইউনিয়ন

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা

পোস্ট কোড– 32007

বেতন- 19500/- টাকা প্রতি মাসে

পদের নাম- অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রুপ-সি, শূন্যপদ 1 টি

ব্যাংকের নাম- বর্ধমানের রেঞ্জ-3 ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ ইউনিয়ন

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে, গ্রাজুয়েশন অথবা স্নাতক পাস থাকলে অগ্রাধিকার পাবেন এবং সঙ্গে থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা

পোস্ট কোড– 32007

বেতন- 19500/- টাকা প্রতি মাসে

পদের নাম- ফিল্ড অফিসার, শূন্যপদ 1 টি

ব্যাংকের নাম- দক্ষিণ 24 পরগনা কো-অপারেটিভ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড

শিক্ষাগত যোগ্যতা- কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং সঙ্গে থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা

পোস্ট কোড– 32006

বেতন- 11065/- টাকা প্রতি মাসে

পদের নাম- গেট টু , শূন্যপদ 1 টি

ব্যাংকের নাম- বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড

শিক্ষাগত যোগ্যতা- কমার্স শাখায় গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা

পোস্ট কোড– 32006

বেতন- 46672/- টাকা প্রতি মাসে

পদের নাম- গেট টু , শূন্যপদ 2 টি

ব্যাংকের নাম- বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড

শিক্ষাগত যোগ্যতা- যে কোন শাখায় গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা

পোস্ট কোড– 32001

বেতন- 62042/- টাকা প্রতি মাসে

পদের নাম- অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেট থ্রী , শূন্যপদ 2 টি

ব্যাংকের নাম- দা বাঁকুড়া টাউন কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড

শিক্ষাগত যোগ্যতা- কমার্স শাখায় গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা

পোস্ট কোড– 32003

বেতন- 21842/- টাকা প্রতি মাসে

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট/সুপারভাইজার/ক্যাশিয়ার গ্রেট থ্রী , শূন্যপদ 10 টি

ব্যাংকের নাম- রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড

শিক্ষাগত যোগ্যতা- যে কোন শাখায় গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা

পোস্ট কোড– 32004

বেতন- 25247/- টাকা প্রতি মাসে

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট , শূন্যপদ 2 টি

ব্যাংকের নাম- দক্ষিণ 24 পরগনা কো-অপারেটিভ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড

শিক্ষাগত যোগ্যতা- যে কোন শাখায় গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা

পোস্ট কোড– 32003

বেতন- 16120/- টাকা প্রতি মাসে

পদের নাম- গেট 3, শূন্যপদ 15 টি

ব্যাংকের নাম- বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড

শিক্ষাগত যোগ্যতা- যে কোন শাখায় গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা

পোস্ট কোড– 32004

বেতন- 23256/- টাকা প্রতি মাসে

পদের নাম- গেট 3, শূন্যপদ 11 টি

ব্যাংকের নাম- দার্জিলিং ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড

শিক্ষাগত যোগ্যতা- যে কোন শাখায় গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা

পোস্ট কোড– 32005

বেতন- 28701/- টাকা প্রতি মাসে

পদের নাম- সেলস কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট, শূন্যপদ 3 টি

ব্যাংকের নাম- বিধাননগর হোলসেল কনজ্যুমার কো-অপারেটিভ সোসাইটি  লিমিটেড

শিক্ষাগত যোগ্যতা- যে কোন শাখায় গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, কমার্সে গ্যাজুয়েশন কমপ্লিট করলে অগ্রাধিকার পাবেন এবং সঙ্গে থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা

পোস্ট কোড– 32004

বেতন- 18241/- টাকা প্রতি মাসে

শূন্যপদ- 49 শূন্যপদ ফাঁকা আছে

বয়স- 18-44 বছর বয়স হতে হবে (SC/ST/OBC পাঁচ বছরের ছাড় পাবে)

জাতীয়তা- অবশ্যই ভারতীয় হতে হবে

আবেদন মূল্য- জেনারেল ওবিসি দের প্রসেসিং ফি এবং পরীক্ষার ফি বাবদ 650/- টাকা পেমেন্ট করতে হবে, এসসি এবং এসটি দের কোন পরীক্ষার ফি লাগবে না শুধু প্রসেসিং চার্জ লাগবে 250/- টাকা

আবেদনের শেষ তারিখ- 30.11.2020

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল পিডিএফ- Click Here

আবেদনের ফরম- Click Here

Sarkarichakri.co.in আমরা কোন নিয়োগ সংস্থা নয় সরকারি এবং বেসরকারি চাকরির ওয়েবসাইট গুলিতে যে সমস্ত চাকরির খবরের আপডেট দেয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের দায়িত্ব তাই আমাদের বিজ্ঞপ্তি পড়ার পর চাকরিতে এপ্লাই করার আগে অবশ্যই সরকারি চাকরির ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি কে যাচাই করে নেবেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন

Leave a Comment