কেন্দ্রীয় সরকারের দপ্তরে ক্লার্ক, MTS পদে নিয়োগ, শুধুমাত্র মাধ্যমিক পাসেই


কেন্দ্রীয় সরকারের দপ্তরে ক্লার্ক, MTS পদে নিয়োগ

কেন্দ্রীয় সরকারের দপ্তরে ক্লার্ক, MTS পদে নিয়োগ, শুধুমাত্র মাধ্যমিক পাসেই

কেন্দ্রীয় সরকারের দপ্তর এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে যেখানে বলা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাসেই ক্লার্ক এমটিএস ও অন্যান্য পদে করবে নিয়োগ করে নেয়া হবে নিয়োগ প্রক্রিয়া টি পরিচালনা করবে National School Of Drama, Under The Ministry Of Culture, Govt. Of India, পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এই চাকরির জন্য, কিন্তু প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে যে সমস্ত প্রার্থীরা এই চাকরিটি করতে ইচ্ছুক বা আগ্রহী তারা নিচে তথ্যগুলিকে পড়ে আবেদন করতে পারেন

পোস্ট তারিখ- 21.10.2020

বিজ্ঞাপন নাম্বার- 21/2020

কি পদ্ধতিতে আবেদন করবেন- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে
হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার
সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস

কিভাবে আবেদন করবেন- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস, প্রথমে কেন্দ্রীয় সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে recruitment.nsd.gov.in, তারপর লগিন করে অ্যাপ্লিকেশন ফর্ম টিকে ফিলাপ করতে হবে, প্রত্যেকটি পদের জন্য আলাদাভাবে অ্যাপ্লিকেশন ফর্ম আছে যেখানে আপনারা পূরণ করতে পারবেন অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন করার পর আবেদনকারীর সমস্ত ডকুমেন্টস এবং নিজস্ব পাসপোর্ট সাইজ ফটো যুক্ত করতে হবে তারপর ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে অনলাইন পেমেন্ট করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে

প্রার্থী বাছাই পদ্ধতি- লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে
প্রার্থী বাছাই করে নেয়া হবে এবং তার সঙ্গে নেয়া হবে পার্সোনালিটি টেস্ট, 
আরো বিস্তারিত ভাবে জেনে নিন Click Here

কোন সংস্থা নিয়োগ করছে- National School Of Drama, Under The Ministry Of Culture, Govt. Of India

পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) মোট শূন্যপদ 1 টি (OBC)

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে কম্পিউটারে অন্তত প্রতি মিনিটে ইংলিশে 35 টি শব্দ টাইপ করতে হবে অথবা হিন্দিতে 30 টি শব্দ টাইপ করতে হবে

বয়স- 18-28 বছর বয়স হতে হবে

বেতন- 19900-63200 প্রতিমাসে বেতন দেয়া হবে

পদের নাম- কার্পেন্টার Grade II মোট শূন্যপদ 1 টি (UR)

শিক্ষাগত যোগ্যতা- যে কোন স্বীকৃত ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা থাকতে হবে (ITI), সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে 5 বছরের অভিজ্ঞতা

বয়স- 18-30 বছর বয়স হতে হবে

বেতন- 25500-81100 প্রতিমাসে বেতন দেয়া হবে

পদের নাম- ইলেকট্রিশিয়ান Grade I মোট শূন্যপদ 1 টি (UR)

শিক্ষাগত যোগ্যতা- যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস যোগ্যতা, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে 5 বছরের অভিজ্ঞতা এবং সঙ্গে থাকতে হবে ওয়ারম্যান লাইসেন্স

বয়স- 18-30 বছর বয়স হতে হবে

বেতন- 25500-81100 প্রতিমাসে বেতন দেয়া হবে

পদের নাম- আপার ডিভিশন ক্লার্ক (UDC) মোট শূন্যপদ 2 টি (SC-1, ST-1)

শিক্ষাগত যোগ্যতা- যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাশ হতে হবে, সঙ্গে থাকতে হবে লোয়ার ডিভিশন ক্লার্ক হিসেবে সরকারি প্রতিষ্ঠান থেকে 5 বছরের কাজের অভিজ্ঞতা

বয়স- 18-30 বছর বয়স হতে হবে

বেতন- 25500-81100প্রতিমাসে বেতন দেয়া হবে

পদের নাম- লাইবেরিয়ার মোট শূন্যপদ 1 টি (UR)

শিক্ষাগত যোগ্যতা- যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় লাইব্রেরিয়ান সাইন্স মাস্টার ডিগ্রি থাকতে হবে, সঙ্গে থাকতে হবে কোন সরকারি কিংবা বেসরকারি লাইব্রেরী প্রতিষ্ঠান থেকে 5 বছরের কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে

বয়স- 18-40 বছর বয়স হতে হবে

বেতন- 56100-177500 প্রতিমাসে বেতন দেয়া হবে

পদের নাম- পার্কারনেক্সট Grade II মোট শূন্যপদ 1 টি (UR)

শিক্ষাগত যোগ্যতা- কোন স্বীকৃত ইনস্টিটিউট থেকে মিউজিক ইন্সট্রুমেন্ট অভিজ্ঞতা থাকতে হবে, Song, Drama প্রভৃতি বিষয়ে চালানোর 3 বছরের অভিজ্ঞতা

বয়স- 18-30 বছর বয়স হতে হবে

বেতন- 25500-81100 প্রতিমাসে বেতন দেয়া হবে

পদের নাম- মাস্টার টেইলর মোট শূন্যপদ 1 টি (UR)

শিক্ষাগত যোগ্যতা- কোন স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা করতে হবে (CTI & ITI)

বয়স- 18-28 বছর বয়স হতে হবে

বেতন- 25500-81100 প্রতিমাসে বেতন দেয়া হবে

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার মোট শূন্যপদ 1 টি (UR)

শিক্ষাগত যোগ্যতা- কোন স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা করতে হবে, ফটো এডিটিং, ফটো তোলা সমস্ত বিষয়ক 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে

বয়স- 18-30 বছর বয়স হতে হবে

বেতন- 25500-81100 প্রতিমাসে বেতন দেয়া হবে

পদের নাম- সাউন্ড টেকনিশিয়ান মোট শূন্যপদ 1 টি (UR)

শিক্ষাগত যোগ্যতা- কোন স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা করতে হবে, সঙ্গে থাকতে হবে সাউন্ড প্রোডাকশন থিয়েটার প্রোডাকশনে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে

বয়স- 18-35 বছর বয়স হতে হবে

বেতন- 44900-142400 প্রতিমাসে বেতন দেয়া হবে

পদের নাম- রিসেপশন ইনচার্জ মোট শূন্যপদ 1 টি (UR)

শিক্ষাগত যোগ্যতা- কোন স্বীকৃত ইনস্টিটিউট থেকে যে কোন শাখায় গ্রাজুয়েশন পাস থাকতে হবে সঙ্গে থাকতে হবে PBX/PABX সঠিকভাবে পরিচালনা করার দক্ষতা, সংশ্লিষ্ট ট্রেডে 3 বছরের অভিজ্ঞতা

বয়স- 18-28 বছর বয়স হতে হবে

বেতন- 25500-81100 প্রতিমাসে বেতন দেয়া হবে

কাজের স্থান- কেন্দ্রীয় সরকারের দপ্তর এ

শূন্যপদ- 11 শূন্যপদ ফাঁকা আছে

জাতীয়তা – অবশ্যই ভারতীয় হতে হবে

আবেদন মূল্য- জেনারেল প্রার্থীদের জন্য আবেদন ফি দিতে হবে 200/- টাকা, ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি দিতে হবে 100/- টাকা

আবেদনের শেষ তারিখ- 06.11.2020

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল পিডিএফ- Click Here

আবেদনের ফরম- Click Here

Sarkarichakri.co.in আমরা কোন নিয়োগ সংস্থা নয় সরকারি এবং বেসরকারি চাকরির ওয়েবসাইট গুলিতে যে সমস্ত চাকরির খবরের আপডেট দেয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের দায়িত্ব তাই আমাদের বিজ্ঞপ্তি পড়ার পর চাকরিতে এপ্লাই করার আগে অবশ্যই সরকারি চাকরির ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি কে যাচাই করে নেবেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন

Leave a Comment