সুপ্রিমকোর্টে কর্মী নিয়োগ, অফিসার অ্যাসিস্ট্যান্ট


সুপ্রিমকোর্টে কর্মী নিয়োগ

সুপ্রিমকোর্টে কর্মী নিয়োগ, অফিসার অ্যাসিস্ট্যান্ট

ভারতের সুপ্রিমকোর্টের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে ন্যূনতম গ্রেজুয়েশন পাস যোগ্যতার অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করে নেয়া হবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছে ভারতীয় সুপ্রিমকোর্ট ভারতের যেকোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন কিন্তু প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে যে সমস্ত প্রার্থীরা এই চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী তারা নিচের তথ্যগুলিকে পড়ে আবেদন করতে পারেন

পোস্ট তারিখ- 21.10.2020

বিজ্ঞাপন নাম্বার- F.6/2020-SCA (RC)

কি পদ্ধতিতে আবেদন করবেন- সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে
হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার
সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস

কিভাবে আবেদন করবেন- সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস প্রথমে আবেদনপত্রটি কে নিচের লিংকের মাধ্যমে ডাউনলোড করে হাট কপি বার করতে হবে অথবা প্রিন্ট আউট বার করতে হবে তারপর আবেদনপত্রটি কে সুন্দর ভাবে পূরণ করে তার সঙ্গে প্রার্থীর সমস্ত ডকুমেন্টস এবং নিজস্ব পাসপোর্ট সাইজ ফটো যুক্ত করতে হবে, তারপরে একটি খামের ভেতরে আবেদনপত্রটি ঢুকাতে হবে খামের উপরে লিখতে হবে Application For The Post Of……… তারপর আবেদনপত্রটি কে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে The Branch Officer (Recruitment Cell), Supreme Court Of India, Tilak Marg, New Delhi- 110001 আগামী 6 নভেম্বরের মধ্যে পাঠাতে হবে

প্রার্থী বাছাই পদ্ধতি- লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে
প্রার্থী বাছাই করে নেয়া হবে এবং তার সঙ্গে নেয়া হবে পার্সোনালিটি টেস্ট

কোন সংস্থা নিয়োগ করছে- ভারতীয় সুপ্রিম কোর্ট

পদের নাম- বাঞ্চ অফিসার (নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর) মোট শূন্যপদ 1 টি

বেতন- 67600/- টাকা

শিক্ষাগত যোগ্যতা- কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি তে মাস্টার ডিগ্রী থাকতে হবে তার সঙ্গে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি তে 3 বছরের অভিজ্ঞতা

বয়স- 30-45 বছর বয়স হতে হবে

পদের নাম- বাঞ্চ অফিসার (ওয়েব সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর) মোট শূন্যপদ 1 টি

বেতন- 67600/- টাকা

শিক্ষাগত যোগ্যতা- কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি তে মাস্টার ডিগ্রী থাকতে হবে তার সঙ্গে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি তে 3 বছরের অভিজ্ঞতা এবং সঙ্গে যদি ল ডিগ্রী থাকে তাহলে অগ্রাধিকার পাবেন

বয়স- 30-45 বছর বয়স হতে হবে

পদের নাম- বাঞ্চ অফিসার (ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর) মোট শূন্যপদ 1 টি

বেতন- 67600/- টাকা

শিক্ষাগত যোগ্যতা- কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি তে মাস্টার ডিগ্রী থাকতে হবে তার সঙ্গে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি তে 3 বছরের অভিজ্ঞতা এবং সঙ্গে যদি ল ডিগ্রী থাকে তাহলে অগ্রাধিকার পাবেন

বয়স- 30-45 বছর বয়স হতে হবে

পদের নাম- জুনিয়র কোড অ্যাসিস্ট্যান্ট (হার্ডওয়ার মেইনটেন্যান্স) মোট শূন্যপদ 3 টি

বেতন- 35400/- টাকা

শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম 60 শতাংশ নাম্বার নিয়ে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি তে বিটেক অথবা বিএসসি থাকতে হবে, সঙ্গে থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেডে তিন বছরের অভিজ্ঞতা

বয়স- 21-30 বছর বয়স হতে হবে

SC/ST/OBC সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে

কাজের স্থান- ভারতীয় সুপ্রিম কোর্টে নিয়োগ করে নেয়া হবে

শূন্যপদ- 06 টি শূন্যপদ ফাঁকা আছে

জাতীয়তা- অবশ্যই ভারতীয় হতে হবে

আবেদন মূল্য- কোন আবেদন মূল্য লাগবেনা

আবেদনের শেষ তারিখ- 06.11.2020

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল পিডিএফ- Click Here

আবেদনের ফরম- Click Here

আবেদনপত্রটি পিডিএফ এর একেবারে নিচের দিকে আছে দেখতে পাবেন

Sarkarichakri.co.in আমরা কোন নিয়োগ সংস্থা নয় সরকারি এবং বেসরকারি চাকরির ওয়েবসাইট গুলিতে যে সমস্ত চাকরির খবরের আপডেট দেয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের দায়িত্ব তাই আমাদের বিজ্ঞপ্তি পড়ার পর চাকরিতে এপ্লাই করার আগে অবশ্যই সরকারি চাকরির ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি কে যাচাই করে নেবেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন

Leave a Comment