রাজ্যের স্কুলে ক্লার্ক ও শিক্ষক পদে নিয়োগ, শুধুমাত্র মাধ্যমিক পাসেই


রাজ্যের স্কুলে ক্লার্ক ও শিক্ষক পদে নিয়োগ

রাজ্যের স্কুলে ক্লার্ক ও শিক্ষক পদে নিয়োগ, শুধুমাত্র মাধ্যমিক পাসেই

রাজ্যের একটি স্কুলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে গ্রুপ-ডি, গ্রুপ-সি ও শিক্ষকশিক্ষিকা পদে নিয়োগ করে নেওয়া হবে এখানে নূন্যতম যোগ্যতা চেয়েছে মাধ্যমিক পাস যে কোনো স্বীকৃত বোর্ড থেকে । এই চাকরীর জন্য নিয়োগ করে নেয়া হবে হুগলি জেলার পঞ্জিপুকুর শ্রীমতি তুলসী দেবী স্মৃতি বিদ্যাপীঠ (উচ্চ মাধ্যমিক), এটি সরকার স্বীকৃত একটি উচ্চ বিদ্যালয় পশ্চিমবঙ্গের যে কোন জায়গা থেকে অথবা যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন যে কোন প্রার্থী, পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে পারবেন যে সমস্ত প্রার্থীরা এই চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী তারা নিচের তথ্যগুলিকে পড়ে আবেদন করতে পারেন

পোস্ট তারিখ- 29.10.2020

বিজ্ঞাপন নাম্বার- 28/2020

কি পদ্ধতিতে আবেদন করবেন- সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে
হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার
সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস

কিভাবে আবেদন করবেন- সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস, প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র টিকে ডাউনলোড করে হার্ড কপি অথবা প্রিন্ট আউট বার করতে হবে www.panjipukursrimatitulshidevismritividyapith.com, তারপর আবেদনপত্রটি কে সম্পূর্ণ পূরণ করার পর তার সঙ্গে নিজস্ব সমস্ত ডকুমেন্টস যুক্ত করতে হবে এবং নিজস্ব ফটো যুক্ত করতে হবে । তারপর আবেদনপত্রটি কে এই ঠিকানায় পাঠাতে হবে PANJIPUKUR SRIMATI TULSHI DEVI SMRITI VIDYAPITH (H.S.) (Bengali Medium) VILL- PANJIPUKUR, P.O.- SINET, P.S.-DADPUR, DIST- HOOGHLY, PIN- 712305 । 16 ই নভেম্বর এর মধ্যে

প্রার্থী বাছাই পদ্ধতি- লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে
প্রার্থী বাছাই করে নেয়া হবে এবং তার সঙ্গে নেয়া হবে পার্সোনালিটি টেস্ট

কোন সংস্থা নিয়োগ করছে- হুগলি জেলার পঞ্জিপুকুর শ্রীমতি তুলসী দেবী স্মৃতি বিদ্যাপীঠ (উচ্চ মাধ্যমিক)

পদের নাম- গ্রুপ-ডি (পিয়ন) মোট শূন্যপদ 2 টি (UR-1, SC-1)

শিক্ষাগত যোগ্যতা- কোন স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকতে হবে

পদের নাম- গ্রুপ-সি (ক্লার্ক) এই পদটি SC প্রার্থীদের জন্য সংরক্ষিত

শিক্ষাগত যোগ্যতা- কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে সঙ্গে থাকতে হবে কম্পিউটারে দক্ষতা এবং কম্পিউটারে টাইপিং জানতে হবে

পদের নাম- ইতিহাস সহঃশিক্ষক এই পদটি UR ও PH প্রার্থীদের জন্য সংরক্ষিত

শিক্ষাগত যোগ্যতা- ইতিহাসে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে সঙ্গে থাকতে হবে বিএড এর সার্টিফিকেট এবং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন

পদের নাম- বিজ্ঞান ও গণিত সহঃশিক্ষক এই পদটি SC প্রার্থীদের জন্য সংরক্ষিত

শিক্ষাগত যোগ্যতা- কেমিস্ট্রিতে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে সঙ্গে থাকতে হবে বিএড এর সার্টিফিকেট এবং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন

পদের নাম- উচ্চমাধ্যমিক স্তরের সহঃশিক্ষক এই পদটি OBC-A প্রার্থীদের জন্য সংরক্ষিত

শিক্ষাগত যোগ্যতা- গণিতে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে সঙ্গে থাকতে হবে বিএড এর সার্টিফিকেট এবং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন

পদের নাম- উচ্চমাধ্যমিক স্তরের সহঃশিক্ষক এই পদটি ST প্রার্থীদের জন্য সংরক্ষিত

শিক্ষাগত যোগ্যতা- এডুকেশনে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে সঙ্গে থাকতে হবে বিএড এর সার্টিফিকেট এবং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন

কাজের স্থান- হুগলি জেলার পঞ্জিপুকুর শ্রীমতি তুলসী দেবী স্মৃতি বিদ্যাপীঠ (উচ্চ মাধ্যমিক)

শূন্যপদ- মোট শূন্যপদ অফিশিয়াল ভাবে প্রকাশ করেনি

বেতন- নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে বেতন দেয়া হবে

বয়স- এই চাকরির জন্য বয়সের কোন উর্ধ্বসীমা নেই ন্যূনতম বয়স 18 বছর

জাতীয়তা- অবশ্যই ভারতীয় হতে হবে

আবেদন মূল্য- আবেদন মূল্য শূন্য

আবেদনের শেষ তারিখ- 16.11.2020

অফিশিয়াল
ওয়েবসাইট
Click Here

অফিশিয়াল
পিডিএফ
 Click Here

সহ
শিক্ষক আবেদনের
ফরম
 Click Here

গ্রুপসি, গ্রুপডি আবেদনের ফরম Click Here

Sarkarichakri.co.in আমরা কোন নিয়োগ সংস্থা নয় সরকারি এবং বেসরকারি চাকরির ওয়েবসাইট গুলিতে যে সমস্ত চাকরির খবরের আপডেট দেয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের দায়িত্ব তাই আমাদের বিজ্ঞপ্তি পড়ার পর চাকরিতে এপ্লাই করার আগে অবশ্যই সরকারি চাকরির ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি কে যাচাই করে নেবেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন

Leave a Comment