রাজ্যের কলেজে গ্রুপ সি ও ডি পদে নিয়োগ | ন্যূনতম অষ্টমশ্রেণী পাস যোগ্যতায়


রাজ্যের কলেজে গ্রুপ সি ও ডি পদে নিয়োগ

রাজ্যের কলেজে গ্রুপ সি ও ডি পদে নিয়োগ

রাজ্যের একটি সরকার স্বীকৃত কলেজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে, যেখানে বলা হয়েছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় গ্রুপ সি ও ডি পদে কর্মী নিয়োগ করে নেয়া হবে । নিয়োগ করে নেবে কলকাতার স্কটিশ চার্চ কলেজ সম্পূর্ণ চুক্তিভিত্তিক প্রক্রিয়াতে, পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন যে কোন প্রার্থী, পুরুষ কিংবা মহিলা উভয় প্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে পারবেন কিন্তু প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে, যে সমস্ত প্রার্থীরা এই চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী তারা নিচের তথ্যগুলিকে পড়ে আবেদন করতে পারেন

পোস্ট তারিখ- 12.11.2020

বিজ্ঞাপন নাম্বার- Recruit/NTS/Gr-D/2020

কি পদ্ধতিতে আবেদন করবেন- সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে
হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার
সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস

কিভাবে আবেদন করবেন- সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস, প্রথমে স্কটিশ চার্চ কলেজ এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম ডাউনলোড করতে হবে www.scottishchurch.ac.in । এরপর আবেদনপত্রটিকে সুন্দরভাবে পূরণ করার পর তার সঙ্গে পার্থীর নিজস্ব সমস্ত ডকুমেন্টস যুক্ত করতে হবে, এবং প্রত্যেকটা ডকুমেন্টে প্রার্থীকে নিজস্ব সিগনেচার করতে হবে, সম্পূর্ণ প্রক্রিয়াটি করার পর একটি সুন্দর খামের ভিতর আবেদনপত্রটিকে ঢুকিয়ে পাঠাতে হবে এই ঠিকানায় Secretary, The Office of the Principal, Scottish Church College, 1&3 Urquhart Square, Kolkata- 700006, কোন প্রার্থী চাইলে স্কটিশ চার্চ কলেজে গিয়েও জমা দিতে পারে, পার্থী যে পদের জন্য আবেদন করছে সেই পদের নাম খামের ওপর লিখতে হবে (Ex- APPLICATION FOR GROUP C/ APPLICATION FOR GROUP D) আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ হল 13.11.2020

প্রার্থী বাছাই পদ্ধতি- লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে
প্রার্থী বাছাই করে নেয়া হবে এবং তার সঙ্গে নেয়া হবে পার্সোনালিটি টেস্ট

কোন সংস্থা নিয়োগ করছে- কলকাতার স্কটিশ চার্চ কলেজ

পদের নাম- অফিস অ্যাসিস্ট্যান্ট (Group-C)

শিক্ষাগত যোগ্যতা- যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিকম পাস হতে হবে এবং সঙ্গে থাকতে হবে কম্পিউটারে দক্ষতা

বয়স- 18-35 বছরের মধ্যে বয়স হতে হবে

পদের নাম- ল্যাবরেটরি এটেনডেন্ট (Group-D)

শিক্ষাগত যোগ্যতা- এই পদের জন্য প্রার্থীকে যেকোন সরকারি/বেসরকারি স্কুল থেকে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং সংশ্লিষ্ট অভিজ্ঞতাও থাকতে হবে

বয়স- 18-40 বছরের মধ্যে বয়স হতে হবে

SC/ST সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে

কাজের স্থান- কলকাতার স্কটিশ চার্চ কলেজে নিয়োগ করে নেয়া হবে (West Bengal)

বেতন- নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে বেতন দেয়া হবে

জাতীয়তা- অবশ্যই ভারতীয় হতে হবে

আবেদন মূল্য- আবেদন ফি দিতে হবে 250/- টাকা, সম্পূর্ণ আবেদন ফি এর ডিমান্ড ড্রাফ্ট কাটতে হবে in favour of Scottish Church College No. 2 Cornwallis square, A/c No. 20805266537, কলকাতার যে কোন ব্যাংক থেকে এই ডিমান্ড ড্রাফ্ট কাটতে পারেন, এবং এই ডিমান্ড ড্রাফটের রিসিভ কপিটিকে আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে স্কটিশ চার্চ কলেজে

আবেদনের শেষ তারিখ- 13.11.2020

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

গ্রুপ সি অফিশিয়াল পিডিএফ- Click Here

গ্রুপ ডি অফিশিয়াল পিডিএফ- Click Here

আবেদনের ফরম- Click Here

Sarkarichakri.co.in আমরা কোন নিয়োগ সংস্থা নয় সরকারি এবং বেসরকারি চাকরির ওয়েবসাইট গুলিতে যে সমস্ত চাকরির খবরের আপডেট দেয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের দায়িত্ব তাই আমাদের বিজ্ঞপ্তি পড়ার পর চাকরিতে এপ্লাই করার আগে অবশ্যই সরকারি চাকরির ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি কে যাচাই করে নেবেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন

Leave a Comment