ভারত ইলেকট্রনিক্স এর কর্মী নিয়োগ | প্রজেক্ট ইঞ্জিনিয়ার ও অফিসার


ভারত ইলেকট্রনিক্স এর কর্মী নিয়োগ

ভারত ইলেকট্রনিক্স এর কর্মী নিয়োগ

ভারত ইলেকট্রনিক্স এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, যেখানে বলা হয়েছে প্রায় 949টি শূন্যপদে প্রজেক্ট ইঞ্জিনিয়ার অফিসার পদে কর্মী নিয়োগ করে নেয়া হবে এই নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড । পশ্চিমবঙ্গ ও ভারতের যেকোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন যে কোন প্রার্থী, পুরুষ কিংবা মহিলা উভয় প্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে পারবে কিন্তু অবশ্যই প্রার্থীকে হতে হবে ভারতীয় নাগরিক, যে সমস্ত প্রার্থীরা এই চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী তারা নিচের তথ্যগুলিকে পড়ে আবেদন করতে পারেন

পোস্ট তারিখ- 13.11.2020

বিজ্ঞাপন নাম্বার- 13/2020

কি পদ্ধতিতে আবেদন করবেন- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে
হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার
সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস

কিভাবে আবেদন করবেন- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস, প্রথমে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড অফিসিয়াল www.bel-india.in ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট বিজ্ঞপ্তির উপর ক্লিক করে অনলাইনে আবেদনের জন্য প্রস্তুতি নিতে হবে । এরপর আবেদনপত্রটি সম্পূর্ণ ওপেন করে সেটিকে সম্পূর্ণভাবে পূরণ করতে হবে, সম্পূর্ণ পূরণ করার পর তার সঙ্গে প্রার্থীর নিজস্ব সমস্ত ডকুমেন্টস এবং ফটো যুক্ত করতে হবে, এরপর ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে । আবেদনের শেষ তারিখ হল 25.11.2020

প্রার্থী বাছাই পদ্ধতি- লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে
প্রার্থী বাছাই করে নেয়া হবে এবং তার সঙ্গে নেয়া হবে পার্সোনালিটি টেস্ট

কোন সংস্থা নিয়োগ করছে- ভারত ইলেকট্রনিক্স লিমিটেড

পদের নাম- প্রজেক্ট ইঞ্জিনিয়ার ওয়ান মোট শূন্যপদ 118টি (ইলেকট্রনিক্স 80, ইলেকট্রনিক্স 24, কম্পিউটার সায়েন্স 6, ইলেকট্রিক্যাল 6, সিভিল 2)

শিক্ষাগত যোগ্যতা- কোন স্বীকৃত ইনস্টিটিউট অথবা বিশ্ববিদ্যালয় থেকে BE/B.TECH/BSC ডিগ্রী থাকতে হবে

বেতন- প্রথম বছরে 35000/- প্রতিমাসে, দ্বিতীয় বছরে 40000/- প্রতিমাসে, তৃতীয় বছরে 45000/- প্রতিমাসে, চতুর্থ বছরে 50000/- প্রতিমাসে

বয়স- 18-28 বছরের মধ্যে বয়স হতে হবে

পদের নাম- প্রজেক্ট অফিসার (HR) ওয়ান মোট শূন্যপদ 5টি (হিউম্যান রিসোর্স)

শিক্ষাগত যোগ্যতা- কোন স্বীকৃত ইনস্টিটিউট অথবা বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট/পার্সোনাল ম্যানেজমেন্ট প্রভৃতি বিষয়ে দু’বছরের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রী থাকতে হবে

বেতন- প্রথম বছরে 35000/- প্রতিমাসে, দ্বিতীয় বছরে 40000/- প্রতিমাসে, তৃতীয় বছরে 45000/- প্রতিমাসে, চতুর্থ বছরে 50000/- প্রতিমাসে

বয়স- 18-28 বছরের মধ্যে বয়স হতে হবে

পদের নাম- ট্রেন ইঞ্জিনিয়ার ওয়ান মোট শূন্যপদ 418টি (ইলেকট্রনিক্স 254, মেকানিক্যাল 137, কম্পিউটার সায়েন্স 11, ইলেকট্রিক্যাল 10, সিভিল 2, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 1, আর্কিটেকচার কেমিকাল 1, কেমিকাল 2)

শিক্ষাগত যোগ্যতা- কোন স্বীকৃত ইনস্টিটিউট অথবা বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ডিভিশন এর ফার্স্ট ক্লাস BE/B.TECH/BSC ডিগ্রী থাকতে হবে

বেতন- প্রথম বছরে 25000/- প্রতিমাসে, দ্বিতীয় বছরে 28000/- প্রতিমাসে, তৃতীয় বছরে 31000/- প্রতিমাসে

বয়স- 18-25 বছরের মধ্যে বয়স হতে হবে

পদের নাম- ট্রেইনি অফিসার (ফিনান্স)

শিক্ষাগত যোগ্যতা- কোন স্বীকৃত ইনস্টিটিউট অথবা বিশ্ববিদ্যালয় থেকে দু’বছরের ফাস্ক্লাস ফিন্যান্সে MBA ডিগ্রি থাকতে হবে

বেতন- প্রথম বছরে 25000/- প্রতিমাসে, দ্বিতীয় বছরে 28000/- প্রতিমাসে, তৃতীয় বছরে 31000/- প্রতিমাসে

বয়স- 18-25 বছরের মধ্যে বয়স হতে হবে

SC/ST সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে

কাজের স্থান- ভারত ইলেকট্রনিক্স লিমিটেড

শূন্যপদ- 949টি শূন্যপদ ফাঁকা আছে

জাতীয়তা- অবশ্যই ভারতীয় হতে হবে

আবেদন মূল্য- প্রজেক্ট অফিসার এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে 500/- টাকা আবেদন ফি দিতে হবে, ট্রেনী অফিসার এবং ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে আবেদন ফি 200/- টাকা, তপশীল জাতি দের কোন আবেদন ফি লাগবে না

আবেদনের শেষ তারিখ- 25.11.2020

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল পিডিএফ- Click Here

আবেদনের ফরম- Click Here

Sarkarichakri.co.in আমরা কোন নিয়োগ সংস্থা নয় সরকারি এবং বেসরকারি চাকরির ওয়েবসাইট গুলিতে যে সমস্ত চাকরির খবরের আপডেট দেয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের দায়িত্ব তাই আমাদের বিজ্ঞপ্তি পড়ার পর চাকরিতে এপ্লাই করার আগে অবশ্যই সরকারি চাকরির ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি কে যাচাই করে নেবেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন

Leave a Comment