ALLINDIAJOBNEWSWESTBENGALJOBNEWSসরকারি চাকরির খবর

ভারতীয় সৈনিক পদে কর্মী নিয়োগ | এক্ষুনি আবেদন করুন


ভারতীয় সৈনিক পদে কর্মী নিয়োগ

ভারতীয় সৈনিক পদে কর্মী নিয়োগ

ভারতীয় আর্মি রিক্রুটমেন্ট অফিসের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, যেখানে বলা হয়েছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আর্মি রিক্রুটমেন্ট রালি এর মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিকে কেন্দ্রীয় বাহিনী পদে নিয়োগ করা হবে, নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে আর্মি রিক্রুটমেন্ট অফিস (শিলিগুড়ি) । এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, কালিংপং প্রভৃতি জেলার প্রার্থীরা, কিন্তু প্রার্থীকে পশ্চিমবঙ্গ তথা ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে । যে সমস্ত প্রার্থীরা এই রালিতে অংশগ্রহণ করতে চান তারা নিচের তথ্যগুলিকে পড়ে আবেদন করতে পারেন এই চাকরির জন্য

পোস্ট তারিখ- 18.11.2020

বিজ্ঞাপন নাম্বার- 2020-21

কি পদ্ধতিতে আবেদন করবেন- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে
হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার
সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস

কিভাবে আবেদন করবেন- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস, প্রথমে ইন্ডিয়ান আর্মির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে www.joinindianarmy.nic.in অফিশিয়াল অ্যাপ্লিকেশন ফর্মটিকে ওপেন করতে হবে, এরপর অ্যাপ্লিকেশন ফর্মটিকে সুন্দরভাবে পূরণ করে তার সঙ্গে প্রার্থীর নিজস্ব সমস্ত ডকুমেন্টস যুক্ত করে এবং নিজস্ব স্ক্যান ফটো যুক্ত করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে, আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর আবেদনপত্রের একনলেজমেন্ট অথবা রেজিস্ট্রেশন স্লিপ এর প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দিতে হবে যাতে পরবর্তী কালে কোন অসুবিধা হলে স্লিপটা দেখিয়ে সংশোধন করা যেতে পারে

প্রার্থী বাছাই পদ্ধতি- শারীরিক সক্ষমতা, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে
প্রার্থী বাছাই করে নেয়া হবে এবং তার সঙ্গে নেয়া হবে পার্সোনালিটি টেস্ট

কোন সংস্থা নিয়োগ করছে- আর্মি রিক্রুটমেন্ট অফিস (শিলিগুড়ি)

পদের নাম- সোলজার জেনারেল ডিউটি

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস যোগ্যতা হতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে মাধ্যমিকে 45% নম্বর

বেতন- 10000-30000 প্রতিমাসে বেতন দেয়া হবে

বয়স- 17-21 বছরের মধ্যে বয়স হতে হবে

পদের নাম- সোলজার টেকনিকেল (অ্যামিনেশন এক্সামিনার)

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাস যোগ্যতা হতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে 40% নম্বর প্রত্যেকটা বিষয় এবং ইংরেজিতে থাকতে হবে 50% নম্বর

বেতন- 10000-30000 প্রতিমাসে বেতন দেয়া হবে

বয়স- 17-23 বছরের মধ্যে বয়স হতে হবে

পদের নাম- সোলজার টেকনিকেল

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাস যোগ্যতা হতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে 40% নম্বর প্রত্যেকটা বিষয় এবং ইংরেজিতে থাকতে হবে 50% নম্বর

বেতন- 10000-30000 প্রতিমাসে বেতন দেয়া হবে

বয়স- 17-23 বছরের মধ্যে বয়স হতে হবে

পদের নাম- সোলজার ক্লার্ক/স্টোর কিপার

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান/কলা/বাণিজ্য শাখায় উচ্চমাধ্যমিক পাস যোগ্যতা হতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে 50% নম্বর প্রত্যেকটা বিষয় এবং অংক/একাউন্ট/ইংরেজিতে থাকতে হবে 50% নম্বর

বেতন- 10000-30000 প্রতিমাসে বেতন দেয়া হবে

বয়স- 17-23 বছরের মধ্যে বয়স হতে হবে

পদের নাম- সোলজার ট্রেডসম্যান (মেসকিপার এন্ড হাউস কিপার)

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে 33% নম্বর প্রত্যেকটা বিষয়

বেতন- 10000-30000 প্রতিমাসে বেতন দেয়া হবে

বয়স- 17-23 বছরের মধ্যে বয়স হতে হবে

পদের নাম- সোলজার ট্রেডসম্যান (সাপোর্ট স্টাফ, পেন্টার, টেলর)

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিদ্যালয় থেকে দশম শ্রেণী পাস হতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে 33% নম্বর প্রত্যেকটা বিষয়

বেতন- 10000-30000 প্রতিমাসে বেতন দেয়া হবে

বয়স- 17-23 বছরের মধ্যে বয়স হতে হবে

SC/ST/OBC সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে

শারীরিক সক্ষমতা- পুরুষদের জন্য উচ্চতা হতে হবে 169 Cm (স্টোরকিপার টেকনিক্যাল এবং সোলজার ক্লার্কদের জন্য উচ্চতা 162 Cm, চেস্ট হতে হবে না ফুলিয়ে 77 Cm (সোলজার ট্রেডসম্যানদের জন্য 76 Cm) । চেস্ট ফুলিয়ে হতে হবে 82 Cm (সোলজার ট্রেডসম্যানদের জন্য 81 Cm)

কাজের স্থান- পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নিয়োগ করে নেওয়া হবে (West Bengal)

শূন্যপদ- মোট শূন্যপদ উল্লেখ করা নেই, পরবর্তীকালে জানা গেলে জানিয়ে দেয়া হবে

জাতীয়তা- অবশ্যই ভারতীয় হতে হবে

আবেদন মূল্য- কোন আবেদন মূল্য উল্লেখ করা নেই

আবেদনের শেষ তারিখ- 28.11.2020

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল পিডিএফ- Click Here

আবেদনের ফরম- Click Here

Sarkarichakri.co.in আমরা কোন নিয়োগ সংস্থা নয় সরকারি এবং বেসরকারি চাকরির ওয়েবসাইট গুলিতে যে সমস্ত চাকরির খবরের আপডেট দেয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের দায়িত্ব তাই আমাদের বিজ্ঞপ্তি পড়ার পর চাকরিতে এপ্লাই করার আগে অবশ্যই সরকারি চাকরির ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি কে যাচাই করে নেবেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button