পশ্চিমবঙ্গে ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ | ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস


পশ্চিমবঙ্গে ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গে ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গের নদীয়া জেলা থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, যেখানে বলা হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় Phlebotomist অথবা ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ করে নেওয়া হবে । এই নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করবে Office The Cheif Medical Of Health (Nadia), এখানে প্রার্থী বাছাই করে নেয়া হবে সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে, পশ্চিমবঙ্গ কিংবা ভারতের যেকোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন যে কোন প্রার্থী, কিন্তু প্রার্থীকে অবশ্যই হতে হবে ভারতীয় নাগরিক, সমস্ত আগ্রহী প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন, কিন্তু অবশ্যই চাকরিতে আবেদন করার আগে নিচের তথ্যগুলিকে ভালোভাবে পড়ে নেবেন ভালোভাবে

পোস্ট তারিখ- 19.11.2020

বিজ্ঞাপন নাম্বার- CMOH-Nad/6385

কি পদ্ধতিতে আবেদন করবেন- সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে
হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার
সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস

কিভাবে আবেদন করবেন- সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস, প্রথমে নিচের দেওয়া লিংক এর মাধ্যমে আবেদনপত্রটিকে ডাউনলোড করতে হবে এবং তারপর সেটাকে প্রিন্ট আউট বার করতে হবে, এরপর সুন্দরভাবে আবেদনপত্রটিকে পূরণ করে তার সঙ্গে নিজস্ব যোগ্যতার সমস্ত ডকুমেন্টস যেমন বাথ সার্টিফিকেট/এডমিট কার্ড, মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/গ্রাজুয়েশন মার্কসিট, কোন অভিজ্ঞতার সার্টিফিকেট এবং ভারতীয় হওয়ার সমস্ত ডকুমেন্ট যুক্ত করে সরাসরি যেতে হবে এই ঠিকানায় Chief Medical Officer Of Health, Nadia & Secretary, District Family & Welfare Samity, 5, D, L. Roy Road, Krishnagar, District- Nadia, Pin- 741101 On 24.11.2020 At 9.30 am For Registration, Interview Start 11.00 am

প্রার্থী বাছাই পদ্ধতি- ইন্টারভিউর মাধ্যমে
প্রার্থী বাছাই করে নেয়া হবে এবং তার সঙ্গে নেয়া হবে পার্সোনালিটি টেস্ট

কোন সংস্থা নিয়োগ করছে- Office The Cheif Medical Of Health (Nadia)

পদের নাম- Phlebotomist/ভলেন্টিয়ার

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস যোগ্যতা হতে হবে, এছাড়াও উচ্চমাধ্যমিক গ্রাজুয়েশন পাশ করে থাকলে অগ্রাধিকার পাবেন তার সঙ্গে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন

বেতন- 5000/- প্রতিমাসে বেতন দেয়া হবে

বয়স- 18-40 বছরের মধ্যে বয়স হতে হবে

কাজের স্থান- Office The Cheif Medical Of Health (Nadia) West Bengal

শূন্যপদ- মোট শূন্যপদ 9টি (SC-2, OBC-A-1, OBC-B-1, UR-4, ST-1)

জাতীয়তা- অবশ্যই ভারতীয় হতে হবে

আবেদন মূল্য- কোন আবেদন মূল্য লাগবেনা

আবেদনের শেষ তারিখ- 24.11.2020

ইন্টারভিউ টাইম এবং জায়গা- Chief Medical Officer Of Health, Nadia & Secretary, District Family & Welfare Samity, 5, D, L. Roy Road, Krishnagar, District- Nadia, Pin- 741101 On 24.11.2020 At 9.30 am For Registration, Interview Start 11.00 am

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল পিডিএফ- Click Here

আবেদনের ফরম- Click Here

Sarkarichakri.co.in আমরা কোন নিয়োগ সংস্থা নয় সরকারি এবং বেসরকারি চাকরির ওয়েবসাইট গুলিতে যে সমস্ত চাকরির খবরের আপডেট দেয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের দায়িত্ব তাই আমাদের বিজ্ঞপ্তি পড়ার পর চাকরিতে এপ্লাই করার আগে অবশ্যই সরকারি চাকরির ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি কে যাচাই করে নেবেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন

Leave a Comment