কানারা ব্যাংকে কর্মী নিয়োগ | স্পেশালিস্ট অফিসার (SO)


কানারা ব্যাংকে কর্মী নিয়োগ

কানারা ব্যাংকে কর্মী নিয়োগ | স্পেশালিস্ট অফিসার (SO)

কানারা ব্যাঙ্ক এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, যেখানে বলা হয়েছে স্পেশালিস্ট অফিসার (SO) পদে কর্মী নিয়োগ করে নেওয়া হবে । এই চাকরির জন্য নূন্যতম যোগ্যতা চেয়েছে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে এছাড়াও আরও বিভিন্ন যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন পদে নিয়োগ করে নেওয়া হবে, এই নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করবে কানারা ব্যাঙ্ক (Canara Bank), পশ্চিমবঙ্গ কিংবা ভারতের যেকোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন যে কোন প্রার্থী পুরুষ কিংবা মহিলা উভয় প্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে পারবেন, অবশ্য প্রার্থীকে হতে হবে ভারতীয় নাগরিক । যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই চাকরিটি করতে ইচ্ছুক বা আগ্রহী তারা নিচের তথ্যগুলিকে পড়ে আবেদন করতে পারেন

পোস্ট তারিখ- 23.11.2020

বিজ্ঞাপন নাম্বার- 23/2020

কি পদ্ধতিতে আবেদন করবেন- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে
হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার
সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস

কিভাবে আবেদন করবেন- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস, অনলাইনে আবেদন শুরু হবে 25.11.2020 তারিখ থেকে, প্রথমে কানারা ব্যাঙ্ক এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে (www.canarabank.com) নির্দিষ্ট বিজ্ঞপ্তির উপর ক্লিক করতে হবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে আবেদনপত্রটি ওপেন হয়ে যাবে এরপর আবেদনপত্রটি কে সুন্দর ভাবে পূরণ করে তার সঙ্গে প্রার্থীর সমস্ত যোগ্যতা ডকুমেন্টস এবং নিজস্ব পাসপোর্ট সাইজ ফটো স্ক্যান করে যুক্ত করতে হবে । এরপর ডেবিট কিংবা ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে অনলাইন পেমেন্ট করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে । আবেদনের শেষ তারিখ 15.12.2020

প্রার্থী বাছাই পদ্ধতি- লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে
প্রার্থী বাছাই করে নেয়া হবে এবং তার সঙ্গে নেয়া হবে পার্সোনালিটি টেস্ট

কোন সংস্থা নিয়োগ করছে- কানারা ব্যাঙ্ক (Canara Bank)

পদের নাম- ব্যাক অফ অ্যাডমিনিস্ট্রেটর (4), ETL স্পেশালিস্ট অফিসার (5), BI স্পেশালিস্ট অফিসার (5), অ্যান্টিভাইরাস অ্যাডমিনিস্ট্রেটর (5), নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর (10), ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর (12), ডেভালোপার এবং প্রোগ্রাম (25), সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর (21), SOC এনালাইসিস (4)

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা ইনস্টিটিউট থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা থাকতে হবে অথবা কম্পিউটার টেকনোলজি ডিগ্রী থাকতে হবে, আরো বিস্তারিত ভাবে জানতে অফিশিয়াল পিডিএফ ডাউনলোড করুন

বয়স- 20-30 বছর বয়স হতে হবে

পদের নাম- ম্যানেজার ল (43), কষ্ট একাউন্টিং (01), চ্যাটার একাউন্টেন্ট (20), ম্যানেজার ফিনান্স (21), ইনফরমেশন সিকিউরিটি এনালাইসিস (04), প্রিনেটেসন টেস্টার (02), সাইবার ফরেনসিক এনালাইসিস (02), ডাটা মিনিং এক্সপার্ট (02), OFSS টেকনো ফাইন্যান্সিয়াল (05), বেস্ট 24 অ্যাডমিনিস্ট্রেটর (02), স্টোরেজঃ অ্যাডমিনিস্ট্রেটর (04), মিডিল ওয়ার অ্যাডমিনিস্ট্রেটর (05), ডাটা এনালাইসিস (02), ম্যানেজার (13), সিনিয়র ম্যানেজার (01)

শিক্ষাগত যোগ্যতা- ম্যানেজার ল ক্ষেত্রে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা ইনস্টিটিউট থেকে “ল” ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং থাকতে হবে 3 বছরের অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা- কষ্ট একাউন্টিং ক্ষেত্রে কস্ট একাউন্টিংসিতে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে

শিক্ষাগত যোগ্যতা- চ্যাটার একাউন্টেন্ট ক্ষেত্রে চ্যাটার একাউন্টে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে

শিক্ষাগত যোগ্যতা- ম্যানেজার ফিনান্স ক্ষেত্রে MBBS/MMS দু বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে, এবং তার সঙ্গে থাকতে হবে 2 বছরের অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা- ইনফরমেশন সিকিউরিটি এনালাইসিস/প্রিনেটেসন টেস্টার/সাইবার ফরেনসিক এনালাইসিস/ডাটা মিনিং এক্সপার্ট/OFSS টেকনো ফাইন্যান্সিয়াল/বেস্ট 24 অ্যাডমিনিস্ট্রেটর/স্টোরেজঃ অ্যাডমিনিস্ট্রেটর/মিডিল ওয়ার অ্যাডমিনিস্ট্রেটর ক্ষেত্রে কম্পিউটার সাইন্স/কম্পিউটার টেকনোলজি/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি প্রভৃতি বিষয়ে 2 বছর অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা- ডাটা এনালাইসিস ক্ষেত্রে BA/MA/B.SC/M.SC 2 বছরের অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা- ম্যানেজার এর ক্ষেত্রে ব্যাচেলার/মাস্টার ডিগ্রী থাকতে হবে যে কোন শাখায় এবং তার সঙ্গে থাকতে হবে 3 বছরের অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা- সিনিয়র ম্যানেজার এর ক্ষেত্রে ব্যাচেলার/মাস্টার ডিগ্রী থাকতে হবে যে কোন শাখায় এবং তার সঙ্গে থাকতে হবে 5 বছরের অভিজ্ঞতা

বয়স- 22-35 বছর বয়স হতে হবে

কাজের স্থান- ভারতে কানাডা ব্যাংকের বিভিন্ন শাখায়

শূন্যপদ- মোট শূন্যপদ ফাঁকা আছে 220 টি

বেতন- নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে বেতন দেয়া হবে

জাতীয়তা- অবশ্যই ভারতীয় হতে হবে

আবেদন মূল্য- General/Obc/Ews আবেদন ফি 600 টাকা, Sc/St/Ph প্রার্থীদের জন্য আবেদন ফি Nil

আবেদনের শেষ তারিখ- 15.12.2020

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল পিডিএফ- Click Here

আবেদনের ফরম- Click Here

Sarkarichakri.co.in আমরা কোন নিয়োগ সংস্থা নয় সরকারি এবং বেসরকারি চাকরির ওয়েবসাইট গুলিতে যে সমস্ত চাকরির খবরের আপডেট দেয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের দায়িত্ব তাই আমাদের বিজ্ঞপ্তি পড়ার পর চাকরিতে এপ্লাই করার আগে অবশ্যই সরকারি চাকরির ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি কে যাচাই করে নেবেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন

Leave a Comment