পশ্চিমবঙ্গে গ্রাম রোজগার সহায়ক পদে কর্মী নিয়োগ


পশ্চিমবঙ্গে গ্রাম রোজগার সহায়ক পদে কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গে গ্রাম রোজগার সহায়ক পদে কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গ
সরকার চাকরিপ্রার্থীদের জন্য
নতুন একটি চাকরির খবর
নিয়ে এসেছে, যেখানে
বলা হয়েছে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ বিজ্ঞান বিভাগের প্রার্থীদের গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগ করা হবে।পশ্চিমবঙ্গ কিংবা ভারতবর্ষের
যেকোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন যে কোন প্রার্থী, পুরুষ বা মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই চাকরির জন্য।প্রার্থীর অবশ্যই
ছয় মাসের কম্পিউটার নলেজ এবং উচ্চমাধ্যমিকে বিজ্ঞান শাখায় 55% নাম্বার থাকতে হবে।আবেদন প্রক্রিয়া চালু হবে 23/11/2020 থেকে, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই  চাকরি করতে ইচ্ছুক
বা আগ্রহী, তারা নিচের তথ্যগুলো পড়ে আবেদন
করতে পারেন

পোস্ট তারিখ- 24/11/2020

বিজ্ঞাপন নম্বর- 01/MGNREGA/Suti-I

কোন কোন জায়গায় শূন্য পদ আছে- বংশবতি
গ্রাম পঞ্চায়েত,  বাহুতলি গ্রাম পঞ্চায়েত
, নুরপুর গ্রাম পঞ্চায়েত , হারুয়া গ্রাম পঞ্চায়েত , সাদিকপুর গ্রাম পঞ্চায়েত, প্রার্থীদের এই 5 টি গ্রামের গ্রাম সহায়ক হিসাবে নিয়োগ করে নেয়া হবে

কোন পদ্ধতিতে আবেদন করা যাবে- সম্পূর্ণ অফলাইন এর উপর ভিত্তি করেই প্রার্থীকে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর নিজস্ব বৈধ মোবাইল নাম্বার এবং মেল আইডি থাকতে হবে ও তার সঙ্গে থাকতে হবে নিজস্ব যোগ্যতার সমস্ত ডকুমেন্টস

কিভাবে আবেদন করবেন- যে প্রার্থী আবেদন করতে ইচ্ছুক ,তাদের উচ্চ মাধ্যমিকের
রেজাল্ট, মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড এবং তার সার্টিফিকেট, ছয় মাসের কম্পিউটার
নলেজ এর সার্টিফিকেট, ভোটার কার্ড বা আধার কার্ড, কালার পাসপোর্ট সাইজের ছবি এবং তার
জাতীয়তার প্রমান সহ তার Suti-I (Murshidabad)
 ব্লক এ গিয়ে জমা দিয়ে আসতে হবে অথবা নিচের দেওয়া লিংক এর মাধ্যমে আবেদনপত্র টিকে ডাউনলোড করে সেটার হাট কপি বার করে, আবেদনপত্র টিকে সম্পূর্ণভাবে পূরণ করে, তার সঙ্গে নিজস্ব সমস্ত ডকুমেন্ট যুক্ত করে একটি খামের ভেতর ঢুকিয়ে রেজিস্টার পোষ্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে The Block Development Offrcer, Suti-I Development Block, Vill.+P.O- Ahiran, P.S-Suti, Dist-Murshidabad, Pin-742223।এই সম্পূর্ণ প্রক্রিয়াটি
সম্পন্ন করলে তার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে ।

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের
পদার্থবিদ্যা এবং অংকে দুটো বিষয় মিলিয়ে 55% নাম্বার থাকতে হবে এবং ওই প্রার্থীর
ছয় মাসের কম্পিউটার নলেজ এর সার্টিফিকেট থাকতে হবে |

বয়স- আবেদনকারীর বয়স 18 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে

বেতন- শুরুতে মাসিক 12,000 হাজার টাকা বেতন পাবেন

মোট পদের সংখ্যা- প্রার্থীরা 5 টি গ্রামের পঞ্চায়েতের জন্য আবেদন করতে পারবে

প্রার্থী বাছাই- প্রার্থী বাছাই করে নেয়া হবে কম্পিউটার টেস্ট এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে এবং তার সঙ্গে যাচাই করে নেয়া হবে প্রার্থীর সমস্ত এডুকেশন ডকুমেন্টস

জাতীয়তা- প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং পার্থী যে পঞ্চায়েতের জন্য আবেদন করছেন সেই পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে

আবেদন মূল্য- কোনো আবেদন মূল্য দিতে হবে না

আবেদনের শেষ তারিখ- 15/12 /2020  বিকাল পাঁচটার মধ্যে

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল পিডিএফ- Click Here

অফিশিয়াল ফর্ম- Click Here

Sarkarichakri.co.in আমরা কোন নিয়োগ সংস্থা নয় সরকারি এবং বেসরকারি চাকরির ওয়েবসাইট গুলিতে যে সমস্ত চাকরির খবরের আপডেট দেয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের দায়িত্ব তাই আমাদের বিজ্ঞপ্তি পড়ার পর চাকরিতে এপ্লাই করার আগে অবশ্যই সরকারি চাকরির ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি কে যাচাই করে নেবেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন

Leave a Comment