কারেন্ট অ্যাফেয়ার্স ৬ ডিসেম্বর ২০২০

কারেন্ট অ্যাফেয়ার্স ৬ ডিসেম্বর ২০২০

কারেন্ট অ্যাফেয়ার্স ৬ ডিসেম্বর ২০২০

Sarkarichakri.co.in আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে নতুন ধরনের একটি কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে ৬ ডিসেম্বর ২০২০ তারিখে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে অথবা কোন কিছুর পর্যালোচনা করা হয়েছে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলির মধ্যে, এই প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্স এর মাধ্যমে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি নিতে পারেন, তাই প্রতিদিন এইরকম কারেন্ট অ্যাফেয়ার্স ও গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়ালস পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং ফলো রাখুন Sarkarichakri.co.in

নিম্নে উল্লেখিত বর্ণনা

১. মাদ্রাসার দুই ছাত্র বাংলাদেশের কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবর
রহমানের একটি মূর্তি ভেঙে ফেলল

২. শেখ হাসিনা বঙ্গবন্ধুর মূর্তি স্থাপনের পরিকল্পনা নিয়েছিলেন মুজিবের
জন্ম শতবর্ষ উপলক্ষে

৩. তারই অঙ্গ হিসেবে কুষ্টিয়াতেও মূর্তি  গোড়া হচ্ছিল

৪. কট্টরপন্থীরা বাংলাদেশের সমস্ত মূর্তি ভেঙ্গে ফেলার ডাক দিয়েছে

৫. মূর্তি ভেঙে ফেলার দাবিতে বাংলাদেশের ঢাকায় ধর্ম পন্থীরা বিশাল সমাবেশ
করেছে

৬. ইসলামের প্রত্যক্ষ ভূমিকা আছে বলে জানা গেছে

৭. ঢাকা বিমানবন্দরের বাইরে বাউল ভাস্কর্য আগে থেকেই তারা ধ্বংস করেছে
ঘোষণা করে

৮. ফ্রান্সের জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ দেখান রাষ্ট্রপতি ইমানুয়েল
ম্যাকরের বিরুদ্ধে নতুন আইন খসড়া প্রকাশের জন্য

৯. ওই আইনের খসড়ায় নির্দেশ আছে যে পুলিশকর্মীদের ছবি সংবাদ মাধ্যমে
ছাপা যাবে না

১০. এতে পুলিশি নির্যাতন আরো বাড়বে বলে জানিয়েছে বিক্ষোভকারী দলেরা

১১. ভারতবর্ষে মোট করোনাতে আক্রান্ত হয়েছেন প্রাই ৯৬ লক্ষ ৪৪ হাজার
মানুষ

১২. গত ২৩ ঘণ্টায় প্রায় ৩৬ হাজার জন মানুষ করোনাতে আক্রান্ত হন

১৩. ভারতবর্ষে মোট প্রাণহানির সংখ্যা ১ লক্ষ ৪৪ হাজার

১৪. সুস্থতার সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে

১৫. দিল্লি হরিয়ানাতে কৃষি 
আইন প্রত্যাহারের দাবিতে কৃষকরা সেখানে অবস্থান করছে

১৬. ৮ ডিসেম্বর সারা ভারত বনধ ডেকেছে তারা

১৭. রমণীতা শবর খেরিয়া শবর জনজাতির মধ্যে প্রথম স্থান অধিকার করলেন

১৮. পুরুলিয়া বরাবাজারের ফুলঝোড়র গ্রামের মেয়ে রমনিতা

১৯. লোধা শবর দের মধ্যে
প্রথম স্নাতক হয়েছিলেন চুনি কোটাল


Pdf Size: 318Kb

File Formate: Pdf

Download Pdf: Click To Download

Leave a Comment