উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ তথ্য সামগ্রী | General Knowledge

উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ তথ্য সামগ্রীউল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ তথ্য সামগ্রী | General Knowledge

আজ আমরা সরকারি চাকরির তরফ থেকে নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর যার মধ্যে সকল প্রকার চাকরির পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তর সুন্দর ভাবে লেখা আছে, এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন কাজে আসতে পারে বলে আমাদের অনুমানযদি আমাদের এই প্রশ্নউত্তর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন, আর শুধু ফলো রাখুন Sarcarichakri.co.in

. লাভনি নৃত্যটি  কোন রাজ্যের লোকনৃত্য  ?

উত্তর. মহারাষ্ট্র

. টোডো উপজাতি কোন রাজ্যে বসবাস করে ?

উত্তর. তামিলনাড়ু

. আপার কাট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?

উত্তর. বক্সিং

. বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

উত্তর. হকি

. কুচিপুরি নৃত্য টি কোন রাজ্যে ধ্রুপদী নৃত্য ?

উত্তর. অন্ধ্রপ্রদেশ

. করম উৎসবটি কোন রাজ্যের ?

উত্তর. বিহার

. গ্রীন পার্ক স্টেডিয়াম কোন খেলার সঙ্গে যুক্ত ?

উত্তর. ক্রিকেট

. মাইসোর এক্সপ্রেস কার ডাক নাম ?

উত্তর. জাভাগল শ্রীনাথ

. জম্বু কাশ্মীরের সরকারি ভাষা কি ?

উত্তর. উর্দু

১০. উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

উত্তর. ব্যাডমিন্টন

১১. ২০১৮ সালের কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

উত্তর. অস্ট্রেলিয়া

১২. ভারত অলিম্পিক হকিতে প্রথম সোনা পায় কবে ?

উত্তর. ১৯২৮ সালে

১৩. অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত ?

উত্তর.১০ মিটার এয়ার রাইফেল শুটিং

১৪. মৃণালিনী সারাভাই কোন নৃত্যের সঙ্গে যুক্ত ?

উত্তর. ভারতনাট্যম

১৫. হাম্পি কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর. কর্ণাটক

১৬. বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত ?

উত্তর. কত্থক

১৭. নিখিল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?

উত্তর. তবলা

১৮. গিরিজা দেবী কোন ঘরানার সঙ্গে যুক্ত ?

উত্তর. হিন্দুস্থানী

১৯. সাংগাই উৎসব অনুষ্ঠিত হয় কোন রাজ্যে ?

উত্তর. মিজোরাম

২০. দাম্পা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রটি অবস্থিত কোন রাজ্যে ?

উত্তর. মিজোরাম

২১. কাজাখস্তানের রাজধানীর নাম কি ?

উত্তর. আস্তানা

২২. দীপা মালিক কোন খেলার সঙ্গে যুক্ত ?

উত্তর. শর্টপুট

২৩. ইম্মর্টাল বইটির লেখক কে ?

উত্তর. কৃষ্ণা উদয়শংকর

২৪. লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয় ?

উত্তর. ফ্লোরেন্স নাইটেঙ্গেল

২৫. সর্বাধিক বনাঞ্চল বিশিষ্ট রাজ্যের নাম কি ?

উত্তর. মধ্যপ্রদেশ

২৬. হাজার হ্রদের দেশ কাকে বলা হয় ?

উত্তর. ফিনল্যান্ড

২৭. ভারতের কফি বোর্ড এর সদর দপ্তর কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর. ব্যাঙ্গালোর

২৮. হরজিৎ সিং কোন খেলার সঙ্গে যুক্ত ?

উত্তর. হকি

২৯. স্বচ্ছ ভারত অভিযানের মাসকটের নাম কি ?

উত্তর. কুনওয়ার বাই

৩০. কালিসার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর. হরিয়ানা

Leave a Comment