ভারতীয় নৌবাহিনীতে কর্মী নিয়োগ, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ

ভারতীয় নৌবাহিনীতে কর্মী নিয়োগ

ভারতীয় নৌবাহিনীতে কর্মী নিয়োগ, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ

ভারতীয় কোস্টগার্ড অথবা নৌবাহিনী তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, যেখানে বলা হয়েছে ভারতীয় নৌবাহিনীতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করে নেওয়া হবে এই নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করবে ইন্ডিয়ান কোস্ট গার্ড (Indian Coast Guard) । এখানে ন্যূনতম মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ করে নেওয়া হবে, পশ্চিমবঙ্গ তথা ভারতের যেকোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন যে কোন প্রার্থী, কিন্তু প্রার্থীকে হতে হবে পুরুষ এবং তার সঙ্গে ভারতীয় নাগরিক । যে সমস্ত প্রার্থীরা এই চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী তারা নিচের তথ্যগুলিকে পড়ে আবেদন করতে পারেন

পোস্ট তারিখ- ২৫.১২.২০২০

বিজ্ঞাপন নাম্বার- ০২.২০২১

কি পদ্ধতিতে আবেদন করবেন- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে
হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার
সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস

কিভাবে আবেদন করবেন- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস, ইন্ডিয়ান কোস্ট গার্ড (joinindiancoastguard.gov.in) এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে হবে, প্রথমে নির্দিষ্ট আবেদনপত্রটির ওপর ক্লিক করে সুন্দরভাবে প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র পূরণ করতে হবে । আবেদনপত্রটিকে সুন্দরভাবে পূরণ করার পর তার সঙ্গে প্রার্থীর সমস্ত ডকুমেন্টস এবং নিজস্ব পাসপোর্ট সাইজ ফটো যুক্ত করে পুরো আবেদন প্রক্রিয়াটিকে সম্পূর্ণ করতে হবে এরপর ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে অনলাইন পেমেন্ট করে আবেদন প্রক্রিয়াটিকে সম্পূর্ণ করতে হবে । আবেদন শুরু ০৫.০১.২০২১-১৯.০১.২০২১

প্রার্থী বাছাই পদ্ধতি- লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে
প্রার্থী বাছাই করে নেওয়া হবে এবং তার সঙ্গে নেয়া হবে পার্সোনালিটি টেস্ট

শারীরিক সক্ষমতা- উচ্চতা হতে হবে ১৫৭ সেমি, আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মনিপুর ত্রিপুরা বাসিন্দাদের ক্ষেত্রে ৫ সেমি ছাড় দেওয়া হবে, লাক্ষাদ্বীপের বাসিন্দাদের ক্ষেত্রে ২ সেমি ছাড় দেওয়া হবে । ছাতির ক্ষেত্রে কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি কিন্তু ছাতি হতে হবে সুগঠিত, প্রার্থীর বয়স অনুযায়ী ওজন হতে হবে তবে ১০ পার্সেন্ট কম বেশী হলেও চলবে, প্রার্থীর শরীরে যদি কোনরকম ট্যাটু থাকে তাহলে এই চাকরির জন্য গ্রহণযোগ্য হবে না

কোন সংস্থা নিয়োগ করছে- ইন্ডিয়ান কোস্ট গার্ড (Indian Coast Guard)

পদের নাম- নাবিক (ডোমেস্টিক বাঞ্চ), নাবিক (জেনারেল ডিউটি), Yantrik

কাজের স্থান- ভারতের বিভিন্ন জায়গায় নিয়োগ করে নেওয়া হবে

শূন্যপদ- মোট শূন্যপদ ফাঁকা আছে ৩৫৮ টি । নাবিক (জেনারেল ডিউটি) ২৬০ টি (UR-১১৪, EWS-৩৩, OBC-৮৩, ST-৭, SC-২৩) । নাবিক (ডোমেস্টিক বাঞ্চ) ৫০ টি (UR-২২, EWS-৬, OBC-৮, ST-৩, SC-১১) । Yantrik (মেকানিক্যাল) ৩১ টি (UR-১৩, EWS-৩, OBC-৭, ST-৪, SC-৪) । Yantrik (ইলেকট্রিক্যাল) ৭ টি (UR-৪, EWS-১, OBC-১, ST-০, SC-১) । Yantrik (ইলেকট্রনিক্স) ১০ টি (UR-৭, EWS-০, OBC-২, ST-০, SC-১)

বেতন- নাবিক (ডোমেস্টিক বাঞ্চ) প্রতিমাসে বেতন ২১৭০০ টাকা, নাবিক (জেনারেল ডিউটি) প্রতিমাসে বেতন ২১৭০০ টাকা, Yantrik প্রতিমাসে বেতন ২৯২০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা- নাবিক (ডোমেস্টিক বাঞ্চ) ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে, নাবিক (জেনারেল ডিউটি) ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ হতে হবে, Yantrik ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে তারসঙ্গে মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা কোর্স থাকতে হবে

বয়স- ১৮-২২ বছরের মধ্যে বয়স হতে হবে, SC/ST/OBC সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে

জাতীয়তা- অবশ্যই ভারতীয় হতে হবে

আবেদন মূল্য- জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফ্রী ২৫০ টাকা, SC/ST প্রার্থীদের জন্য কোন আবেদন ফি লাগবে না

আবেদনের শেষ তারিখ- ১৯.০১.২০২১

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল পিডিএফ- Click Here

আবেদনের ফরম- Click Here

Sarkarichakri.co.in আমরা কোন নিয়োগ সংস্থা নয় সরকারি এবং বেসরকারি চাকরির ওয়েবসাইট গুলিতে যে সমস্ত চাকরির খবরের আপডেট দেয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের দায়িত্ব তাই আমাদের বিজ্ঞপ্তি পড়ার পর চাকরিতে এপ্লাই করার আগে অবশ্যই সরকারি চাকরির ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি কে যাচাই করে নেবেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন

2 thoughts on “ভারতীয় নৌবাহিনীতে কর্মী নিয়োগ, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ”

  1. আমার একটা সরকারি চাকরি দরকার
    আমার দরিদ্র অবথা খুব খারাপ😥😥

    Reply

Leave a Comment