কারেন্ট অ্যাফেয়ার্স ৮ ডিসেম্বর ২০২০

কারেন্ট অ্যাফেয়ার্স ৮ ডিসেম্বর ২০২০

কারেন্ট অ্যাফেয়ার্স ৮ ডিসেম্বর ২০২০

Sarkarichakri.co.in আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ৮ ডিসেম্বর ২০২০ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে ওই তারিখে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল অথবা ঘটার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছিল সেই সমস্ত ঘটনা এবং ঘটার পরিকল্পনা সমস্ত কিছু তুলে ধরা হয়েছে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে, তাই যত্নসহকারে কারেন্ট অ্যাফেয়ার্স গুলিকে পড়ুন এবং কোন চাকরির প্রিপারেশন অথবা প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স গুলিকে ব্যবহার করুন । আর এই রকমই কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং ফলো রাখুন Sarkarichakri.co.in

১. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্দোলনরত
কৃষক নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন

২. নিষ্ফল থাকলো সেই
বৈঠক

৩. মিশ্র প্রভাব পড়ল
কৃষকদের ডাকা ধর্মঘটে

৪. কেন্দ্রীয় সরকারের সঙ্গে ষষ্ঠ দফায়
বৈঠক বাতিল করে দিলেন
আন্দোলনকারী কৃষকরা

৫. ভারতবর্ষে গত ২৪ ঘন্টায়
২৬,৫৬৭ জন করোনায়
আক্রান্ত হয়েছেন

৬. ১০ ই জুলাই
দৈনিক করোনা সংক্রমণ ছিল
প্রায় ২৬ হাজার

৭. তখন দৈনিক ২.৩ লক্ষ মানুষের
নিরিখে সংক্রমণ ছিল ৯.৩
শতাংশ

৮. দৈনিক ১০ লক্ষ
নমুনা পরীক্ষায় এই হার কমে
হয়েছে ২.৬ শতাংশ

৯. তবে সুস্থতার হার
আরো বেশি

১০. এখন  সুস্থতার
হার হয়ে দাঁড়িয়েছে ৯৪.৫৯ শতাংশ

১১. সক্রিয় রোগীর সংখ্যা কমে
হয়েছে প্রায় ৩ লক্ষ
৮৪ হাজার জনের

১২. চীন ও নেপাল
যৌথভাবে মাউন্ট এভারেস্টের নতুন
উচ্চতা ঘোষণা করলো

১৩. মাউন্ট এভারেস্টের নতুন
উচ্চতা এখন ৮,৮৪৮.৮৬ মিটার বা
২৯,০৩২ ফুট

১৪. রাধানাথ শিকদার ১৮৫৬ সালে
প্রথম মাউন্ট এভারেস্টের উচ্চতা
গণনা করেন

১৫. ন্যাশনাল জিওগ্রাফির উদ্যোগে  ১৯৯৯
সালে একদল বিজ্ঞানীর দাবি
ছিল মাউন্ট এভারেস্টের উচ্চতা
নাকি ৮,৮৫০ মিটার

১৬. আসামে মানস বাঘ
প্রকল্পে বাঘের সংখ্যা প্রায়
৫২

১৭. ২০১৯ সালের তথ্য
অনুযায়ী বাঘ বেড়েছে 5 গুন

১৮. ব্রিটেনে ৯০ বছরের বৃদ্ধাকে
কোভিড-১৯ এর প্রথম
পরীক্ষিত  টিকা
দেয়া হলো

১৯. ওই দিনেই ব্রিটেনে
করোনার টিকাকরন শুরু হয়েছে

২০. বৃদ্ধাবাসে বসবাসকারী মানুষদের প্রথম ধাপের টিকাকরণ
দেওয়া হচ্ছে

২১. ব্রিটেনে কভেন্টি এলাকার এক হাসপাতালে
তাকে টিকাকরন করা হয় 

২২. ভারতীয় বংশোদ্ভূত হরি শুক্লা (৮৭)
এবং রঞ্জন (৮৩) করোনার
টিকা নিলেন

২৩. উইলিয়াম শেক্সপিয়ার (৮১) নামে এক
বৃদ্ধ টিকা নিলেন

২৪. বিশ্বে মোট করোনা
সংক্রমনের সংখ্যা প্রায় ৬
কোটি ৮২লাখ ৬৪ হাজার

২৫. মোট প্রাণহানির সংখ্যা
প্রায় ১৫ লক্ষ ৫৭
হাজার

২৬. প্রায় ৪ কোটি
৭২ লাখ ৫৬ হাজার
জন মানুষ সুস্থ হয়ে
উঠেছেন

২৭. ‘দা হু ফাউন্ডেশন’
এর প্রথম সিইও নির্বাচিত
হলেন অনিল সো

২৮. ভারতীয় বংশোদ্ভূত এই স্বাস্থ্য বিশেষজ্ঞ
২০২১ সালের ১ লা
জানুয়ারি থেকে কাজ শুরু
করবেন

২৯. অস্ট্রেলিয়া সিডনিতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি
ম্যাচে ১২ রানে জয়ী
হলো

৩০. মিচেল গোয়েপসন ম্যান
অফ দ্যা ম্যাচ হলেন

৩১. এই সিরিজে ২-১ ব্যবধানে জয়ী
হলো ভারত

৩২. আইএসএল এর  বেঙ্গালুরু সঙ্গে নর্থইস্ট ইউনাইটেড
এর ২-২ গোলে
অমীমাংসিত রইল

৩৩. ২০২৪ প্যারিস অলিম্পিকে স্পোর্টস ক্লাইম্বিং  , সার্ফিং, ব্রেক ডান্স এবং স্কেটবোর্ডের মত চারটি ইভেন্ট যুক্ত হলো

Leave a Comment