কারেন্ট অ্যাফেয়ার্স ১০ ডিসেম্বর ২০২০

কারেন্ট অ্যাফেয়ার্স ১০ ডিসেম্বর ২০২০

কারেন্ট অ্যাফেয়ার্স ১০ ডিসেম্বর ২০২০

Sarkarichakri.co.in আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ১০ ডিসেম্বর ২০২০ তারিখের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলি আপনাদের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি অথবা প্রতিদিন নিত্যনতুন কি ঘটনা ঘটছে সমস্ত কিছু জানতে সাহায্য করবে, এই কারেন্ট অ্যাফেয়ার্সটি সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ আকারে আপনাদের সামনে Sarkarichakri.co.in নিয়ে এসেছে যদি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আপনাদের একটুও কাজে লেগে থাকে তাহলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং ফলো রাখুন Sarkarichakri.co.in 

নিম্নে উল্লেখিত বর্ণনা

১. ইতালির ফুটবলের কিংবদন্তি
পাওলো রোসি প্রয়াত হলেন

২. বয়স হয়েছিল ৬৪
বছর

৩. অনেকের মতে তিনি
১৯৮২ সালে তার ব্যক্তিগত
দক্ষতার জেরেই বিশ্বকাপ ফুটবলে
চ্যাম্পিয়ন হয়েছিলেন

৪. সেবার কোয়ার্টার ফাইনালে
ব্রাজিলের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন রোসি

৫. সেমিফাইনালে পোল্যান্ডের বিরুদ্ধে দুটি এবং ফাইনালে
পশ্চিম জার্মানির বিরুদ্ধে একটি গোল করেছিলেন

৬. ইতালির হয়ে ৪৮
টি ম্যাচে ২০টি গোল
আছে রোসির

৭. ক্লাবের হয়ে ৩৪০ টি
ম্যাচে ১৩৪ টি গোল
রয়েছে রোসির

৮. আইএসএলে এফসি ইস্টবেঙ্গল- জামশেদপুর
এফসি ম্যাচ গোলশূন্য ভাবে
শেষ হলো

৯. ভারত সফরে ইংল্যান্ড
ক্রিকেট দল চেন্নাই, আমেদাবাদ
এবং পুনেতে মোট ৪টি
টেস্ট,৩ টি এক
দিনের এবং ৫ টি
টি ২০ ম্যাচ খেলবে

১০. আমেদাবাদের নবনির্মিত মতেরায় হবে গোলাপি বল
টেস্ট

১১. বিরল দৃশ্য দেখা
গেল নোবেল পুরস্কার প্রদান
অনুষ্ঠানে

১২. নির্দিষ্ট দিনের অনুষ্ঠানের প্রাপক,
তাদের পরিবার বা কোন
দর্শকই উপস্থিত ছিলেন না

১৩. পদক ও মানপত্র
বাড়িতে বসেই পাবেন তারা

১৪. পুরস্কার কমিটির কয়েকজন কর্তা
এদিন জনশূন্য প্রেক্ষাগৃহে গুটিকয় সাংবাদিকের সামনে নোবেল পুরস্কার
প্রাপকদের বিষয়ে বক্তব্য রাখলেন

১৫. মার্কিন যুক্তরাষ্ট্র এ দিনে মোট
প্রাণহানির সংখ্যা ৩,০৫৪
জন

১৬. একদিনে এত জীবনহানি
হয়েছে সেটা একটি রেকর্ড

১৭. বিশ্বে মোট করোনাতে
প্রাণ হারিয়েছেন ১৫,৮৪,৫৬০
জন মানুষ

১৮. সংক্রমিত সংখ্যা প্রায় ৭
লক্ষ পার হয়ে গেল

১৯. আফগানিস্তানের জালালাবাদে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের
গুলিতে মৃত্যু হল সাংবাদিক
মাল্যালাম সাইওঅন্দের

২০. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদের নতুন ভবনের শিলান্যাস করলেন


File Size: 339Kb

File Formate: Pdf

Download Pdf: Click To Download

Leave a Comment