পৌরসভায় কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ , বেতন ১৯৫০০ টাকা, আবেদন করুন এখনই | Municipal Corporation Recruitment Notification 2023

পৌরসভায় কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ , বেতন ১৯৫০০ টাকা, আবেদন করুন এখনই | Municipal Corporation Recruitment Notification 2023

পৌরসভায় কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ , বেতন ১৯৫০০ টাকা, আবেদন করুন এখনই | Municipal Corporation Recruitment Notification 2023
পৌরসভায় কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ , বেতন ১৯৫০০ টাকা, আবেদন করুন এখনই

Sarkari Chakri

নমস্কার বন্ধুরা :-

শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে ন্যূনতম পোস্ট গ্রাজুয়েট পাস যোগ্যতায় পশ্চিমবঙ্গের শিলিগুড়ির মিউনিসিপাল কর্পোরেশনে বা পৌরসভায় কর্মী নিয়োগ করা হবে, এই নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করবে শিলিগুড়ি পৌরসভা বিভাগ, পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন যেকোনো প্রার্থী। পুরুষ কিংবা মহিলা উভয় প্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে পারবেন, তবে প্রার্থীকে হতে হবে ভারতীয় নাগরিক, যে সমস্ত প্রার্থীরা এই চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী তারা নিচের তথ্যগুলি পড়ে আবেদন করতে পারেন।


পোস্ট তারিখ- ২১.১২.২০২২


বিজ্ঞাপন নাম্বার- 477 Estt/SMC


কি পদ্ধতিতে আবেদন করবেন- সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস


কিভাবে আবেদন করবেন- সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস, Borough officer পদে আবেদন করার জন্য প্রার্থীদের আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই , প্রার্থীরা সরাসরি শিক্ষাগত যোগ্যতা, বায়োডাটা, সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ সেন্টারে সঠিক সময়ে উপস্থিত হতে হবে এবং অ্যাকাউন্টস ম্যানেজার পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বায়োডেটা এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে খামে ভর্তি করে To the commissioner Siliguri Municipal corporation, Baghajatin Road,PO-Siliguri,Dist- Darjeeling, Pin- 734001 এই ঠিকানায় পাঠাতে হবে। Borough officer আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ স্থান হল – Conference Hall of Siliguri Municipal corporation


প্রার্থী বাছাই পদ্ধতি- Borough Officer পদে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এবং Accounts Manager পদে প্রার্থীদের প্রথমে শিক্ষাগত যোগ্যতার নাম্বার শতাংশ ও কম্পিউটার টেস্ট এবং কাজের অভিজ্ঞতা ও ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে।


কোন সংস্থা নিয়োগ করছে- শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন


পদের নাম- এখানে দুটি পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে যথা – Borough officer এবং অ্যাকাউন্টস ম্যানেজার


কাজের স্থান- পশ্চিমবঙ্গের শিলিগুড়ি পৌরসভা


শূন্যপদ- Borough Officer পদের জন্য দুটি এবং একাউন্টস ম্যানেজার পদের জন্য একটি শূন্য পদ ফাঁকা আছে।


বেতন- Borough officer চাকরিপ্রার্থীদের প্রতিমাসে ১৯,৫০০/-  টাকা মাসিক বেতন এবং অ্যাকাউন্স ম্যানেজার চাকরিপ্রার্থীদের প্রতি মাসে ২৩,০০০ /- টাকা বেতন দেওয়া হবে।


শিক্ষাগত যোগ্যতা- Borough officer পদে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate এবং কম্পিউটার কাজের দক্ষতা থাকতে হবে, এবং অ্যাকাউন্টস ম্যানেজার পদে আবেদন করার জন্য আবেদনকারীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে CA/Cost Accountant Management/ICWA/M.com থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে ২ বছরের কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটারের অভিজ্ঞতা।


বয়স- ১লা ডিসেম্বর ২০২২ তারিখ অনুযায়ী Borough officer পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৬২ বছর বয়সে মধ্যে হতে হবে এবং Accounts Manager পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।


জাতীয়তা- অবশ্যই ভারতীয় হতে হবে


আবেদন মূল্য- কোন আবেদন মূল্য দিতে হবে না


আবেদনের শেষ তারিখ- ১৭ ই জানুয়ারি ২০২৩


Borough officer পদে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ তারিখ- ১৭ ই জানুয়ারি ২০২৩ (১০.৩০ Am)


অফিশিয়াল ওয়েবসাইট- Click Here


অফিশিয়াল পিডিএফ- Click Here

More Jobs Apply Now
অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ ২০২৩ Click Here
Sarkarichakri.co.in আমরা কোন নিয়োগ সংস্থা নয় সরকারি এবং বেসরকারি চাকরির ওয়েবসাইট গুলিতে যে সমস্ত চাকরির খবরের আপডেট দেয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের দায়িত্ব তাই আমাদের বিজ্ঞপ্তি পড়ার পর চাকরিতে এপ্লাই করার আগে অবশ্যই সরকারি চাকরির ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি কে যাচাই করে নেবেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন

Leave a Comment