রাজ্যে গ্রুপ C পদে কর্মী নিয়োগ

রাজ্যে গ্রুপ C পদে কর্মী নিয়োগ

রাজ্যে গ্রুপ C পদে কর্মী নিয়োগ
রাজ্যে গ্রুপ C পদে কর্মী নিয়োগ

Sarkari Chakri

নমস্কার বন্ধুরা :-

ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্ট্রিক ডিজিজ এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। গ্রুপ C, DEO, MTS এর বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে, ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে, পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন যেকোনো প্রার্থী, পুরুষ কিংবা মহিলা উভয়প্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে পারবেন কিন্তু প্রার্থীকে হতে হবে ভারতীয় নাগরিক। যে সমস্ত প্রার্থীরা এই চাকরিটি করতে ইচ্ছুক বা আগ্রহী তারা নিচের তথ্যগুলি পড়ে আবেদন করতে পারেন।


পোস্ট তারিখ- ১৩.০১.২০২৩


বিজ্ঞাপন নাম্বার- NICED/PC/01/MRHRU/2022-23/1133


কি পদ্ধতিতে আবেদন করবেন- সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস


কিভাবে আবেদন করবেন- সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস, প্রথমে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্ট্রিক ডিজিজ এর অফিসিয়াল ওয়েবসাইটে (www.niced.org.in) গিয়ে আবেদনপত্রটিকে ডাউনলোড করতে হবে এরপর এই আবেদনপত্রটির হার্ডকপি অথবা প্রিন্ট আউট করে সেটিকে সুন্দরভাবে পূরণ করে তার সঙ্গে প্রার্থীর সমস্ত ডকুমেন্টস এবং পাসপোর্ট সাইজ ফটো যুক্ত করে নিচের দেওয়া ঠিকানাই পাঠাতে হবে।


আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা – To The Director, ICMR-National Institute Of Cholera and Enteric Disease, P-33,C.I.T. Road, Scheme – XM, Beliaghata, Kolkata – 700010


প্রার্থী বাছাই পদ্ধতি- ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নেওয়া হবে 


কোন সংস্থা নিয়োগ করছে- পশ্চিমবঙ্গ সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্ট্রিক ডিজিজ বিভাগ


পদের নাম- এখানে বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগ করা হবে, যথা – ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator- DEO), মাল্টি টাস্কিং স্টাফ (MTS), সাইন্টিস্ট C মেডিক্যাল (Scientists C Medical), সাইন্টিস্ট C নন মেডিক্যাল (Scientists C Non Medical), টেকনিক্যাল অ্যাসিন্ট্যান্ট স্ট্যাটিসটিসিয়ান (Technical Assistant Statistician) , টেকনিক্যাল অ্যাসিন্ট্যান্ট রিসার্চ (Technical Assistant Research), অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপোস (Assistant Multipurpose) টেকনিশিয়ান সি ল্যাবরেটরি টেকনিশিয়ান (Technician C Laboratory Technician)


কাজের স্থান- পশ্চিমবঙ্গে নিয়োগ করে নেওয়া হবে


শূন্যপদ-  এখানে সব কয়টি পদে ১ টি করে শূন্য পদ আছে।


বেতন- ১৮,০০০ – ৬৭,০০০ টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে


শিক্ষাগত যোগ্যতা- যে কোন স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা জানতে হবে, কিছু কিছু পদের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্রাজুয়েশন পাস যোগ্যতা থাকতে হবে, মেডিকেল ল্যাব টেকনোলজি তে অভিজ্ঞতা থাকতে হবে , অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদে আবেদনের জন্য ফাইনান্স ও একাউন্টস কাজে ০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সাইন্টিস্ট C মেডিক্যাল পদে আবেদনের জন্য MBBS পাস থাকতে হবে আরো বিস্তারিত জানতে নীচের অফিসিয়াল নোটিশটি দেখুন


বয়স- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রিসার্চ, অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এবং টেকনিশিয়ান সি ল্যাবরেটরি টেকনিশিয়ান প্রার্থীদের বয়স ১৮ – ৩০ বছরের মধ্যে হতে হবে, সায়েন্টিস্ট সি মেডিকেল এবং সাইন্টিস্ট C নন মেডিক্যাল প্রার্থীদের বয়স সীমা ৪৫ বছরের মধ্যে হতে হবে , এবং অন্যান্য পদগুলির ক্ষেত্রে বয়স সীমা ১৮ – ৩৩ বছরের মধ্যে হতে হবে।


জাতীয়তা- অবশ্যই ভারতীয় হতে হবে


আবেদন মূল্য- কোন আবেদন মূল্য লাগবেনা


আবেদনের শেষ তারিখ- ০২.০২.২০২৩


অফিশিয়াল ওয়েবসাইট- Click Here


অফিশিয়াল পিডিএফ- Click Here

More Jobs Apply Now
ভারতীয় রেলে কর্মী নিয়োগ Click Here

Sarkarichakri.co.in আমরা কোন নিয়োগ সংস্থা নয় সরকারি এবং বেসরকারি চাকরির ওয়েবসাইট গুলিতে যে সমস্ত চাকরির খবরের আপডেট দেয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের দায়িত্ব তাই আমাদের বিজ্ঞপ্তি পড়ার পর চাকরিতে এপ্লাই করার আগে অবশ্যই সরকারি চাকরির ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি কে যাচাই করে নেবেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন

Leave a Comment