আসাম রাইফেলস ট্রেডসম্যানে কর্মী নিয়োগ

আসাম রাইফেলস ট্রেডসম্যানে কর্মী নিয়োগ

আসাম রাইফেলস ট্রেডসম্যানে কর্মী নিয়োগ
আসাম রাইফেলস ট্রেডসম্যানে কর্মী নিয়োগ

Sarkari Chakri

নমস্কার বন্ধুরা :-

আসাম রাইফেল ট্রেডম্যানের পক্ষ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় ৬১৬ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করবে Office of the Director General Assam Rifles। পশ্চিমবঙ্গ কিংবা ভারতের যেকোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন যে কোন প্রার্থী, পুরুষ কিংবা মহিলা উভয় প্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে পারবেন কিন্তু প্রার্থীকে হতে হবে ভারতীয় নাগরিক। যে সমস্ত প্রার্থীরা এই চাকরিটি করতে ইচ্ছুক বা আগ্রহী তারা নীচের তথ্যগুলি পড়ে আবেদন করতে পারেন ।


পোস্ট তারিখ- ২০.০১.২০২৩


কি পদ্ধতিতে আবেদন করবেন- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস


কিভাবে আবেদন করবেন- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস, প্রথমে আসাম রাইফেলস ট্রেডসম্যানের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে তারপর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আসাম রাইফেলস ট্রেডসম্যানের (www.assamrifles.gov.in) অফিশিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে, এরপর নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে তার সঙ্গে প্রার্থীর সমস্ত ডকুমেন্ট এবং পাসপোর্ট সাইজ ফটো যুক্ত করে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট করে আবেদন প্রক্রিয়াটিকে সম্পূর্ণ করতে হবে । আবেদনের শেষ তারিখ ১৯.০৩.২০২৩


প্রার্থী বাছাই পদ্ধতি- আবেদনকারী প্রার্থীদের মোট পাঁচটি পর্যায়ের উপর ভিত্তি করে কর্মী নিয়োগ করা হবে, লিখিত পরীক্ষা,ডকুমেন্ট ভেরিফিকেশন ইন্টারভিউ, শারীরিক দক্ষতা এবং মেডিকেল টেস্টের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।আরো বিস্তারিত জানতে নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন


কোন সংস্থা নিয়োগ করছে- Office of the Director General Assam Rifles


পদের নাম- এখানে ট্রেডসম্যানের বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে যথা – ক্লার্ক,  রিলিজিওয়াস টিচার, রাধুনী, মহিলা সাফায়, ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বার ।


বেতন- বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা বেতন দেওয়া হবে।


কাজের স্থান- ভারতের বিভিন্ন জায়গায় নিয়োগ করা হবে।


শূন্যপদ- এখানে সব মিলিয়ে মোট মোট ৬১৬ টি শূন্য পদ আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গে ১২টি শূন্যপদ আছে।


শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে, অন্যান্য পদে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাস যোগ্যতা থাকতে হবে এবং কিছু কিছু পদের ক্ষেত্রে দু’বছর এবং পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


শারীরিক সক্ষমতা- পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা  ১৬৫ সেমি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ১৫৫ সেমি হতে হবে। এর ক্ষেত্রে বুকের ছাতি ৭৭ – ৮২ সেমি এর মধ্যে হতে হবে,  শারীরিক যোগ্যতা প্রয়োজন আছে সমস্ত শারীরিক সক্ষমতার কথা জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন


বয়স- কিছু কিছু পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে আবার কিছু পদের ক্ষেত্রে ১৮ – ২৫ বছরের মধ্যে হতে হবে।SC/ST/OBC সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে


জাতীয়তা- অবশ্যই ভারতীয় হতে হবে


আবেদন মূল্য- জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য Group B এর ক্ষেত্রে ২০০ টাকা, Group C এর ক্ষেত্রে ১০০ টাকা এবং SC/ST/PWD  এবং মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি লাগবে না, , অনলাইনে আবেদন ফি জমা দেয়ার শেষ তারিখ- ১৯.০৩.২০২৩


আবেদনের শেষ তারিখ- ১৯.০৩.২০২৩


অফিশিয়াল ওয়েবসাইট- Click Here


অফিশিয়াল পিডিএফ- Click Here

More Jobs Apply Now
কলকাতার BECIL কোম্পানিতে কর্মী নিয়োগ Click Here

Sarkarichakri.co.in আমরা কোন নিয়োগ সংস্থা নয় সরকারি এবং বেসরকারি চাকরির ওয়েবসাইট গুলিতে যে সমস্ত চাকরির খবরের আপডেট দেয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের দায়িত্ব তাই আমাদের বিজ্ঞপ্তি পড়ার পর চাকরিতে এপ্লাই করার আগে অবশ্যই সরকারি চাকরির ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি কে যাচাই করে নেবেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন

Leave a Comment