WBCS 2023 সম্পূর্ণ বিজ্ঞপ্তি এবং আবেদন প্রক্রিয়া | WBCS Recruitment 2023

WBCS 2023 সম্পূর্ণ বিজ্ঞপ্তি এবং আবেদন প্রক্রিয়া | WBCS Recruitment 2023

WBCS 2023 সম্পূর্ণ বিজ্ঞপ্তি এবং আবেদন প্রক্রিয়া | WBCS Recruitment 2023
WBCS 2023 সম্পূর্ণ বিজ্ঞপ্তি এবং আবেদন প্রক্রিয়া

Sarkari Chakri

নমস্কার বন্ধুরা :-

দীর্ঘ অবসানের পর সকল ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ WBPSC বোর্ড নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে ন্যূনতম গ্রাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন শূন্যপদে WBCS 2023 এ আবেদন করতে পারবেন বিভিন্ন ছাত্র-ছাত্রী। পশ্চিমবঙ্গ কিংবা ভারতের যেকোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন যে কোন প্রার্থী, পুরুষ কিংবা মহিলা উভয়প্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে পারবেন কিন্তু প্রার্থীকে হতে হবে ভারতীয় নাগরিক। শিক্ষাগত যোগ্যতা , সিলেবাস , বেতন এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো, যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা নীচের তথ্যগুলি পড়ে আবেদন করতে পারেন।

পোস্ট তারিখ- ২৫.০২.২০২৩

কি পদ্ধতিতে আবেদন করবেন- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস

কিভাবে আবেদন করবেন- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস, প্রথমে WBPSC এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড লিখে লগইন করতে হবে, যদি আপনি আগে থেকে রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে তারপর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে WBPSC এর (www.wbpsc.gov.in) অফিশিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে, এরপর নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে তার সঙ্গে প্রার্থীর সমস্ত ডকুমেন্ট এবং পাসপোর্ট সাইজ ফটো যুক্ত করে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট করে আবেদন প্রক্রিয়াটিকে সম্পূর্ণ করতে হবে । আবেদনের শেষ তারিখ ২১.০৩.২০২৩

প্রার্থী বাছাই পদ্ধতি- WBCS 2023 পরীক্ষায় আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে ২০০ নাম্বারের প্রিলিমিনারি পরীক্ষা হবে , সেই পরীক্ষায় পাশ করলে ২০০ নাম্বারের মেনস পরীক্ষা হবে , এই দুটি পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

WBCS 2023 প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস – প্রার্থীদের মোট ২০০ নাম্বারের পরীক্ষা হবে এবং প্রশ্নগুলির উত্তর OMR Sheet এ করতে হবে অর্থাৎ MCQ টাইপের প্রশ্ন হবে, সময় থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট,  মোট ৮ টি বিষয়ের উপর প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং প্রত্যেকটি বিষয় থেকে ২৫ নাম্বার করে প্রশ্ন আসবে।তিনটি ভুল উত্তরের জন্য ১ নাম্বার কাটা হবে অর্থাৎ এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে । তাই সকলে ভেবেচিন্তে পরীক্ষা দেবে ।

বিষয় প্রশ্ন সংখ্যা প্রশ্নের মান
ইংরেজি ২৫ ২৫
বিজ্ঞান ২৫ ২৫
কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ ২৫
ইতিহাস ২৫ ২৫
ভারতীয় জাতীয় আন্দোলন ২৫ ২৫
পশ্চিমবঙ্গ সহ ভারতের ভূগোল ২৫ ২৫
ভারতীয় অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান ২৫ ২৫
অঙ্ক ও রিজনিং ২৫ ২৫
মোট ২০০ ২০০
মেনস পরীক্ষার সিলেবাস – প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই একমাত্র মেনস পরীক্ষায় বসতে পারবে । WBCS মেনস পরীক্ষাতে ছয়টি কম্পালসরি পেপার এবং একটি ঐচ্ছিক বিষয়  থাকবে। শুধুমাত্র গ্রুপ A ও গ্রুপ B পদগুলির ক্ষেত্রে অর্থাৎ যারা গ্রুপ A ও গ্রুপ B পদে আবেদন করেছে তাদের ঐচ্ছিক বিষয়ের দুটি পেপারই পরীক্ষা দিতে হবে। প্রতিটি পেপারের প্রশ্ন ২০০ নম্বার থাকবে এবং সময় থাকবে ৩ ঘণ্টা। ৬ টি কম্পালসরি পেপারের Paper-I ও Paper-II Descriptive type এবং Paper-III, IV, V, VI MCQ Type এর হবে।আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন

কোন সংস্থা নিয়োগ করছে- পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)

পদের নাম- WBCS 2023 এ মোট চারটি গ্রুপে কর্মী নিয়োগ করা হবে

Group A – ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ,  অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব রেভিনিউ ইন দ্য ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস , ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস, লেবার সার্ভিস এবং ফুড অ্যান্ড সাপ্লাইজ 

বেতন- পে লেভেল ১৬ অনুযায়ী ৫৬,১০০ – ১,৪৪,৩০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে ।

Group B – ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস (WBP)

বেতন- পে লেভেল ১৬ অনুযায়ী ৫৬,১০০ – ১,৪৪,৩০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে ।

Group C – জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সুপারিন্টেনডেন্ট, ডিস্ট্রিক্ট কারেকশনাল সুপারি়টেডেন্ট, সেন্ট্রাল কারেকশনাল হোম, ওয়েস্ট বেঙ্গল সাব-অর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাক্টিসেস, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, রেজিস্ট্রার/ জয়েন্ট রেজিস্ট্রার- কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, চিফ কন্ট্রোলার অব কারেকশনাল এবং অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার

বেতন- পে লেভেল ১২ অনুযায়ী ৩৫,৮০০ – ৯২,১০০ টাকা

পে লেভেল ১৪ অনুযায়ী ৩৯,৯০০ – ১,০২,৮০০ টাকা

পে লেভেল ১৫ অনুযায়ী ৪২,৬০০ – ১,০৯,৮০০ পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।

Group D – ইনস্পেক্টর অব কো-অপারেটিভ সোসাইটি, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, রিহ্যাবিলিটেশন অফিসার

বেতন- পে লেভেল ১০ অনুযায়ী ৩২,১০০ থেকে ৮২,৯০০ টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে ।

কাজের স্থান- সারা পশ্চিমবঙ্গে নিয়োগ করা হবে

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে শুধুমাত্র গ্রাজুয়েশন পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন, সেই সঙ্গে বাংলা ভাষায় কথা বলা এবং লিখতে জানতে হবে।

বয়স- ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ২১ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে , SC/ST/OBC সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে

জাতীয়তা- অবশ্যই ভারতীয় হতে হবে

আবেদন মূল্য- জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি ২১০/- টাকা, SC/ST/PWD  এবং মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি লাগবে না, অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ- ২১.০৩.২০২৩, 

WBCS 2023 প্রিলিমিনারি বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের কোড নাম্বার – কলকাতা (১১), বারুইপুর (১২), ডায়মন্ড হারবার (১৩), ব্যারাকপুর (১৪), বারাসাত (১৫), হাওড়া (১৬), চুঁচুড়া (১৭), বর্ধমান (১৮), দুর্গাপুর (১৯), মেদিনীপুর (২০), তমলুক (২১), বাঁকুড়া (২২), পুরুলিয়া (২৩), ঝাড়গ্রাম (২৪), সিউড়ি (২৫), কৃষ্ণনগর (২৬), বহরমপুর (২৭), মালদহ (২৮), বেলুড় ঘাট (২৯), রায়গঞ্জ (৩০), জলপাইগুড়ি (৩১), আলিপুরদুয়ার (৩২), কোচবিহার (৩৩), শিলিগুড়ি (৩৪), কালিম্পং (৩৫) এবং দার্জিলিং (৩৬)

আবেদনের শেষ তারিখ- ২১.০৩.২০২৩

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল পিডিএফ- Click Here

অফিসিয়াল সিলেবাস – Click Here

More Jobs Apply Now
ভারতীয় ডাক বিভাগে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ Click Here
পশ্চিমবঙ্গ পুলিশের অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ ২০২৩ Click Here

Sarkarichakri.co.in আমরা কোন নিয়োগ সংস্থা নয় সরকারি এবং বেসরকারি চাকরির ওয়েবসাইট গুলিতে যে সমস্ত চাকরির খবরের আপডেট দেয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের দায়িত্ব তাই আমাদের বিজ্ঞপ্তি পড়ার পর চাকরিতে এপ্লাই করার আগে অবশ্যই সরকারি চাকরির ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি কে যাচাই করে নেবেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন

Leave a Comment