রাজ্যে কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ

রাজ্যে কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ

রাজ্যে কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ
রাজ্যে কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ

Sarkari Chakri

নমস্কার বন্ধুরা :-

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে , এই নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করবে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন যেকোনো প্রার্থী, পুরুষ কিংবা মহিলাউভয় প্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে পারবেন কিন্তু প্রার্থীকে হতে হবে ভারতীয় নাগরিক। যে সমস্ত প্রার্থীরা এই চাকরিটি করতে ইচ্ছুক বা আগ্রহী তারা নিচের তথ্য গুলি পড়ে আবেদন করতে পারেন।

পোস্ট তারিখ- ২০.০২.২০২৩

বিজ্ঞাপন নাম্বার- UBKV/Rect./KVK-01/2023

কি পদ্ধতিতে আবেদন করবেন- সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস

কিভাবে আবেদন করবেন- সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস, প্রথমে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.ubkv.ac.in) গিয়ে আবেদনপত্রটিকে ডাউনলোড করতে হবে এরপর এই আবেদনপত্রটির হার্ডকপি অথবা প্রিন্ট আউট করে সেটিকে সুন্দরভাবে পূরণ করে তার সঙ্গে প্রার্থীর সমস্ত ডকুমেন্টস, পাসপোর্ট সাইজ ফটো এবং এবং ব্যাংক চালানের কপি যুক্ত করে, একটি মুখবন্ধ খামে ভর্তি করে , সেই খামের উপর APPLICATION FOR THE POST OF …. OF GRAMIN KRISHI MAUSAM SEWA (GKMS) UNDER KVK” এইটা লিখে নিচের দেওয়া ঠিকানাই পাঠাতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা – Registrar (Recruitment Section), Uttar Banga Krishi Viswavidyalaya, P.O- Pundibari, Dist. Cooch Behar, Pin.-736165, West Benga

আবেদনমূল্য জমা দেওয়ার জন্য ব্যাংকের ডিটেলস – Name of account holder: UTTAR BANGA KRISHI VISWAVIDYALAYA; Name of Bank: State Bank of India; Branch address: Sagardighi square, Cooch Behar , 736101 (WB); Account no. 11323855619; IFSC code: SBIN0000058; SWIFT code: SBININBB335 .

কোন সংস্থা নিয়োগ করছে-  উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়

পদের নাম- সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট এবং অ্যাগ্রোমেট অবজার্ভার পদে কর্মী নিয়োগ করা হবে।

কাজের স্থান- উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় (কোচবিহার)

শূন্যপদ- মোট শূন্যপদ ফাঁকা আছে ০৪ টি

বেতন- অ্যাগ্রোমেট অবজার্ভার প্রার্থীদের মাসিক বেতন ৫,২০০ – ২০, ২০০ টাকা সাথে গ্রেড পে ২,০০০ টাকা পাবেন এবং ম্যাটার স্পেশালিস্ট প্রার্থীদের মাসিক বেতন ১৫,৬০০ – ৩৯,১০০ টাকা সাথে গ্রেড পে পাবেন ৫,৪০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা- অ্যাগ্রমেট পদে আবেদন করার জন্য প্রার্থীদের বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে, সাথে, Agro-Meteorology বিষয়ে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 

সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট পদে আবেদন করার জন্য প্রার্থীদের  Agrometeorology/ Meteorology/ Agronomy/ Agricultural Physics বিষয়ে স্নাতকোত্তর থাকতে হবে। এছাড়া প্রার্থীদের Ph.D ডিগ্রি এবং/বা NET পাশ থাকলে তিনি অগ্রাধিকার পাবেন।

বয়স- ০১.০২.২০২৩ তারিখ অনুযায়ী দুটি পদের ক্ষেত্রে আবেদনকারী সর্বোচ্চ বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

জাতীয়তা- অবশ্যই ভারতীয় হতে হবে

আবেদন মূল্য- সাবজেক্ট মেটার স্পেশালিস্ট প্রার্থীদের আবেদন মূল্য ১,০০০ টাকা এবং SC/ST দের জন্য ৫০০ টাকা।

অ্যাগ্রোমেট অবজার্ভার প্রার্থীদের আবেদন মূল্য ৫০০ টাকা এবং SC/ST দের জন্য ২৫০ টাকা।

আবেদনের শেষ তারিখ- ০৯.০৩.২০২৩

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল পিডিএফ- Click Here

আবেদনের ফরম 1 – Click Here

আবেদনের ফরম 2 – Click Here

More Jobs Apply Now
জেলা পরিষদে কো-অর্ডিনেটর, ডাটা এন্ট্রি অপারেটর সহ অন্যান্য পদে কর্মী নিয়োগ ২০২৩ Click Here
রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ 2023 Click Here

Sarkarichakri.co.in আমরা কোন নিয়োগ সংস্থা নয় সরকারি এবং বেসরকারি চাকরির ওয়েবসাইট গুলিতে যে সমস্ত চাকরির খবরের আপডেট দেয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের দায়িত্ব তাই আমাদের বিজ্ঞপ্তি পড়ার পর চাকরিতে এপ্লাই করার আগে অবশ্যই সরকারি চাকরির ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি কে যাচাই করে নেবেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন

Leave a Comment