Atal Pension Scheme, কত টাকা পর্যন্ত পেনশন পাবেন

অটল পেনশন যোজনা, কত টাকা পর্যন্ত পেনশন পাবেন | Atal Pension Scheme

Atal Pension Scheme, কত টাকা পর্যন্ত পেনশন পাবেন
অটল পেনশন যোজনা

Sarkari Chakri

নমস্কার বন্ধুরা :-

01/06: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পের মধ্যে অটল পেনশন যোজনা গুরুত্বপূর্ণ। দেশের নাগরিকদের ৬০ বছর পর যাতে আর্থিক সমস্যা সম্মুখীন হতে না হয় সেই জন্যই কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প।  সমস্ত নাগরিকদের কথা মাথায় রেখে অটল পেনশন যোজনা নামে একটি প্রকল্প চালু করে। যেখানে ৬০ বছর বয়সের পর থেকে ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত পেনশন পাবেন সমস্ত ভারতীয় নাগরিক।

02/06: এই যোজনায় কারা আবেদন যোগ্য – ০১) যারা অটল পেনশন যোজনায় আবেদন করতে ইচ্ছুক তাদের প্রত্যেককেই ভারতীয় নাগরিক হতে হবে।

০২) ১৮ বছর থেকে ৪০ বছর বয়সী যে কোন প্রার্থী  এই যোজনার আওতায় আসতে পারে।

০৩) এছাড়া কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মচারী চাকরিজীবীরাও এই প্রকল্পে আবেদন করতে পারেন।

০৪) যারা ন্যাশনাল পেনশন স্কিমে আবেদন করেছেন তারাও এই প্রকল্পে আবেদন করতে পারেন ।

03/06: কত টাকা জমা রাখলে কত টাকা পেনশন পাবেন – ০১) ১,০০০ টাকা প্রতি মাসে পেনশন পেতে হলে আপনাকে প্রতি মাসে ৪২ টাকা করে দিতে হবে।

০২) ২,০০০ টাকা করে প্রতি মাসে পেতে হলে আপনাকে প্রতিমাসে ৮৪ টাকা করে দিতে হবে।

০৩) ৩,০০০ টাকা করে প্রতি মাসে পেতে হলে আপনাকে প্রতি মাসে ১২৬ টাকা করে দিতে হবে।

০৪) ৪,০০০ টাকা করে প্রতি মাসে পেতে হলে আপনাকে প্রতি মাসে ১৬৮ টাকা করে জমা দিতে হবে।

০৫) ৫,০০০ টাকা করে প্রতি মাসে পেতে হলে আপনাকে প্রতি মাসে ২১০ টাকা করে জমা দিতে হবে।

04/06: আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস – ০১) আবেদনকারীর নিজের নামে ব্যাংকে অথবা পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে।

০২) এছাড়া প্রার্থীর আধার কার্ড, বয়েসের প্রমাণ পত্র, ঠিকানার প্রমাণপত্র, পাসপোর্ট সাইজ ফটো এবং মোবাইল নাম্বার থাকতে হবে।

05/06: কেন অটল পেনশন যোজনা করবেন – ০১) প্রথমত এই প্রকল্পে আবেদন করার জন্য কোন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই।

০২) দ্বিতীয়ত প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প হওয়ার জন্য ৬০ বছর বয়সের পর থেকে নিশ্চিতভাবে আপনারা পেনশন পাবেন।

০৩) এই প্রকল্পে নমিনী হিসাবে একজনকে রেখে দিতে পারেন। যাতে অবর্তমানে যাকে নমিনি করেছেন সে আপনার সমপরিমান টাকা পেনশন পাবে।

০৪) এবার যদি নমিনি মনে করেন যে সব টাকা তুলে নেবেন সেহেতু এককালীন ১.৭ লক্ষ – ৮.৫ লক্ষ টাকা পর্যন্ত পাবে।

06/06: কিভাবে আবেদন করবেন – আপনার নিকটবর্তী যে কোন পোস্ট অফিস বা ব্যাংকে গিয়ে আবেদন করতে পারেন।

Sarkarichakri.co.in আমরা কোন নিয়োগ সংস্থা নয় সরকারি এবং বেসরকারি চাকরির ওয়েবসাইট গুলিতে যে সমস্ত চাকরির খবরের আপডেট দেয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের দায়িত্ব তাই আমাদের বিজ্ঞপ্তি পড়ার পর চাকরিতে এপ্লাই করার আগে অবশ্যই সরকারি চাকরির ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি কে যাচাই করে নেবেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন

Leave a Comment