রাজ্য সরকার ৮০০ টাকা করে দিচ্ছে প্রাথমিক ছাত্র-ছাত্রীদের : Sikshashree Scholarship 2023

রাজ্য সরকার ৮০০ টাকা করে দিচ্ছে প্রাথমিক ছাত্র-ছাত্রীদের : Sikshashree Scholarship 2023

রাজ্য সরকার ৮০০ টাকা করে দিচ্ছে প্রাথমিক ছাত্র-ছাত্রীদের : Sikshashree Scholarship 2023
রাজ্য সরকার ৮০০ টাকা করে দিচ্ছে প্রাথমিক ছাত্র-ছাত্রীদের

Sarkari Chakri

নমস্কার বন্ধুরা :-

পশ্চিমবঙ্গে ছেলেমেয়েদের পড়াশোনার খরচ মূলত সরকারি বা সরকার পোষিত স্কুলগুলোই বহন করে থাকে। কিন্তু এরপরেও পড়াশোনা সংক্রান্ত আরও বেশ কিছু খরচাপাতি থেকে যায় পরিবারগুলির। আর সেটাই স্কুলছুটের সংখ্যা বাড়ার অন্যতম কারণ বলে বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে। কারণ সন্তানের খাতা-পেন কিনে দেওয়া বা ছেলে-মেয়ের প্রাইভেট টিউশনের খরচ যোগাতে না পেরে বহু পরিবার তাদের পড়াশোনা ছাড়িয়ে দেয়।

এক্ষেত্রে ছেলেদের থেকে মেয়েদের উপর কোপটা আরও বেশি পড়ে। বিশেষ করে সামাজিকভাবে পিছিয়ে পড়া এবং নিম্ন আয়ের পরিবারগুলির মধ্যে এই প্রবণতা বেশি। তাই তপশিলি জাতি ও উপজাতিভুক্ত ছাত্রীদের জন্য এক দুর্দান্ত প্রকল্প নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর।৮০০ টাকা করে দেবে পশ্চিমবঙ্গ সরকার 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জনমুখী প্রকল্প এনে তাক লাগিয়ে দিচ্ছেন। মূলত সমাজের আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষের উন্নতির লক্ষ্যে এই প্রকল্পগুলো নিয়ে আসছে পশ্চিমবঙ্গ সরকার। তার‌ই অন্যতম হল ‘শিক্ষাশ্রী’ প্রকল্প। কিন্তু অবাক করা বিষয় হল, যাদের জন্য এই শিক্ষাশ্রী প্রকল্প তাদের অনেকেই এর নাম পর্যন্ত শোনেনি!এই প্রকল্পের নাম শুনেই বুঝতে পারা যাচ্ছে  এর সঙ্গে পড়াশোনার সম্পর্ক আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত বছর শুরু হয় শিক্ষাশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ উচ্চ প্রাথমিক স্তরের ছাত্রীদের বিশেষ সুবিধে পাওয়ার কথা। কিন্তু সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাবে এই প্রকল্পের কথা অনেকেই জানেন না। অথচ পিছিয়ে পড়া শ্রেণির সদস্যদের প্রভূত লাভ হবে এই শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে।পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া শ্রেণির ছাত্র-ছাত্রীরা মানে তফশিলি জাতি ও উপজাতিভুক্ত ছেলে-মেয়েরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে, আর্থিক সমস্যায় যাতে পড়াশোনা বন্ধ না হয়ে যায় তাই পশ্চিমবঙ্গ সরকার শিক্ষাশ্রী প্রকল্প নিয়ে এসেছে। এই প্রকল্পে বছরের সর্বোচ্চ ৮০০ টাকা পর্যন্ত আর্থিক অনুদান পাওয়া যাবে সরকারের থেকে। কিন্তু কীভাবে সেই সুযোগ নিতে হবে সেটাই আজকের প্রতিবেদনে তুলে ধরব আমরা। আমাদের উদ্দেশ্য একটাই, এই শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধে সকল বৈধ ছাত্রী যেন পায়।

কারা পাবে শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধে?

শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধা পেতে গেলে কী কী শর্ত মেনে চলতে হবে তা দেখুন-

(1) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

(2) রাজ্যের যে কোনও স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বৈধ ছাত্রী হতে হবে।

(3) তফসিলি জাতি ও উপজাতি শ্রেণির সদস্য (SC & ST) হতে হবে।

(4) পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি হলে শিক্ষাশ্রী প্রকল্পে আবেদন করা যাবে না।

(5) এই প্রকল্পের আবেদন করার জন্য সংশ্লিষ্ট ছাত্র বা ছাত্রীর জাতিগত শংসাপত্র অবশ্যই থাকতে হবে।

(6) পরিবারের আয় সার্টিফিকেট আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

(7) সংশ্লিষ্ট ছাত্রীর কোর ব্যাঙ্কিং সুবিধাযুক্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে।

কীভাবে শিক্ষাশ্রী প্রকল্পের জন্য আবেদন করবেন?

শিক্ষাশ্রী প্রকল্পের জন্য অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন করতে পারবেন।

অফলাইন পদ্ধতি :- 

অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হলে স্কুলের অফিস থেকে শিক্ষাশ্রী প্রকল্পের ফর্ম সংগ্রহ করতে হবে ছাত্রীদের। তারপর সেই ফর্ম ফিলাপ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র জুড়ে দিয়ে তা স্কুলের অফিসেই জমা দিতে হবে।

অনলাইন পদ্ধতি :- 

শিক্ষাশ্রী প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

http://www.anagrasarkalyan.gov.in/ – এই লিঙ্কে ক্লিক করে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের ওয়েবসাইটে ঢুকতে হবে। এবার ‘শিক্ষাশ্রী স্কলারশিপ অ্যাপ্লিকেশন’ অপশনে ক্লিক করুন।

এবার যে উইন্ডো খুলবে সেখানে নিজের এবং ঠিকানা সংক্রান্ত যাবতীয় তথ্য দিন।

এরপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

এবার আপনার সামনে শিক্ষাশ্রী প্রকল্পের ড্যাশবোর্ড ওপেন হবে। সেখানে নিজের এবং স্কুল সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করে সাবমিট করুন।

যে জরুরি নথিগুলো দিতে হবে

(1) আধার কার্ড

(2) ইনকাম সার্টিফিকেট

(3) কাস্ট সার্টিফিকেট

(4) স্কুল সার্টিফিকেট

(5) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস

(6) ঠিকানার প্রমাণপত্র

(7) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি

*শিক্ষাশ্রী প্রকল্পে কোন শ্রেণির ছাত্রীরা কত টাকা অনুদান পাবে?

পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষাশ্রী প্রকল্পে রাজ্যের তপশিলি জাতি ও উপজাতিভুক্ত ছাত্রীরা নিম্নলিখিত হারে অনুদান পাবে-

পঞ্চম শ্রেণি – ৫০০ টাকা

ষষ্ঠ শ্রেণি – ৬৫০ টাকা

সপ্তম শ্রেণি – ৭০০ টাকা

অষ্টম শ্রেণি – ৮০০ টাকা

Sarkarichakri.co.in আমরা কোন নিয়োগ সংস্থা নয় সরকারি এবং বেসরকারি চাকরির ওয়েবসাইট গুলিতে যে সমস্ত চাকরির খবরের আপডেট দেয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের দায়িত্ব তাই আমাদের বিজ্ঞপ্তি পড়ার পর চাকরিতে এপ্লাই করার আগে অবশ্যই সরকারি চাকরির ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি কে যাচাই করে নেবেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন

Leave a Comment