৩০ শে জুনের মধ্যে আধার প্যান লিংক না করালেও চলবে, কারা পাবেন এই সুবিধা

৩০ শে জুনের মধ্যে আধার প্যান লিংক না করালেও চলবে, কারা পাবেন এই সুবিধা

৩০ শে জুনের মধ্যে আধার প্যান লিংক না করালেও চলবে, কারা পাবেন এই সুবিধা
৩০ শে জুনের মধ্যে আধার প্যান লিংক না করালেও চলবে

Sarkari Chakri

নমস্কার বন্ধুরা :-

 আমরা ভারতীয় নাগরিক। তাই আমাদের ক্ষেত্রে আধার কার্ড ও প্যান কার্ড, এই দুটি অতি গুরুত্বপূর্ণ নথি। শুধুমাত্র কেবল পরিচয় পত্র হিসেবেই নয়, এছাড়াও নানা রকম আর্থিক লেনদেন, ও নানা ক্ষেত্রে এগুলো এখন খুব গুরুত্বপূর্ণ নথি। এই দুটি ডকুমেন্টস সংযুক্ত করা এখন সরকারের তরফ থেকে বাধ্যতামূলক করা হয়েছে। প্রথম নোটিশ অনুযায়ী এই নথিগুলির শেষ তারিখ ছিল 31 মার্চ 2023। কিন্তু দেখা গেছে যে এই সময়সীমার মধ্যে অনেকেই এই কাজটি সম্পূর্ণ করতে পারেনি। সরকারের তরফ থেকে বলা হয়েছে যে, কিছু কিছু ব্যাক্তিদের এই কাজটি করতে হবে না। দেখে নিন এটা সমন্ধে বিস্তারিত :-

একদিকে দেখা যাচ্ছে যে, যেসব গ্রাহকদের এখনো এই সংযুক্তিকরণে কাজটি শেষ হয়নি। তাদের এই নির্ধারিত সময়সীমার পর প্যান কার্ড টি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এর ফলে পড়তে পারেন আপনি নানা রকম বিপদের সম্মুখীন এবং হতে পারে নানা রকম আর্থিক ক্ষতি। তাই এজন্য আয়কর বিভাগের তরফ থেকে এই নথি রুটি সংযুক্ত করেন সময়সীমা 3 মাস বাড়ানো হয়েছিল কিছুদিন আগে। সেই সময়সীমা ছিল 30 জুন 2023। আয়কর বিভাগের এই সংযুক্তিকরণের সময়সীমা বাড়ানোর ফলে গ্রাহকরা নির্দ্বিধায় কোনরকম সমস্যার সম্মুখীন না হয়ে এই কাজটি করে নিতে পারবেন।

 এছাড়াও Income Tax Department এ তরফ থেকে বলা হয়েছে যে আগামী 30 জুন তারিখের মধ্যে এই আধার কার্ড এবং প্যান কার্ড সংযুক্তিকরণ না করালে সেই ব্যক্তিকে একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে। তবে 1 জুলাই 2023 এরপর এই সংযুক্তি করেন না করালে ওই গ্রাহকের প্যান কার্ডটি নিষ্ক্রিয় করে দেয়া হবে সরকারের তরফ থেকে। তবে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর আগামী 30 দিনের মধ্যেই ওই Pan Card Holder নির্ধারিত কর্তৃপক্ষের কাছে আবেদন করে এই সংযুক্তিকরণ করালেন ওনাকে আর ভবিষ্যতে কোন রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। তবে তাকে Delay Fee হিসেবে যে 1000 টাকা ধার্য করা হয়েছে সেটা কিন্তু দিতে হবে। এই ফাইন প্রদান করার পরেই উক্ত ব্যক্তি তার প্যান কার্ড দিয়ে পুনরায় ব্যবহার করতে পারবেন। কেন্দ্রীয় আয়কর দপ্তরের রিপোর্ট অনুযায়ী, এখনো পর্যন্ত মোট 51 কোটি গ্রাহকের এই কাজটি সম্পন্ন হয়েছে। তবে যাদের ক্ষেত্রে এই সংযুক্তিকরণ টা বাধ্যতামূলক নয় তাদের ক্ষেত্রে নিয়মটি প্রযোজ্য হবে না। তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে আলাদা কিছু নিয়ম।সেগুলি হলো :-

*যেসব ব্যক্তির এই আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করতে হবে না:-

1. যেসব ব্যক্তিদের বয়স বর্তমানে 80 বছর পেরিয়ে গেছে বা পূর্ণ করেছেন তাদের এই নিয়ম থেকে অব্যাহতি রয়েছে।

2. যারা স্থায়ীভাবে  ভারতীয় নাগরিক নন তাদের এই নিয়ম মানতে হবে না।

3. জম্মু ও কাশ্মীর, আসাম ও মেঘালয়ের কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী প্রার্থীদের এই সংযুক্তিকরণ থেকে অব্যাহত দেয়া হয়েছে।।।

*মূলত এতোটুকুই ছিল আজকের এই প্রতিবেদনের আপডেট। আজকের এই খবরটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন।

প্রতিবেদনটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং এই খবরটি আপনার বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের কাছে শেয়ার করে তাদেরকেও এটা জানার সুযোগ করে দেবেন অবশ্যই

Written By :- Blogger Sujoy Mondal

                        -: THANK YOU :-

Sarkarichakri.co.in আমরা কোন নিয়োগ সংস্থা নয় সরকারি এবং বেসরকারি চাকরির ওয়েবসাইট গুলিতে যে সমস্ত চাকরির খবরের আপডেট দেয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের দায়িত্ব তাই আমাদের বিজ্ঞপ্তি পড়ার পর চাকরিতে এপ্লাই করার আগে অবশ্যই সরকারি চাকরির ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি কে যাচাই করে নেবেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন

Leave a Comment