এই কাজগুলো করুন , না হলে বন্ধ হয়ে যেতে পারে লক্ষী ভান্ডার

এই কাজগুলো করুন , না হলে বন্ধ হয়ে যেতে পারে লক্ষী ভান্ডার 

এই কাজগুলো করুন , না হলে বন্ধ হয়ে যেতে পারে লক্ষী ভান্ডার
এই কাজগুলো করুন , না হলে বন্ধ হয়ে যেতে পারে লক্ষী ভান্ডার 

Sarkari Chakri:-

নমস্কার বন্ধুরা:-

আজকে আমরা নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের একটা বৃহৎ জনদরদী প্রকল্প তথা লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে একটা বড়ো আপডেট

লক্ষী ভান্ডার টাকা ঢুকছে কেন: 

Laxmir Bhander Scheme  – পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের এই রাজ্যের জনগণের জন্য প্রায়ই নানা রকম জনদরদি প্রকল্প নিয়ে আসেন এবং এই প্রকল্পের সংখ্যা এখন 70টিরও বেশি রয়েছে। যার ফলে উপকৃত হচ্ছেন পশ্চিমবঙ্গের অত্যাধিক মানুষ। এইসব  জনদরদি প্রকল্পগুলির মধ্যে লক্ষীর ভান্ডার হলো একটা অত্যন্ত ভালো প্রকল্প। 2021 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন,তার কিছুদিনের মধ্যেই আমাদের দেখে মহিলাদের উন্নয়নের কথা ভেবে ও কিছুটা হলেও স্বাবলম্বী করতে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেছিলেন বলে সেই কারণে লক্ষীর ভান্ডারে প্রতি মাসে টাকা ঢুকছে।

এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের General Caste এর মহিলাদের জন্য মাসিক 500 টাকা ও SC, ST ও OBC Caste এর মহিলাদের জন্য মাসিক 1000 টাকা দেওয়া হচ্ছে। তবে এবার থেকে আপনি এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন বেশ কিছু কারণে।

এর কারণ হিসেবে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে নবান্নে অভিযোগ আসছিল যে, কিছু কিছু ব্যক্তি নানা রকম কারচুপি যথা নাম বদল করে, পোশাক বদলে ছবি তুলে করে এই লক্ষীর ভান্ডারের টাকা তুলে নিয়ে সুবিধা ওঠাচ্ছে। তাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বেশ কয়েকটি নতুন নিয়ম তৈরি করে দিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়।







লক্ষীর ভান্ডার কি কি ডকুমেন্টস লাগবে: 

1. মহিলা প্রার্থীদের অবশ্যই একটা নিজের নামে Bank Account থাকতে হবে।

2. ব্যাংক একাউন্টে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে জয়েন্ট ACCOUNT হলে হবে না।

3. অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা থাকতে হবে। এছাড়াও

4. এই অ্যাকাউন্টের KYC করা থাকতে হবে।

5. যেসব মহিলারা SC,ST বা OBC Caste এর রয়েছেন তাদেরকে 1000 টাকা পাওয়ার জন্য অবশ্যই Caste Certificate থাকতে হবে।

লক্ষীর ভান্ডার কি তাহলে বন্ধ হয়ে যাবে : 

যদি এই কাজ সার্টিফিকেট না থাকে আপনার তাহলে কিন্তু আপনি 1000 টাকা পাবেন না।

এই নিয়ম গুলির মধ্যে একটা নিয়মও যদি বাদ পড়ে যায় তাহলে আপনি এই লোকের ভান্ডার থেকে বঞ্চিত হতে পারেন।

কিন্তু মনে করা হচ্ছে যে, কিছুদিন পরেই যেহেতু পঞ্চায়েত ভোট তাই এই নিয়ে খুব বেশি কড়াকড়ি করবে না রাজ্য সরকার।

মূলত এতোটুকুই ছিল আজকের এই প্রতিবেদনের আপডেট। নিউজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ও ভালো লাগলে ফলো করে পাশে থাকবেন। এছাড়াও আজকের এই নিউজটা আপনার আশেপাশের মা বোনদের শেয়ার করে দিয়ে তাদেরকে এটা জানার সুযোগ করে দেবেন দয়া করে।

Written by :- Blogger Sujoy Mondal

                     -:THANK YOU:-

Sarkarichakri.co.in আমরা কোন নিয়োগ সংস্থা নয় সরকারি এবং বেসরকারি চাকরির ওয়েবসাইট গুলিতে যে সমস্ত চাকরির খবরের আপডেট দেয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের দায়িত্ব তাই আমাদের বিজ্ঞপ্তি পড়ার পর চাকরিতে এপ্লাই করার আগে অবশ্যই সরকারি চাকরির ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি কে যাচাই করে নেবেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন

Leave a Comment