দক্ষিণ মধ্য রেলে বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগ

 দক্ষিণ মধ্য রেলে বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগ

দক্ষিণ মধ্য রেলে বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগ
দক্ষিণ মধ্য রেলে বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগ

Sarkari Chakri

নমস্কার বন্ধুরা :-

ভারতীয় রেল দপ্তরে তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। যেখানে খুব কম সংখ্যয় গ্রাজুয়েশন পাস যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে, এই নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করবে দক্ষিণ মধ্য রেলওয়ে কমিশন । দেশের যে কোনো প্রান্ত থেকে যোগ্য ও ইচ্ছুক পারা এখানে আবেদন করতে পারে। নারী পুরুষ নির্বিশেষে এখানে উভয়েই আবেদনযোগ্য। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য বিস্তারিত তথ্য নিচে দেওয়া রইল :-

পোস্ট তারিখ :- 05.06.23

বিজ্ঞাপন নং :- P/SCR/H0/110/JT A (Works) Contractual/2023

আবেদন পদ্ধতি :- এখানে প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তি ০৪ নম্বর পৃষ্ঠায় থাকা আবেদন পত্রটিকে ডাউনলোড করে সেটিকে সুন্দরভাবে পূরণ করে তার সঙ্গে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস এবং পাসপোর্ট সাইজ ফটো যুক্ত করে ডিমান্ড ড্রাফ্ট সহ নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।







আবেদনপত্র পাঠানোর ঠিকানা :- Secretary of Principal Chief Personnel Officer & Senior Personnel Officer (Engineering), Office Principal Chief Personnel Officer, 4th Floor, Personal Department, Rail Nilayam, South Central Railway, Secunderabad, Pin-500025

প্রার্থী বাছাই পদ্ধতি :- শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং ইন্টারভিউ এর ভিত্তিতে প্রার্থীদের এই পদগুলিতে নিয়োগ করা হবে।

নিয়োগকারী সংস্থা :- South Central Railway Department

পদের নাম :- এখানে Junior Technical Associate, Junior Technical Associate (Dawing) এবং Junior Technical Management পদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদ – এখানে মোট ৩৫ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

বয়স সীমা – আবেদনকারীর বয়সসীমা ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৩বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে ।

যোগ্যতা – জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পাশ থাকতে হবে। জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট  (ড্রয়িং) পদে আবেদন করার জন্য প্রার্থীদের ইলেকট্রনিক্স/ মেকানিক্যালে ডিপ্লোমা থাকতে হবে এবং ম্যানেজমেন্ট পদে আবেদন করার জন্য প্রার্থীদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজিতে তিন বছরের ডিপ্লোমা পাস থাকতে হবে।

কাজের স্থান – ভারতের বিভিন্ন জায়গায় নিয়োগ করা হবে।

আবেদন মূল্য :- জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০/- টাকা SC/ST/PWD  এবং মহিলা প্রার্থীদের জন্য আবেদন মূল্য ২৫০ টাকা , অনলাইনে আবেদন ফি জমা দেয়ার শেষ তারিখ- ০২.০২.২০২১,

আবেদনের শেষ তারিখ :- ৩০.০৬.২০২৩







অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল পিডিএফ- Click Here

Sarkarichakri.co.in আমরা কোন নিয়োগ সংস্থা নয় সরকারি এবং বেসরকারি চাকরির ওয়েবসাইট গুলিতে যে সমস্ত চাকরির খবরের আপডেট দেয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের দায়িত্ব তাই আমাদের বিজ্ঞপ্তি পড়ার পর চাকরিতে এপ্লাই করার আগে অবশ্যই সরকারি চাকরির ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি কে যাচাই করে নেবেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন

Leave a Comment