কৃষি বিভাগে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে

কৃষি বিভাগে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে

কৃষি বিভাগে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে
কৃষি বিভাগে কর্মী নিয়োগ

Sarkari Chakri

নমস্কার বন্ধুরা :-

পশ্চিমবঙ্গের কৃষি বিভাগের তরফ থেকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। যেখানে বলা হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় ড্রাইভার, স্টেনোগ্রাফার সহ অন্যান্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করবে Krishi Vigyan Kendra, Kalyan। সরাসরি অফলাইনের মাধ্যমে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ কিংবা ভারতের যেকোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন যে কোন প্রার্থী। পুরুষ কিংবা মহিলা উভয়প্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে পারবেন কিন্তু তার থেকে হতে হবে ভারতীয় নাগরিক। যে সমস্ত প্রার্থীরা এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী তারা নিচের তথ্যগুলি পড়ে আবেদন করতে পারেন।

পোস্ট তারিখ- ২৬.০৬.২০২৩

বিজ্ঞাপন নাম্বার- KYIilRe ct.02 I 2023-2 4

কি পদ্ধতিতে আবেদন করবেন- সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস

কিভাবে আবেদন করবেন- সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস, প্রথমে প্রথমে কৃষি বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে (www.kalyankvk.org) গিয়ে আবেদনপত্রটিকে ডাউনলোড করতে হবে এরপর এই আবেদনপত্রটির হার্ডকপি অথবা প্রিন্ট আউট করে সেটিকে সুন্দরভাবে পূরণ করে তার সঙ্গে প্রার্থীর সমস্ত ডকুমেন্টস এবং পাসপোর্ট সাইজ ফটো যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরতে হবে। তারপর সেই আবেদন পত্রটি নিচের দেওয়া ঠিকানায় স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট বা নিজ হাতে গিয়ে জমা দিয়ে আসতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা – The Secretary, Krishi Vigyan Kendra, Kalyan, P.O.- Vivekanandanagar, District : Purulia, West Bengal, PIN- 723147

প্রার্থী বাছাই পদ্ধতি- ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করে নেওয়া হবে এবং তার সঙ্গে নেওয়া হবে পার্সোনালিটি টেস্ট

কোন সংস্থা নিয়োগ করছে- Krishi Vigyan Kendra, Kalyan

পদের নাম- ড্রাইভার, স্টেনোগ্রাফার এবং স্কিল সাপোর্ট স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে।

কাজের স্থান- পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় নিয়োগ করা হবে।

শূন্যপদ- মোট শূন্যপদ ফাঁকা আছে ০৩ টি

বেতন- ৫,২০০ – ২০,৪০০ টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা- ড্রাইভার পদে আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক পাস যোগ্যতা সহ ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। স্টেনোগ্রাফার পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। এবং সেইসঙ্গে প্রার্থীর স্টেনোগ্রাফির দক্ষতা থাকতে হবে। Skilled Support Staff পদে আবেদন করা জন্য প্রার্থীদের  মাধ্যমিক পাস সহ যেকোনো সংশ্লিষ্ট বিষয়ে ITI ডিগ্ৰী কমপ্লিট থাকতে হবে।

বয়স- প্রার্থীদের বয়স সীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে।

জাতীয়তা- অবশ্যই ভারতীয় হতে হবে

আবেদন মূল্য- কোন আবেদন মূল্য লাগবেনা

আবেদনের শেষ তারিখ- ২০.০৭.২০২৩

অফিশিয়াল পিডিএফ (ড্রাইভার) – Click Here

অফিশিয়াল নোটিশ (স্টেনোগ্রাফার ) – Click Here

আবেদনের ফরম (০১) – Download Pdf 

আবেদনের ফরম (০২) – Download Pdf

অফিশিয়াল ওয়েবসাইট – Click Here

Sarkarichakri.co.in আমরা কোন নিয়োগ সংস্থা নয় সরকারি এবং বেসরকারি চাকরির ওয়েবসাইট গুলিতে যে সমস্ত চাকরির খবরের আপডেট দেয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের দায়িত্ব তাই আমাদের বিজ্ঞপ্তি পড়ার পর চাকরিতে এপ্লাই করার আগে অবশ্যই সরকারি চাকরির ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি কে যাচাই করে নেবেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন

Leave a Comment