Sahara India Refund Portal : সাহারার টাকা ফেরত পাবে সাধারণ মানুষ

Sahara India Refund Portal : সাহারার টাকা ফেরত পাবে সাধারণ মানুষ

Sahara India Refund Portal : সাহারার টাকা ফেরত পাবে সাধারণ মানুষ
সাহারার টাকা ফেরত পাবে সাধারণ মানুষ

Sarkari Chakri

নমস্কার বন্ধুরা :-

Sahara India Pariwar News Update :- খুব শীঘ্রই সাহারার টাকা ফেরত পেতে চলেছে সাধারণ মানুষ। পোর্টাল চালু করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেখে নিন বিস্তারিত

সাহারার টাকা ফেরত পাওয়ার উপায় (Sahara Refund Portal Launch Date) :- সাহারা তে বিনিয়োগকারি ব্যক্তিরা খুব শীঘ্রই তাদের টাকা ফেরত পেতে চলেছে। কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর উদ্যোগে তৈরি হলো নতুন একটি পোর্টাল। যেটা চালু হলো 18ই জুলাই অর্থাৎ গত মঙ্গলবার ।সাহারা তে যে সমস্ত ব্যাক্তি বিনিয়োগ করেছেন তাদের জন্য খুব শীঘ্রই একটা খুব বড় খিজির খবর বেরোতে চলেছে।প্রায় 10 কোটি ব্যাক্তি এই সাহারা তে বিনিয়োগ করেছেন। যে সব ব্যাক্তিদের পলিসির মেয়াদ শেষ হয়ে গেছিলো, তারা এই নতুন কেন্দ্রীয় পোর্টাল এর মাধ্যমে তাদের নিজেদের এই কষ্টের টাকা ফেরত পেতে চলেছে খুব শীঘ্রই বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় এই পোর্টালে থাকছে সাহারা বিনিয়োগকারদের টাকা ফেরত পাবার যাবতীয় সমস্ত রকম তথ্য। এই নির্দেশ সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরে নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। এই কোম্পানিতে সারাদেশের প্রচুর মানুষ টাকা বিনিয়োগ করেছে। যার পরিমাণ হয়ে দাঁড়াবে  কয়েক হাজার কোটি টাকার মতো। কিন্তু দেখা যাচ্ছে প্রচুর বিনিয়োগকারী তাদের পলিসের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তাদের কষ্টের দ্বারা অর্জিত সেই টাকা ফেরত পাচ্ছেন না।

কোন কোন ব্যক্তি টাকা ফেরত পেতে পারে / সাহারা কত টাকা ফেরত দেবে : 

সাহারা গ্রুপের Sahara Credit Co-Operative Society Limited, Shaharayan Universal Multipurpose Society Limited, Hamara India Credit Co-Operative Society Limited, Stars Multipurpose Co-Operative Society Limited – এইসব সমবাযয়ে বিনিয়োগকৃত টাকা ফেরত পাওয়ার জন্য সমবায় মন্ত্রক সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছিল। সেই আর্জির পর সুপ্রিম কোর্ট বিনিয়োগকারীদের 5000 কোটি টাকা ফেরত দেবে বলে নির্দেশ জানিয়েছে। এই কারণেই সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু হচ্ছে Sahara Refund Portal

সাহারার টাকা ফেরত পাওয়ার উপায় – যে সমস্ত বিনিয়োগকারী সাহারায় ইন্টারেস্ট এর জন্য টাকা বিনিয়োগ করেছিল তাদের এবার স্বপ্নভঙ্গ হয়েছে। সাহারা বিনিয়োগকারী ব্যক্তিদের দেখে নিতে হবে তারা কোন গ্রুপে তাদের বিনিয়োগটা করেছিল। এছাড়াও হাতের কাছে রাখতে হবে বিনিয়োগ সম্পর্কিত যাবতীয় সমস্ত রকম নথি। এই পুরো টাকাটা ফেরত পেতে সাহারার ভূমিকা কি হবে সেটা জানা যাবে এই কেন্দ্রীয় পোর্টাল চালু হওয়ার পর।

সাহারা ইন্ডিয়াতে ভারতীয় কোন রাজ্যের সবচেয়ে বেশি টাকা আটকে পড়ে রয়েছে : 

বিহার,ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকে রয়েছে এই সংস্থায় সবচেয়ে বেশি বিনিয়োগকারী। 2005 সাল নাগাদ উত্তরপ্রদেশে বিহারে শাহারাস স্কিম ঘরে ঘরে প্রবেশ করেছিল। হলে তাদের মতই আরো অসংখ্য বিনিয়োগকারীদের জন্য এই পোর্টাল আজ খুশির বার্তা নিয়ে আসছে সেটা বলা যেতে পারে। এছাড়া আরও একটা কথা বলে রাখা ভালো যে, 2009 থেকেই কালো মেঘ ঘুমিয়ে ছিল সাহারার আকাশে। একাধিক অনিয়মের অভিযোগ ওঠে, নানা রকম দুর্নীতিরও অভিযোগ ওঠে। 2014 সালে সাহারার মালিক সুব্রত রায় কে তিহার জেলে পাঠানো হয়। তখন টাকা আটকে গিয়েছিল বিনিয়োগকারী ব্যাক্তিদের।

Sarkarichakri.co.in আমরা কোন নিয়োগ সংস্থা নয় সরকারি এবং বেসরকারি চাকরির ওয়েবসাইট গুলিতে যে সমস্ত চাকরির খবরের আপডেট দেয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের দায়িত্ব তাই আমাদের বিজ্ঞপ্তি পড়ার পর চাকরিতে এপ্লাই করার আগে অবশ্যই সরকারি চাকরির ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি কে যাচাই করে নেবেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন

Leave a Comment