ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ

ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ

ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ
ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ

National Investigation Agency এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। যেখানে বলা হয়েছে ডেপুটেশন ভিত্তিক বিভিন্ন পদে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করবে National Investigation Agency। পশ্চিমবঙ্গ কিংবা ভারতের যে কোন জায়গা থেকে আবেদন করতে পারবেন যেকোনো প্রার্থী। সরাসরি অফলাইনের মাধ্যমে প্রার্থীদের আবেদন করতে হবে। পুরুষ কিংবা মহিলা উভয় প্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। কিন্তু প্রার্থীকে হতে হবে ভারতীয় নাগরিক। যে সমস্ত প্রার্থীরা এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী তারা নিচের তথ্যগুলি পড়ে আবেদন করতে পারেন।


পোস্ট তারিখ:-

০৭.০৭.২০২৩


বিজ্ঞাপন নাম্বার:-

E-78/001/Dep-DEO/NIA/2023/9/07


কি পদ্ধতিতে আবেদন করবেন:-

সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস


কিভাবে আবেদন করবেন:-

সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের জন্য প্রার্থীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস, প্রথমে National Investigation Agency এর অফিসিয়াল ওয়েবসাইটে (www.nia.gov.in) গিয়ে আবেদনপত্রটিকে ডাউনলোড করতে হবে এরপর এই আবেদনপত্রটির হার্ডকপি অথবা প্রিন্ট আউট করে সেটিকে সুন্দরভাবে পূরণ করে তার সঙ্গে প্রার্থীর সমস্ত ডকুমেন্টস এবং পাসপোর্ট সাইজ ফটো যুক্ত করে, সেটিকে একটি মুখবন্ধ খামে ভরে নিচের দেওয়া ঠিকানাই পাঠাতে হবে।


আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :-

SP (Adm), NIA HQ, Opposite CCO Complex, Lodhi Road, SHANKAR BRATA RAIMEDHILIPS Superintendent of Police National Investigation Agency Ministry of Home Affairs Govt. of India, New Delhi , New Delhi-110003


প্রার্থী বাছাই পদ্ধতি:-

কম্পিউটার টাইপিং টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী বাছাই করা হবে। টাইপিং স্পিড হতে হবে 30 WPM – 35 WPM।


কোন সংস্থা নিয়োগ করছে:-

National Investigation Agency 


পদের নাম:-

ডাটা এন্ট্রি অপারেটর


কাজের স্থান:-

ভারতের বিভিন্ন জায়গায় নিয়োগ করা হবে।


শূন্যপদ:-

মোট শূন্যপদ ফাঁকা আছে ৩৪ টি


বেতন:-

২৯,২০০ – ৯২,৩০০ টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।


শিক্ষাগত যোগ্যতা:-

সরকারি চাকুরিজীবী, IT (ইনফরমেশন টেকনোলজি) অথবা A গেজেট সার্টিফিকেট প্রার্থীরাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।


বয়স:-

আবেদনকারী সর্বোচ্চ বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।


জাতীয়তা:-

বশ্যই ভারতীয় হতে হবে


আবেদন মূল্য:-

কোন আবেদন মূল্য লাগবেনা


আবেদনের শেষ তারিখ:-

২২.০৮.২০২৩


অফিশিয়াল ওয়েবসাইটClick Here

অফিশিয়াল নোটিসClick Here

Sarkarichakri.co.in আমরা কোন নিয়োগ সংস্থা নয় সরকারি এবং বেসরকারি চাকরির ওয়েবসাইট গুলিতে যে সমস্ত চাকরির খবরের আপডেট দেয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের দায়িত্ব তাই আমাদের বিজ্ঞপ্তি পড়ার পর চাকরিতে এপ্লাই করার আগে অবশ্যই সরকারি চাকরির ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি কে যাচাই করে নেবেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন

Leave a Comment