Ministry of Defence এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতায় অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ বা ভারতের যেকোনো জায়গা থেকে পুরুষ ও মহিলা উভয় এখানে আবেদন জানতে পারে। আমাদের আজকের এই প্রতিবেদনে Ministry of Defence এ কর্মী নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেয়া হলো যার মাধ্যমে উপযুক্ত যোগ্য প্রার্থীরা এখানে খুব সহজেই আবেদন জানাতে পারে।
বিজ্ঞাপন নং:
1152/2/CRA
কোন পদ্ধতিতে আবেদন জানতে হবে:
এখানে সম্পূর্ণভাবে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য চাকরি প্রার্থীর একটি বৈধ মোবাইল নং ও ইমেইল আইডি লাগবে, সঙ্গে লাগবে চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতার ও যাবতীয় প্রয়োজনীয় বৈধ ডকুমেন্টস।
আবেদন পদ্ধতি:
আগে এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নোটিশ টি দেওয়া রয়েছে, তার 4 নং পাতায় আবেদন পত্র টি রয়েছে। সেটা প্রিন্ট আউট করিয়ে, সেটা ভালো ভাবে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় নথি যেমন পরিচয় পত্রের প্রমাণ হিসেবে আধার কার্ড, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, 2টি পাসপোর্ট ছবি। একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদন মূল্য সহযোগে নির্দিষ্ট তারিখে পাঠিয়ে দিতে হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি:
লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে এখানে নিয়োগ টি সম্পূর্ণ হবে। বিস্তারিত সিলেবাস অফিসিয়াল নোটিশে রয়েছে, যেটা আজকের প্রতিবেদনে নিচে দেওয়া রয়েছে।
কোন সংস্থা নিয়োগকে করছে:-
মিনিস্ট্রি অফ ডিফেন্স
কোন কোন পদে নিয়োগ করা হবে:
01.মজদুর/Mazdur :-
মোট শূন্যপদ:
এই পদে আবেদন করার জন্য মোট শূন্য পদ আছে ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে।
বয়সসীমা:
আবেদন কারীর বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন:
পে লেভেল 1 মাস অনুসারে বেতন দেওয়া হবে।
02. কুক/Cook :-
মোট শূন্যপদ:
এই পদে আবেদন করার জন্য মোট শূন্য পদ আছে ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা :
নূন্যতম মাধ্যমিক মাস সহ ভারতীয় রান্না সম্পর্কে জানা থাকতে হবে।
বয়সসীমা :
আবেদন কারীর বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন :
পে লেভেল 1 অনুসারে বেতন দেওয়া হবে
03. মেসেঞ্জার/ Messenger :-
মোট শূন্যপদ :
এই পদে আবেদন করার জন্য মোট শূন্য পদ আছে ১৫ টি।
শিক্ষাগত যোগ্যতা :
যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাস সহ সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা :
আবেদন কারীর বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন :
পে লেভেল 1 অনুসারে বেতন দেওয়া হবে
04.ফায়ারম্যান/Fireman :-
মোট শূন্য পদ :
2টি
শিক্ষাগত যোগ্যতা :
যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে
বয়স সীমা :
আবেদন কারীর বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন :
পে লেভেল 2 অনুসারে বেতন দেওয়া হবে।
5.CSBO Grade 2 :–
মোট শূন্য পদ :
1টি
শিক্ষাগত যোগ্যতা :
যেকোনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস থাকতে হবে। এর পাশাপাশি Private Board Exchange এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা :
আবেদন কারীর বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন :
পে লেভেল 3 অনুসারে বেতন দেওয়া হবে।
06. স্টেনো গ্রেড / Steno Grade 2 :-
মোট শূন্যপদ :
1টি
শিক্ষাগত যোগ্যতা :
উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে।
বয়সসীমা :
আবেদন কারীর বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন :
পে লেভেল 4 অনুসারে বেতন দেওয়া হবে।
উপরিউক্ত প্রত্যেকটি পদে আবেদনের সময় সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা বয়সের ছাড় পেয়ে থাকবে।
এছাড়াও বাকি সমস্ত পদ গুলি সম্বন্ধে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিসটি দেখে নিন।
কাজের স্থান :
হরিয়ানা
সর্বমোট শূন্যপদ :
সব কয়টি পদ মিলিয়ে মোট শূন্য পদ আছে ৩৭ টি।
আবেদনপত্র পাঠানো ঠিকানা :
Central Recruitment Agency, HQ, PH & HP (I), Sub Area, Ambala Cantt., Dist – Ambala, State – Haryana, PIN – 13301.
আবেদন মূল্য : 25 টাকা(শুধুমাত্র ফায়ারম্যান পোষ্টের ক্ষেত্রে 50 টাকা)।
আবেদন করার শেষ তারিখ :- 30.09.2023
অফিসিয়াল নোটিশ এবং আবেদনপত্র :- Click Here
অফিসিয়াল ওয়েবসাইট :- Click Here
আরো পড়ুন : ভারতীয় বনদপ্তরে কর্মী নিয়োগ